OrdinaryITPostAd

মালিকানা ড্রাইভার চাকরি

দিন দিন ড্রাইভার চাকরির চাহিদা বেড়েই চলেছে।দেশে ড্রাইভারের চাকরির সুযোগ সুবিধা ও সম্ভাবনাও  অনেক বৃদ্ধি পেয়েছে। এজন্য অনেকেই ড্রাইভার চাকরিকে পছন্দের চাকরির তালিকায় যুক্ত করেছে। অনেকেই মালিকানা ড্রাইভার চাকরি সম্পর্কে জানতে চায়। আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব মালিকানা ড্রাইভার চাকরি নিয়ে। কাজেই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। 

আর্টিকেল সূচিপত্র 

১. মালিকানা ড্রাইভার চাকরি 

মালিকানা ড্রাইভার চাকরির কয়েকটি নিয়োগ হচ্ছে :
পদের সংখ্যা : ৫ 
বয়স: ২২-৪০ বছর 
আবেদন শুরু: ১৮ জানুয়ারি ২০২৪ 
আবেদন শেষ : ২৫ জানুয়ারি ২০২৪ 
বেতনের পরিমাণ : আলোচনা সাপেক্ষে 
যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাসকৃত হতে হবে তবে এসএসসি পাশকৃতদের বেশি প্রাধান্য দেওয়া হবে। 
কাজের অভিজ্ঞতা : কমপক্ষে ৩-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

অন্যান্য:
  1. গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। 
  2. ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 
  3. রাস্তা ঘাট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। 
  4. গাড়ির রক্ষণাবেক্ষণ ও প্রাথমিক মেরামত সম্পর্কে ধারণা থাকতে হবে। 
  5. ম্যানুয়াল ও অটোমেটিক গাড়ি চালানোতে অভিজ্ঞতা থাকতে হবে। 
কাজের জায়গা :
বাংলাদেশের যেকোন স্থানে 
চাকরির ধরন : ফুল টাইম 
কোম্পানির নাম : ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)

আরেকটি ড্রাইভারের চাকরির সারসংক্ষেপ নিচে দেওয়া হলো :

পদের সংখ্যা : ৩ টি 
প্রার্থীর বয়স :২৫ থেকে ৪০ বছর 
আবেদন শুরু: ১৩ জানুয়ারি ২০২৪
আবেদন শেষ: ১০ ফেব্রুয়ারি ২০২৪ 
কাজের স্থান : গাজীপুর, ঢাকা 
অভিজ্ঞতা : ৭ থেকে ১০ বছর 
বেতনের পরিমাণ : মাসিক ১৩০০০- ১৪০০০ টাকা 

অন্যান্য :
  1. গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 
  2. ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 
শিক্ষাগত যোগ্যতা :
প্রার্থীকে ৮ ম শ্রেণি পাসকৃত হতে হবে। 

চাকরির দায়িত্ব সমূহ :
  1. ড্রাইভিংয়ে দক্ষতা থাকতে হবে। 
  2. সময়নিষ্ঠ হতে হবে 
  3. চালককে অবশ্যই পরিচ্ছন্ন, দায়িত্বশীলতা এবং সতর্ক হতে হবে 
  4. জাতীয় পরিচয়পত্রে চালকের নাম, পিতার নাম ও জন্ম তারিখ সঠিক হতে হবে। 
চাকরির ধরন : ফুল টাইম 
সুযোগ সুবিধা : 
  1. বার্ষিক দুইটি উৎসব ভাতা দেওয়া হবে। 
  2. মোবাইল বিল দেওয়া হবে 
  3. প্রতি ঈদে ঈদ বোনাস দেওয়া হবে এবং তা হবে মোট বেতনের ৬০% 
  4. দৈনিক ১৪০ টাকা করে ভাতা মাসিক প্রদান করা হবে।
  5. অন্যান্য সকল সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে।  
আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস :
  1. তিন কপি রঙিন ছবি (সদ্য তোলা পাসপোর্ট সাইজের) 
  2. জীবন বৃত্তান্ত 
  3. ড্রাইভিং লাইসেন্স 
  4. শিক্ষাগত যোগ্যতার সনদপএ 
  5. কাজের অভিজ্ঞতার প্রমাণপএ
  6. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 
ঠিকানা:
মানবসম্পদ বিভাগ
ইম্পেরিয়াল এলাইড কেমিক্যালস ‍লিমিটেড প্লট # ৫০, ব্লক # সি, ফাইসন্স রোড, টঙ্গী আই/এ, টঙ্গী চেরাগআলী, গাজীপুর।
মোবাইল :
০১৭০৯৬৬৬৬২৫ , ০১৭৫৫৫৩১৯৩৩
 ইমেইল:  sakhawat@imperialgroupbd.net
আগ্রহী প্রার্থীদেরকে চাকরির জন্য সরাসরি যোগাযোগ করতে হবে। 

মালিকানা ড্রাইভার চাকরির নিয়োগ:
পদসংখ্যা : ২০ 
কাজের জায়গা : রংপুর সদর
কাজের অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর
আবেদন শুরু: ১ জানুয়ারি ২০২৪
আবেদন শেষ : ৩১ জানুয়ারি ২০২৪
বয়স: ২৫-৫০ বছর
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে এসএসসি পাস
কাজের স্থান : অফিস 
চাকরির ধরন : ফুল টাইম 
সুযোগ সুবিধা ও অন্যান্য:
  1. প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে 
  2. আকর্ষনীয় বেতন ও উৎসব ভাতা দেওয়া হবে। 
  3. বাৎসরিক ছুটি প্রদান করা হবে ১১৫ দিন
  4. প্রার্থীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 
  5. প্রার্থীকে স্মার্ট এবং উদ্যোমী হতে হবে 
শর্তাবলী:
  1. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপএ (সত্যায়িত হতে হবে) 
  2. ছবি (পাসপোর্ট সাইজের দুই কপি)
  3. জীবনবৃত্তান্ত 
  4. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি 
ঠিকানা:

Medical Pakarmatha, Gangachra Road, Rangpur. Mobile: 01958-555666 Email: career.icon2020@gmail.com www:facebook.com/icondreams

চাকরির জন্য অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় মোবাইল ফোনের এসএমএসে জানিয়ে দেওয়া হবে। 

২. ড্রাইভারের যোগ্যতা 

আর্টিকেলের এই অংশে আমরা জানব ড্রাইভারের যোগ্যতা সম্পর্কে। 
  1. একজন ড্রাইভারের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 
  2. ড্রাইভারকে অনুমতিপএ সংগ্রহ করতে হবে। 
  3. ট্রাফিক আইন সম্পর্কে অবগত হতে হবে। 
  4. সকল কাগজপএ আপ- টু - ডেট থাকতে হবে। 
  5. প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। 
  6. রাস্তা ঘাট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। 

৩. গাড়ি চালানোর নির্দেশনা 

নিরাপদ ড্রাইভিংয়ের জন্য গাড়ি চালানোর নির্দেশনা গুলি মেনে চলা উচিত। 
  1. রাস্তায় মাতাল হয়ে গাড়ি চালানো একেবারে নিষিদ্ধ।একজন গাড়িচালকের রক্তপ্রবাহে যদি অ্যালকোহল পাওয়া যায় তাহলে আইন চালককে গ্রেপ্তার করতে পারবে। বাংলাদেশে 0.5% ABV এর বেশি অ্যালকোহলযুক্ত পানীয়গুলিকে অ্যালকোহলযুক্ত পানীয় হিসাবে গন্য করা হয়।
  2. চৌরাস্তায় অনেক বাঁক থাকে। এসব বাঁক মনোযোগ দিয়ে নিতে হবে। রাস্তায় টার্নিং সিগন্যালের সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। দূর্ঘটনা এড়াতে ছেদের ৩০ মিটার বা ১০০ ফুট আগে থেকে চালকদের সতর্ক করতে বাম সংকেত আলো সতর্ক করা উচিত। 
  3. বাংলাদেশে নির্ধারিত পার্কিং এলাকা মেনে গাড়ি পার্কিং করা গুরুত্বপূর্ণ। কেননা অবৈধ রাস্তায় গাড়ি পার্কিং করলে ১০০ টাকা জরিমানা দিতে হবে। 
  4. গাড়ি চালানোর আগে ব্যাক্তির শারিরীক ও মানসিক চাহিদা খুবই গুরুত্বপূর্ণ। আবার নিরাপদ ভাবে গাড়ি চালানোর জন্য আবহাওয়ার আপডেটও রাখতে হবে। 
  5. গাড়ির দরজা লক করা, সিট বেল্ট পরা,অতিরিক্ত টায়ার বহন করা, প্রয়োজনীয় আইনি নথিপত্র সবকিছু রাখা। 
  6. গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, রাস্তার উপর ফোকাস রাখা, এবং দুর্ঘটনা রোধ করার জন্য তার চিহ্নগুলি পর্যবেক্ষণ করা। 
  7. আইনি জটিলতা এড়াতে এবং নিরাপত্তার জন্য গাড়ির গতিসীমা কঠোর ভাবে পালন করা। 
  8. বাংলাদেশে যেহেতু সিট বেল্ট পড়ার আইনি প্রক্রিয়ার অভাব তবুও সিট বেল্ট পড়ার প্রবণতাকে প্রবলভাবে উৎসাহিত করা হয়। 
  9. বাংলাদেশেও অন্যান্য দেশের মতো ট্র্যাফিক রোড সাইনগুলো মেনে চলতে হবে। 

৪. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: ড্রাইভারের প্রধান যোগ্যতা কি?

উত্তর: একজন ড্রাইভারের প্রধান যোগ্যতা হচ্ছে গাড়ি চালনায় দক্ষতা থাকতে হবে। 

প্রশ্ন ২: অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করলে কত টাকা জরিমানা করে? 

উত্তর: অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করলে ১০০ টাকা জরিমানা করা হয়। 

প্রশ্ন ৩: গাড়ি চালানোর জন্য চালককে কি শারিরীকভাবে সুস্থ থাকতে হবে? 

উত্তর: অবশ্যই। একজন গাড়ি চালকের শারিরীক ও মানসিকভাবে সুস্থ থাকা খুবই জরুরি। 

প্রশ্ন ৪: গাড়ি চালাতে কি ড্রাইভিং লাইসেন্স লাগবে? 

উত্তর: অবশ্যই গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগবে। 

৫. লেখকের মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে মালিকানা ড্রাইভার চাকরি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আজই চাকরির জন্য আবেদন করে ফেলুন। আশা করি আর্টিকেলটি আপনার উপকার আসবে। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট The Du Speech। ধন্যবাদ। 

এই আর্টিকেলের-

লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে । তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url