আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো এস এস সি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ নিয়ে । কিভাবে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে এস এস সি রেজাল্ট দেখতে পারবেন । কিভাবে আপনি এস এম এস মাধ্যমে এস এস সি রেজাল্ট বের করবেন সে সমস্থ বিষয় নিয়েই আজকের পোষ্ট সাজিয়েছি ।প্রযুক্তির ছোঁয়ায় এখন ঘরে বসেই এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ সম্পর্কে সহজেই ধারণা লাভ করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের আর্টিকেল আমরা আপনাদের সাথে শেয়ার করব এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ সম্পর্কে।এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)
এস এস সি রেজাল্ট দেখতে প্রথমে http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে ভিজিট করুন এবং পরিক্ষার নাম , রোল নাম্বার সহ সকল তথ্য পুরন করে সাবমিট করুন । আরো বিস্তারিত জানতে পোষ্টটি শেষ পর্যন্ত পড়ুন ।
এসএসসি রেজাল্ট প্রকাশ হবার সাথে সাথে বা দ্রুত রেজাল্ট দেখার জন্য আমরা দুটি পদ্ধতি অনুসরণ করতে পারি ।
অনলাইনের মাধ্যমে
মোবাইল থেকে মেসেজ এর মাধ্যমে
আমরা দুটি মাধ্যম দিয়েই দিখিয়ে দেব কিভাবে আপনি এসএসসি রেজাল্ট বের করতে পারবেন মার্কশীঠ সহ ।
প্রথমেই আমরা জানবো অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে এসএসসি রেজাল্ট বের করতে পারবেন । অনলাইনের মধ্যেমে আপনি এসএসসি রেজাল্ট দেখতে চাইলে আপনার নেট কানেকশণ লাগবে এবং লাগবে একটি ডিভাইস হোক সেটা কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল ।
অনেকেই প্রশ্ন করে এস এস সি রেজাল্ট ২০২৩ কিভাবে দেখবো।যাদের মনে এই প্রশ্ন তাদের কে বলছি পোষ্টটি মনযোগ দিয়ে পড়ুন তাহলেই আপনি নিজেই অনলাইনের মাধ্যমে এস এস সি ফলাফল বের করে দেখতে পারবেন ।
অনলাইনে রেজাল্ট দেখার আবার দুটি ওযেবসাইট আছে আপনি চাইলে যেকোন একটি ওয়েব সাইটের মাধ্যমে আনার এসএসসি রেজাল্ট জানতে পারবেন ।
এবার আপনি Examination এর অপশনে SSC/Dhakil সিলেক্ট করুন । Year এর অপশনে 2023 সিলেক্ট করুন ।
Board এর জায়গায় আপনার নিজ শিক্ষাবোর্ড এর নাম লিখুন । এর পর রোল নং রেজিষ্টেশন নাম্বার এবং নিচের সংখ্যা দুটির যোগফল মিলিয়ে সাবমিট করুন ।
সাবমিট করার পর আপনি নিচে আপনার কাঙ্খিত ফলাফল দেখতে পাবেন মার্কশীট সহ । এরপর সেটা আপনি চাইলে প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করে নিতে পারেন ।
আমি বলেছিলাম অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার জন্য দুটি ওয়েব সাইট পাওয়া যায় । তার একটি নিয়ে উপরে লিখেছি ।এবার দ্বীতিয় যে ওয়েব সাইটের মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারবেন সেটা নিম্নে বিস্তারিত দেওয়া হলো ।
শুধু রোল নম্বর দিয়ে রেজাল্ট
আপনার যদি এসএসসির রেজিষ্টেশন নাম্বার মনে না থাকে তবুও আপনার রেজাল্ট দেখতে পাবেন খুব সহজে ।
রেজিষ্টেশন ছাড়া এস এস সি রেজাল্ট দেখতে এই লিংকে ক্লিক করুন https://eboardresults.com/v2/home । ক্লিক করার পর নিচের মত একটি পেজ আসবে ।
Examination এর অপশনে SSC/Dhakil সিলেক্ট করুন । Year এর অপশনে 2023 সিলেক্ট করুন ।
এবার আপনি আগের মতই এবার আপনি Examination এর অপশনে SSC/Dhakil সিলেক্ট করুন । Year এর অপশনে 2023 সিলেক্ট করুন ।
Board এর জায়গায় আপনার নিজ শিক্ষাবোর্ড এর নাম লিখুন । Result Type এর অপশনে Individual Result সিলেক্ট করুন । এর পর রোল নং দিন । রেজিষ্টেশন নাম্বার না দিলেও হবে । এরপর ক্যাপচা ফিলাপ করুন ।
সব কিছু ঠিকঠাকভাবে করার পর Get Result ক্লিক করুন । ব্যাস এবার দেখুন আপনার রেজাল্ট ।
দেখুন পেয়ে গেলাম আমার রেজাল্ট তাও আবার মার্কশীট সহ । এখন আপনি চাইলে এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারেন ।
অনলাইনের মাধ্যমে আমরা উপরে দেওয়া দুটি ওয়েব সাইটের মাধ্যমে এস এস সি রেজাল্ট দেখতে পারবো মার্কশীট সহ ।
২.এসএমএস এর মাধ্যমে রেজাল্ট | এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
যাদের অনলাইনের ব্যাবস্থা নেই । যাদের হাতে কম্পিউটার নেই, স্মার্ট ফোন নাই ইন্টারনেট কানেকশন নেই তারা তো আর অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন না । তাহলে তারা কিভাবে রেজাল্ট দেখবে ? তারা কি রেজাল্ট দেখা বাদ দেবে ? মোটেও না ।তারাও রেজাল্ট দেখবে ইন্টারনেট ছাড়া শুধু যেকোন মোবাইল থেকে মেসজেএর মাধ্যমে ।
আর আমি এখন জানাবো কিভাবে আপনি এসএমএস এর মাধ্যমে ঘরে বসে এস এস সসি রেজাল্ট দেখতে পারবেন ।
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে হলে আপনাকে নির্দিষ্ট একটি ফরমেটে তথ্য দিয়ে এসএমএস লিখতে হবে এবং পাঠাতে হবে 16222 তে ।
প্রথমে ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SSC < Space > আপনার বোর্ডের নামের প্রথম তিন লেটার এরপর আবার < Space > দিয়ে আপনার এসএসসি পরিক্ষার রোল নাম্বার লিখুন এবার আবারো < Space > দিয়ে আপনার পরিক্ষার সাল মানে 2023 লিখুন । এবার পাঠিয়ে দিন 16222.
আপনি যদি মার্কশীট সহ দাখিল রেজাল্ট দেখতে চান তবে আপনাকে সেম উপরের নিয়ম অনুযায়ী সব করতে হবে, শুধু পার্থক্য হলো বোর্ড সিলেক্ট করবেন মাদ্রাসা বোর্ড। তাহলেই আপনি আপনার কাঙ্খিত রেজাল্ট দেখতে পারবেন।
আপনি যদি পুরো স্কুলের রেজাল্ট একসাথে ডাউনলোড করে দেখতে চান তবে আপনাকে এই লিংকে https://eboardresults.com/v2/home যেতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন
প্রিয় পাঠক, আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করেছি এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ নিয়ে। আশা করছি আপনারা এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এসএসসি রেজাল্ট দেখার নিয়ম-2023 সম্পর্কে আপনাদের যেকোন প্রশ্ন অথবা মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আপনাদের মতাম ত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল সংগঠন The DU Speech এর পাশেই থাকবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন