OrdinaryITPostAd

জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত

বর্তমানে সকল উন্নত দেশেই স্টুডেন্ট কিংবা অন্যান্য ভিসার চাহিদা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।এক্ষেত্রে এশিয়ার অন্যতম উন্নত দেশ জাপানের চাহিদা নেহাত কম নয়।তবে এসব উন্নত দেশে যেতে হলে নির্দিষ্ট পরিমাণ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।তাই জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অনেকেই জানতে চান। বর্তমান প্রযুক্তির যুগে ঘরে বসেই জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা এ সম্পর্কে সকল তথ্য জানা সম্ভব। ঢাকা বিশববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের আর্টিকেল আমরা আপনাদের সাথে শেয়ার করবো জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা সে সম্পর্কে । তাই জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি স্কিপ না করে সম্পূর্ণ পড়ুন।




আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)

  1. জাপানে পড়াশোনা সম্পর্কে।
  2. জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতাসমূহ।
  3. জাপানে পড়াশোনার সুযোগ সুবিধা।
  4. জাপানে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র।
  5. জাপানী ভাষা শিক্ষা কেন্দ্র।
  6. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
  7. লেখকের মন্তব্য

১.জাপানে পড়াশোনা সম্পর্কে|জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা 

এশিয়ার অন্যতম উন্নত দেশ জাপান যেখানে বর্তমানে উচ্চশিক্ষার মান এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বব্যাপী খুবই গ্রহণীয় ও সমাদৃত। বিশ্বের প্রায় বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা কিংবা জবের জন্য সেখানে পাড়ি জমাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ ও পিছিয়ে নেই বিপুলসংখ্যক শিক্ষার্থীরা জাপানে পড়াশোনার জন্য পাড়ি জমাচ্ছে।অনেকেই 
এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার জন্য তারা জাপানকে বেছে নেয় কারণ এখানে যেমন উন্নত মানের পড়াশোনার সুযোগ রয়েছে তেমনি পাশাপাশি স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জবের ও ভালো সুযোগ সুবিধা আছে।
  • জাপানে শিক্ষাব্যবস্থা :জাপানে বিশেষ কয়েক ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে। তার মধ্যে রয়েছে- প্রফেশনাল ট্রেইনিং স্কুল,গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়, কলেজ অব টেকনোলজি, জাপানিজ স্টাডিজ, আন্ডার গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়।এসব প্রোগ্রামে শিক্ষার্থীরা তাদের অনুযায়ী যোগ্যতা ভর্তির সুযোগ পেয়ে থাকে ।

২. জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতাসমূহ|জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা 

জাপানে যাওয়ার জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না হলে জাপানে যাওয়ার জন্য আবেদন করা যায় না। নিম্নে জাপান যাওয়ার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা উল্লেখ্য করা হলো -
  • প্রথমত নূন্যতম এস এস সি পাশ যেকোনো বিভাগ থেকে মানবিক বিজ্ঞান বা ব্যবসা বিভাগ।
  • বয়স কমপক্ষে ১৮ ও সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • এছাড়াও প্রার্থীর কমপক্ষে ৫ফুট ২ ইঞ্চি হতে হবে ।
  • আবেদনকারীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ সবল ও কর্মঠ হতে হবে।
  • এবং প্রার্থীকে জাপানী ভাষাশিক্ষার সার্টিফিকেট থাকতে হবে।

৩. জাপানে পড়াশোনার সুযোগ সুবিধা|জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা 

স্কলারশিপের সুবিধা- জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ এবং সেই সাথে টিউশন ছাড়ের মত সুবিধা। আর এসব সুবিধার আওতায় আপনি সম্পূর্ণ বিনা খরচেই কোনোরূপ জামেলা ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।

  • এ ছাড়াও সরকারি বাদেও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে।
  • এবং জাপানে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব স্কলারশিপের ব্যবস্থা আছে। ভালো পড়াশোনার মাধ্যমে একজন শিক্ষার্থী এসব স্কলারশিপের সুযোগ নিয়ে জাপানে পড়াশোনা করতে পারবেন।
  • এবং এমন সুবিধা রয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও স্কলারশিপের জন্য শিক্ষাথীরা আবেদন করতে পারবে ।
পার্টটাইম জব- জাপানে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি সপ্তাহে ২৮ ঘণ্টা পরিমাণ পার্টটাইম জব করার সুযোগ পেয়ে থাকে । যা তাদের পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারকেও সাহায্য করতে ভূমিকা পালন করে।

৪. জাপানে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র|জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা 

যেসব কাগজপত্র প্রয়োজন হয় নিম্নে তোলে ধরা হল -

  •  আবেদনকারীর ব্যালিড পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা লাগবে)

  •  আবেদনকারীর পাসপোর্ট সাইজ দুই কপি ছবি (বিগত ৬ মাসের ভেতর তোলা)

  •  সঠিকভাবে পূরণকৃত ভিসার একটি আবেদনপত্র

  •  এছাড়াও শিক্ষাগত যোগ্যতার মূল সনদ পত্র যেমন( এসএসসি থেকে সর্বশেষ ডিগ্রি পর্যন্ত- যার যেটা পর্যন্ত আছে; পরীক্ষার্থীর প্রবেশপত্র ও প্রশংসা পত্র)

  •  জাপানের যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যাবে তার লেটার অফ এক্সেপ্টেন্স 

  •  এছাড়াও লাগবে আবেদনকারীর জাপান থেকে ইস্যুকৃত সার্টিফিকেট অব এলিজিভিটি

  •  এবং জাপানে কেনো পড়তে যাবে তার কারণসমূহ বর্ণনা করে একটি কভার লেটার 

তবে অবশ্যই আপনাকে দূতাবাসে যোগাযোগ করে জেনে নিলে ভালো হবে যে আরো কোনো কাগজপত্র লাগবে কিনা।

৫. জাপানী ভাষা শিক্ষা কেন্দ্র|জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা 

যেকেউ জাপানে যেতে চাইলে বা বিভিন্ন কাজে জাপানি ভাষা শিক্ষার প্রয়োজন হয়। আর এসব প্রয়োজনে জাপানী ভাষা শিক্ষা টা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা কোচিং সেন্টার বা অনলাইনে জাপানী ভাষা শিখতে পারি। নিচে কিছু প্রয়োজনীয় উপায় আলোচনা করা হলো -
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট: এখন থেকে জাপানি ভাষা শিক্ষার কোর্স করা যায়। তুলনামূলক আই এম এল এর এই কোর্সের মাধ্যমে খুব সহজভাবে জাপানি ভাষা শিক্ষা দিয়ে থাকে। এখানে মূলত চারটি কোর্স ভাষা শিখানো হয়ে থাকে।জুনিয়র কোর্স ,সিনিয়র কোর্স ,ডিপ্লোমা কোর্স এবং উচ্চতর ডিপ্লোমা কোর্স
 আর এসব কোর্সগুলোর মেয়াদ আনুমানিক এক বছর করে (১২০ ঘন্টা) নিয়ে থাকে।
  • বাংলাদেশ জাপান ট্রেনিং ইনস্টিটিউট ( বিজেটিআই): জাপানি ভাষা শিখার জন্য অন্যতম আরেকটি নির্ভরযোগ্য স্থান হলো বিজেটিআই। এই প্রতিষ্ঠানটি অবস্থিত আছে বাংলাদেশের সোনারগাও রোডের ইস্টার্ন প্লাজায়। অভিজ্ঞ শিক্ষকদের খুব যত্ন সহকারে শিক্ষার্থীদের মাঝে জাপানি ভাষা শিখার উপায় বেক্ত করে থাকে।

৬. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: জাপান কোন মহাদেশে অবস্থিত ?

উত্তর: এশিয়া মহাদেশে।

প্রশ্ন ২: বর্তমানে জাপানের অর্থনীতি বিশ্বে কততম?

উত্তর: জাপানের অর্থনীতি বিশ্বে তৃতীয় বৃহত্তম।

প্রশ্ন ৩:  দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাথে সম্পর্কিত জাপানের দুইটি শহরের নাম কি?

উত্তর: হিরোশিমা ও নাগাসাকি।

প্রশ্ন ৪: জাপানে যেতে কি IELTS বাধ্যতামুলক ?

উত্তর: না, IELTS না থাকলেও তেমন সমস্যা নাই জাপানী ভাষা জানা থাকলে।

প্রশ্ন ৫: বিনা খরচে জাপান কিভাবে যাওয়া যাবে?

উত্তর: জাপানের সরকার কর্তৃক কিছু বৃত্তি প্রদান করে থাকে সেগুলোর মাধ্যমে যেতে পারলে বিনা খরচে যাওয়া যায় ( মেক্সট স্কলারশিপ)

প্রশ্ন ৬: জাপানে স্টুডেন্ট ভিসাতে যেতে হলে জাপানী ভাষার কোন লেভেল পর্যন্ত শিখা লাগবে ? 

উত্তর:  নূন্যতম N5 ।

প্রশ্ন ৭: জাপানে যেতে কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা?

উত্তর: নূন্যতম এইচএসসি পাশ।

প্রশ্ন ৮: মানবিক ,বিজ্ঞান,বাণিজ্য সব বিভাগ থেকেই কি জাপানে পড়াশোনার সুযোগ আছে ?

উত্তর: হা অবশ্যই সব ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট এই আবেদন করতে পারবেন।

৭. লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, আজকে আমরা আপনাদের সাথে জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা  এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা  এ সম্পর্কে বা যেকোনো বিষয়ে আপনাদের কোনো অভিযোগ বা মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঢাকা বিশববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠন The DU Speech এর সাথেই থাকবেন।জাপান যাওয়ার শিক্ষাগত যোগ্যতা এ সম্পর্কে হোক বা যেকোনো বিষয়ে আমরা আপনাদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করবো।


লেখক: খাদিজা খা
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় 
জেলা: শরিয়তপুর



ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়। 
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url