OrdinaryITPostAd

অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো

অনার্সে ভর্তি হওয়ার পূর্বে আমাদের অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো তা বুঝতে হবে।কেননা অনার্স হলো ক্যারিয়ার গড়ার মূল এবং গুরুত্বপূর্ণ পর্যায়।অনার্স পাশ করার পর যদিও আরও উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে,তবুও এই পর্যায়ের পর বিসিএস সহ  অনেক চাকরি হয়।তাই অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো তা জানা দরকার।ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে তাই অনার্সে সাবজেক্ট চয়েজের বিকল্প নেই।অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো তা জানতে  এই আর্টিকেলটি পড়ুন।

অনুচ্ছেদ সূচি(যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন) 

  1. বাংলাদেশে অনার্স পর্যায়ের বিষয় সমূহ
  2. বিজ্ঞান শাখার সহজ সাবজেক্ট রিভিউ 
  3. মানবিক শাখার সহজ সাবজেক্ট রিভিউ 
  4. ব্যবসায় শিক্ষা শাখার সহজ সাবজেক্ট রিভিউ 
  5. প্রশ্ন-উত্তর পর্ব 
  6. লেখকের মন্তব্য  

১.বাংলাদেশে অনার্স পর্যায়ের বিষয় সমূহ|অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো 

অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো তা জানার পূর্বে বাংলাদেশের সকল বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেসকল সাবজেক্ট রয়েছে তা জানা উচিত।আর্টিকেলের এই অংশে আমরা যেসব সাবজেক্ট মোটামুটিভাবে সব বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।

বিজ্ঞান শাখার বিষয় সমূহ:

  1. পদার্থবিজ্ঞান 
  2. গনিত 
  3. পরিসংখ্যান
  4. ফলিত গণিত
  5. প্রাণিবিজ্ঞান 
  6. উদ্ভিদবিজ্ঞান
  7. মৎস্য বিজ্ঞান
  8. মৃত্তিকা,পানি ও পরিবেশ বিজ্ঞান 
  9. মনোবিজ্ঞান
  10. প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান 
  11. অনুজীব বিজ্ঞান
  12.  জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি 
  13. দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা
  14. ভূতত্ত্ব 
  15. ভূগোল ও পরিবেশ
  16. সমুদ্রবিজ্ঞান
  17. আবহাওয়াবিজ্ঞান
  18. ফার্মেসি
  19. লেদার ইঞ্জিনিয়ারিং
  20. ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং
  21. লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং
  22. পুষ্টি ও খাদ্য বিজ্ঞান
  23. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
  24. ফলিত পরিসংখ্যান
  25. জীববিজ্ঞান বিষয়ক আই.ই.আই
  26. ভৌত বিজ্ঞান বিষয়ক আই.ই.আই
  27. ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
  28. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  29. ফলিত রসায়ন ও কেমিকৌশল
  30. নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
  31. রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

মানবিক শাখার বিষয় সমূহ:

  1. বাংলা 
  2. ইংরেজি 
  3. আরবি 
  4. ফার্সি ভাষা ও সাহিত্য 
  5. উর্দু
  6. সংস্কৃত 
  7. পালি ও বৌদ্ধ বিভাগ 
  8. ইতিহাস
  9. দর্শন
  10. ইসলামে স্টাডিজ
  11. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  12. তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিজ্ঞান
  13. থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ
  14. ভাষা বিজ্ঞান 
  15. বিশ্ব ধর্ম ও সংস্কৃতি
  16. নৃত্যকলা
  17. সংগীত বিজ্ঞান
  18. আইন
  19. অর্থনীতি
  20. রাষ্ট্রবিজ্ঞান
  21. আন্তর্জাতিক সম্পর্ক
  22. সমাজ বিজ্ঞান 
  23. লোক প্রশাসন
  24. গণযোগাযোগ ও সাংবাদিকতা
  25. নৃবিজ্ঞান
  26. জনসংখ্যা বা পপুলেশন সায়েন্স
  27. শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন 
  28. উইম্যান এন্ড স্টাডিজ
  29. উন্নয়ন শিক্ষা বিভাগ
  30. টেলিভিশন চলচ্চিত্র ও আলোক চিত্র
  31. অপরাধ বিজ্ঞান
  32.  কমিউনিকেশন ডিসঅর্ডার
  33. জাপানিজ স্টাডিস
  34.  প্রিন্টিং ও পাবলিকেশন স্টাডিজ আসন 

ব্যবসায় শিক্ষা শাখার বিষয় সমূহ:

  1. ব্যবস্থাপনা/ ম্যানেজমেন্ট
  2. অ্যাকাউন্টিং ও তথ্য ব্যবস্থা
  3. মার্কেটিং
  4. ফিনান্স
  5. ব্যাংকিং ও ইন্সুরেন্স
  6. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস 
  7. আন্তর্জাতিক ব্যবসায়
  8. পর্যটন ও আতিথিয়তা ব্যবস্থাপনা
  9. সংগঠন কৌশল এবং নেতৃত্ব
তালিকায় উল্লিখিত প্রত্যেকটি সাবজেক্ট ভালো এবং উচ্চ শিক্ষা সহ চাকরির ক্ষেত্রে অনেক উপযোগী।যে কেউ চাইলে এগুলোর মধ্যে একটি অনার্স এর সাবজেক্ট হিসেবে পছন্দ করতে পারে।
আরও পড়ুনঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

২.বিজ্ঞান শাখার সহজ সাবজেক্ট রিভিউ|অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো 

বিজ্ঞান বিভাগের অন্তর্গত সাবজেক্ট এর প্রায় বেশিরভাগই সকল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়।তালিকায় উল্লেখিত সব সাবজেক্ট থেকেই পড়াশোনা করে অনেক ভালো ক্যারিয়ার গড়া যায়।সব সাবজেক্টই অনেক ভালো এবং ভালো ক্যারিয়ার গড়ার জন্য পারফেক্ট।তবে অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো তা বলতে গেলে যেসব সাবজেক্টের কথা বলতে হয় তা হলো: 
  1. উদ্ভিদবিজ্ঞান
  2. প্রাণিবিজ্ঞান,
  3. মনোবিজ্ঞান
  4. ভূগোল ও পরিবেশ
এই বিষয়গুলো নিয়ে অনার্স করতে চাইলে পড়াশোনা খুব বেশি না করলেও ভালোভাবে পাশ করা যাবে এবং পড়াশোনার পাশাপাশি জবও করা যাবে।সেই সাথে এসব সাবজেক্ট পড়ে ক্যারিয়ারও গড়া যাবে।যেমন-
  • বিসিএস এ শিক্ষা ক্যাডার হয়ে চাকরিতে সফলতা পাওয়া যায় এসব সাবজেক্ট থেকে। 
  • বিভিন্ন কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায়
  • উদ্ভিদবিজ্ঞানে পড়াশোনা করে বিভিন্ন গবেষণা কেন্দ্র (ইক্ষু,পাট,ধান),বন বিভাগের বীজ উৎপাদন কেন্দ্রে কাজের সুযোগ রয়েছে।
  • প্রাণিবিজ্ঞান থেকে পড়াশোনার পর প্রাণী গবেষণা কেন্দ্র,মৎস্য গবেষণা কেন্দ্র ইত্যাদিতে কাজের সুযোগ রয়েছে।
  • মনোবিজ্ঞানে পড়াশোনা করে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের নিয়োগের সুযোগ রয়েছে।
  • ভূগোল ও পরিবেশ বিষয়টির নাসা সহ বিভিন্ন সংস্থা তে বেশ কদর রয়েছে।এসব সংস্থায় কাজ পাওয়ার ক্ষেত্রে সাবজেক্টটি অনেক ভালো।

৩.মানবিক শাখার সহজ সাবজেক্ট রিভিউ|অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো

মানবিক শাখার বিষয় সমূহের মধ্যে প্রায় সব সাবজেক্ট  অনেক ভালো এবং ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অনেক উপযোগী।মানবিক শাখার সাবজেক্টসমূহ তুলনামূলক একটু সহজ হয়।কেননা এগুলো তথ্যবহুল সাবজেক্ট।বিজ্ঞান কিংবা ব্যবসায় শিক্ষা শাখার মতো গণিত ভিত্তিক বিষয় মানবিক শাখায় নেই।তবুও অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো বলতে গেলে যেসব সাবজেক্ট মোটামুটি সহজ ও ভালো তা হলো:
  1. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 
  2. সমাজবিজ্ঞান 
  3. সমাজকর্ম 
  4. রাষ্ট্রবিজ্ঞান
  5. ইসলামিক স্টাডিজ
এসকল সাবজেক্ট নিয়ে অনার্স পর্যায়ে পড়াশোনার পাশাপাশি জব করার সুযোগ থাকে এবং বেশি পড়াশোনা না করেও ভালো ফলাফল পাওয়া যায়।ক্যারিয়ারের ক্ষেত্রে:
  1. এসব সাবজেক্ট থেকে পড়াশোনা করে বিসিএস শিক্ষা, বিসিএস প্রশাসন এবং সরকারি ও বেসরকারি ব্যাংক জব সহ স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে।
  2. সমাজবিজ্ঞানে অনার্স করলে সামাজিক গবেষণা বিভাগ,উন্নয়ন বিভাগ,গবেষণা বিভাগে চাকরির ক্ষেত্রে  অগ্রাধিকার পাওয়া যায়। 
  3. ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি,ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স করলে ব্যাংক জব, বিসিএস শিক্ষা, বিসিএস প্রশাসন সহ বিভিন্ন  মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলামিক বিশ্ববিদ্যালয় চাকরির সুযোগ রয়েছে।

৪.ব্যবসায় শিক্ষা শাখার সহজ সাবজেক্ট রিভিউ|অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো  

ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে অনার্সের সাবজেক্ট সমূহ মূলত দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগে গণিত ভিত্তিক সাবজেক্ট,অন্য ভাগে থিওরি ভিত্তিক সাবজেক্ট।গণিত ভিত্তিক সাবজেক্ট তুলনামূলক একটু কঠিন,কেননা এগুলোতে অনেক হিসাব-নিকাশ করতে হয়।থিওরি ভিত্তিক সাবজেক্ট তুলনামূলক সহজ,এখানে কোনো হিসাব-নিকাশের প্রয়োজন নেই।অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো বলতে গেলে ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে সবচেয়ে সহজ সাবজেক্ট হলো:
  1. মার্কেটিং
  2. ম্যানেজমেন্ট
  3. পর্যটন ও আতিথিয়েতা ব্যবস্থাপনা
এসব সাবজেক্ট মূলত থিওরি ভিত্তিক,কোনো অংক করতে হয় না।তাই তুলনামূলক সহজ।এসকল সাবজেক্টে অনার্স করা সহজ,এবং পাশাপাশি পার্ট টাইম জব ও করা যায়।অনার্স শেষে এসব সাবজেক্ট থেকে ভালো ক্যারিয়ার গড়ারও সুযোগ রয়েছে।যেমন-
  1. বিসিএস এ শিক্ষা ক্যাডার ও বিভিন্ন সরকারি, বেসরকারি কলেজ,বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ।
  2. মার্কেটিং সাবজেক্ট থেকে অনার্স করে দেশের যেকোনো প্রতিষ্ঠানে মার্কেটিং অফিসার হিসেবে কাজের সুযোগ রয়েছে।
  3. পর্যটন ও আতিথিয়েতা ব্যবস্থাপনা বিষয়ে অনার্স করে দেশে বিদেশে বিভিন্ন পর্যটন কেন্দ্রে অনেক ভালো পদে চাকরির সুযোগ রয়েছে।
  4. এসব সাবজেক্ট থেকে পড়াশোনা করে দেশের বিভিন্ন পোশাক শিল্পকারখানায় উচ্চ পদে যোগদানের সুযোগ রয়েছে।

৫.প্রশ্ন-উত্তর পর্ব|অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো 

অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো আর্টিকেলের এই অংশে আমরা পাঠকদের কিছু প্রশ্ন ও উত্তর দেওয়ার চেষ্টা করব।

১. প্রশ্ন:বিভাগ পরিবর্তন করে কি যেকোনো বিষয়ে অনার্স করা যায়?
উত্তর: না।এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে।মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা চাইলেই বিজ্ঞান শাখার যেকোনো বিষয় নিতে পারবে না।এক্ষেত্রে প্রত্যেক প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী সাবজেক্ট চয়েজ করতে হবে।
২.এসব সাবজেক্ট কি শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়?
উত্তর: না।পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়,প্রাইভেট বিশ্ববিদ্যালয়,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসব সাবজেক্টে অনার্স করার সুযোগ রয়েছে।
৩.অনার্সে সাবজেক্ট পেতে কি এসএসসি ও এইচএসসি এর জিপিএ গণনা করা হয়? 
উত্তর : হ্যাঁ।পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার স্কোরের উপর ভিত্তি করে সাবজেক্ট নির্ধারন করা হয় আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে জিপিএ এর উপর ভিত্তি করে সাবজেক্ট নির্ধারন করা হয়।

৬.লেখকের মন্তব্য|অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো 

অনার্স পর্যায়ে মূলত সকল সাবজেক্টই অনেক ভালো।সব সাবজেক্ট থেকেই ভালো ক্যারিয়ার গড়া যায়।তবে পাঠকদের সুবিধার জন্য এই আর্টিকেলে অনার্সে কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ও ভালো তা নিয়ে কিছু আলোচনা করা হয়েছে।
আর্টিকেল সম্পর্কিত যেকোনো প্রশ্ন,অভিযোগ বা মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন।এরকম আরও তথ্যবহুল আর্টিকেল পড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টিকেল রাইটিং সংগঠন The DU Speech এর সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url