OrdinaryITPostAd

সিঙ্গাপুর কাজের ভিসা 2023 সম্পর্কিত তথ্য জানুন

সিঙ্গাপুর কাজের ভিসা 2023 সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। প্রযুক্তির ছোঁয়ায় এখন ঘরে বসেই সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ সম্পর্কে সহজেই ধারণা লাভ করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের আর্টিকেল আমরা আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ সম্পর্কে।সিঙ্গাপুর কাজের ভিসা 2023 সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)

 1. সিঙ্গাপুর কাজের ভিসা
 2. প্রয়োজনীয় কাগজপত্র
 3. গুরুত্বপূর্ণ তথ্য
 4. ভিসার ধরন
 5. ভিসার আবেদন
 6. খরচ
 7. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
 8. লেখকের মন্তব্য

১.সিঙ্গাপুর কাজের ভিসা | সিঙ্গাপুর কাজের ভিসা 2023

আপনারা যারা সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ নিয়ে যেতে আগ্রহী তারা আমাদের আলোচনার মাধ্যমে এই বিষয় সর্ম্পকে জানতে পারবেন । এজন্য আমরা কাজের ভিসা আবেদন সহ বিভিন্ন বিষয়ে আপনাদের মাঝে তথ্য প্রকাশ করব। চেষ্টা করব কিভাবে কাজের ভিসায় সহজে সিঙ্গাপুর যেতে পারবেন এ বিষয়ে জানাতে। নিচে সিঙ্গাপুর কাজের ভিসা 2023 সহজে পাওয়ার উপায় ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা থাকছে।

২.প্রয়োজনীয় কাগজপত্র | সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩

সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ এর জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।নিচে তা নিয়ে আলোচনা করা হয়েছে।
 • আবেদনকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
 • আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে
 • আবেদনকারী শুধুমাত্র কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত ওয়ার্ক পারমিটে উল্লিখিত কাজের সুযোগের মধ্যে কাজ করতে পারবেন।
উপরে উল্লেখিত বিষয়গুলো ছাড়াও, সিঙ্গাপুরে কর্মরত বিদেশী কর্মীদের অবশ্যই মেনে চলতে হবে
 • অন্য কোনও ব্যবসায় অংশ নেবেন না বা তাদের নিজস্ব ব্যবসা শুরু করবেন না।
 • শুধুমাত্র পেশায় এবং ওয়ার্ক পাস বা ওয়ার্ক পারমিট উল্লেখিত নিয়োগকর্তার জন্য কাজ করুন।
 • জনশক্তি মন্ত্রনালয়ের অনুমোদন ছাড়া সিঙ্গাপুরের নাগরিক বা সিঙ্গাপুরের মধ্যে বা বাইরে স্থায়ী বাসিন্দা বিয়ে করবেন না।
 • চাকরির শুরুতে নিয়োগকর্তা যে ঠিকানায় সেট করেছেন শুধুমাত্র সেখানেই থাকুন।
 • সর্বদা মূল ওয়ার্ক পারমিট বহন করুন এবং যেকোনো পাবলিক অফিসারের চাহিদা অনুযায়ী পরিদর্শনের জন্য এটি তৈরি করুন।

৩.গুরুত্বপূর্ণ তথ্য | সিঙ্গাপুর কাজের ভিসা 2023

আপনি যদি সিঙ্গাপুর কাজের ভিসা 2023 করতে চান তাহলে এগুলো আপনার জানা প্রয়োজন আপনি যে কোম্পানিতে কাজ করতে যাবেন বা যেতে চাচ্ছেন সে কোম্পানির ভিসার ধরন। প্রতিবছর ফ্রী রিনিউ করা যাবে কিনা, বেসিক রেট কোন শর্ত আছে কিনা ইত্যাদি। আপনার পরিচিত প্রতিবেশী যদি সিঙ্গাপুরে থাকেন তাহলে তাকে দিয়ে আপনি ওই কোম্পানিতে ভিজিট করে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা জেনে নিতে পারেন। ভিসার পরে পরবর্তী সময়ে আপনি কি কি সুবিধা পেতে পারেন তা জেনে নেওয়া দরকার।
 

৪.ভিসার ধরন | সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩

একটি দেশের ভিসা অনেক রকমের হতে পারে সিঙ্গাপুরের ক্ষেত্রেও তেমনই। সিঙ্গাপুরের কয়েক ধরনের ভিসা রয়েছে।এই অংশে আলোচনা করব সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ এর বিভিন্ন ভিসার ধরন নিয়ে।

পেশাজীবী বা প্রফেশনালদের জন্য

১) এমপ্লয়মেন্ট পাস – যোগ্যতাসম্পন্ন বৈদেশিক প্রফেশনাল,
ম্যানেজার এবং এক্সিউটিভ যাদের মাসিক বেতন নুন্যতম ৩৩০০
সিঙ্গাপুরী ডলার।
২) এন্ট্রি পাস – মুলত যারা সিঙ্গাপুরে নতুন ব্যবসা খুলতে যাচ্ছেন
৩) পারসোনালাইসড এমপ্লয়মেন্ট পাস - উচ্চ বেতনভুক্ত
এমপ্লয়মেন্ট পাস ধারনকারী ও বৈদেশিক প্রফেশনাল

দক্ষ ও আধাদক্ষ কর্মীদের জন্য

১) এস পাস – মধ্যম লেভেল এর দক্ষ কর্মী যাদের নুন্যতম বেতন
২২০০ সিঙ্গাপুরী ডলার এবং যারা এমওএম এর নীতিমালা
অনুযায়ী যোগ্যতাসম্পন্ন।
২)ওয়ার্ক পারমিট – আধাদক্ষ কর্মী যারা কন্সট্রাকশন, মেশিনারী,
মেরিন বা সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করবে।
৩) গৃহকর্মীদের ওয়ার্ক পারমিট – সিঙ্গাপুরের বাসা বাড়ীতে
কাজের জন্য এ পারমিট দেওয়া হয়।
৪) এছাড়া বিদেশী শিল্পীদের বার, হোটেল বা নাইটক্লাবে কাজের
জন্য পারমিটের ব্যবস্থা আছে।

পরিবারের সদস্যদের জন্য পাস

১) এমপ্লয়মেন্ট পাস ও এস পাস ধারীদের পরিবারের সদস্যদের
(বউ / স্বামী ও ছেলেমেয়ে) জন্য শর্ত পুরন সাপেক্ষ্যে ডিপেন্ডন্ট
পাস দেওয়া হয়।
২) স্থায়ী বাসিন্দা, এমপ্লয়মেন্ট পাস ও এস পাস ধারীদের
পরিবারের সদস্যদের (পিতামাতা/ প্রতিবন্ধী ছেলেমেয়ে) জন্য
শর্ত পুরন সাপেক্ষ্যে দীর্ঘমেয়াদের ভ্রমন পাস / লং টার্ম ভিজিট
পাস দেওয়া হয়।

অন্যান্য পাস / ভিসা

স্বল্প সময়ের নিয়োগপ্রাপ্ত (সর্বোচ্চ ৬০ দিন) বিদেশী নাগরিকদের
জন্য রয়েছে মিসেলেনিয়াস ওয়ার্ক ভিসা।
এর বাইরে সিঙ্গাপুরে কাজের জন্য কোন ভিসার তথ্য নেই।
বিস্তারিত জানার জন্য সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রনালয়ের সাথে
যোগাযোগ করা যেতে পারে।

৫.ভিসা আবেদন | সিঙ্গাপুর কাজের ভিসা 2023 

এই অংশে আলোচনা করা হবে সিঙ্গাপুর কাজের ভিসা 2023 এর ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে। যারা সিঙ্গাপুর ভিসা আবেদন সম্পর্কে জানতে চান বা সিঙ্গাপুরের যাওয়ার জন্য ভিসা আবেদন করতে চান তারা আর্টিকেলের এই অংশটি খুব মনোযোগ দিয়ে পড়ুন তাহলে সিঙ্গাপুর ২০২৩ আবেদন সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।সিঙ্গাপুর কাজের ভিসা  করতে হলে অবশ্যই সিঙ্গাপুরে অবস্থানরত কারো হতে আমন্ত্রণপত্র নিতে হবে।ভিসা ফি ৩০০ সিঙ্গাপুর  ডলার।ভিসা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে হবে, সিঙ্গাপুরে পৌঁছানোর দিন থেকে শুরু করে ৬ মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট অবশ্যই থাকতে হবে। পাসপোর্টে কমপক্ষে একটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। তিন মাসের মধ্যে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। ছবি রঙিন হবে এবং এর ব্যাকগ্রাউন্ড সাদা হবে। 

৬.খরচ | সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩

আপনারা অনেকেই সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ এর খরচ সম্পর্কে জানতে চান। সিঙ্গাপুর কাজের ভিসা এর খরচ সম্পর্কে জানতে এই অংশটি পড়ুন। সাধারণত বাংলাদেশ থেকে সিঙ্গাপুর কাজের ভিসা  দিয়ে যেতে ৫-৬ লক্ষ টাকা লাগতে পারে। অবশ্যই এক্ষেত্রে কাজের প্রশিক্ষণ থাকতে হবে।

৭.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর | সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩

সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ নিয়ে আপনাদের অনেক রকম প্রশ্ন থাকে । অংশে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রশ্ন ১:সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ করতে হলে কি করতে হবে?
উত্তর:সিঙ্গাপুরে অবস্থানরত কারো হতে আমন্ত্রণপত্র নিতে হবে।
প্রশ্ন ২:স্বল্প সময়ের নিয়োগপ্রাপ্ত (সর্বোচ্চ ৬০ দিন) বিদেশী নাগরিকদের জন্য কি ভিসা  রয়েছে?
উত্তর:স্বল্প সময়ের নিয়োগপ্রাপ্ত (সর্বোচ্চ ৬০ দিন) বিদেশী নাগরিকদের জন্য রয়েছে মিসেলেনিয়াস ওয়ার্ক ভিসা।
প্রশ্ন ৩:সিঙ্গাপুর যেতে কত লক্ষ টাকা লাগতে পারে?
উত্তর:সিঙ্গাপুর যেতে ৫-৬ লক্ষ টাকা লাগতে পারে।
প্রশ্ন ৪:সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ ফি কত টাকা??
উত্তর:সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ ফি ৩০০ সিঙ্গাপুর  ডলার।

৮.লেখকের মন্তব্য | সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩

প্রিয় পাঠক, আজকে আমরা আপনাদের সাথে সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ সম্পর্কে অথবা যে কোন বিষয়ে আপনাদের কোন অভিযোগ বা মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল সংগঠন The DU Speech এর পাশেই থাকবেন। সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ সম্পর্কে হোক বা যেকোন বিষয়ে আমরা আপনার মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করব।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url