রমজান মাসের গজল [সেরা গজল সমগ্র]
রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান।এই মাস বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমানের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই চায় কীভাবে এ মাস থেকে বেশি সওয়াব লাভ করা যায়।তাই অনেকেই রমজান মাসের গজল সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে আমরা রমজান মাসের গজল এবং সেরা গজল সমগ্র নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। রমজান মাসের গজল গুলো জানতে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)
১.রমজানের ফজিলত | রমজান মাসের গজল
রমজান মাসে আমাদের সকলেরই উচিত হিংসা-বিদ্বেষ খারাপ কাজ বাদ দিয়ে আল্লাহর কাজে মগ্ন থাকা। কারণ এই মাসটিতে মহান আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামত রয়েছে । এই মাসটিতে একজন বান্দার ভালো কাজকে 70 গুণ বেশি সাওয়াব দেওয়া হয় ।
এই মাসটিতে যেন আমরা অন্যের সঞ্চয় করতে পারি মৃত্যুর পরে যেন আল্লাহ তাআলার কাছে পূর্ণ নিয়ে যেতে পারি । যেন মহান আল্লাহ তাআলা আমাদের ভালোবেসে জান্নাত দান করেন।আমরা রমজান মাসে পাশাপাশি প্রত্যেকটি দিনই ভাল কাজ করার চেষ্টা করব এবং সকল প্রকার হিংসা বিদ্বেষ পরিত্যাগ করব।
কারণ যাদের মনে হিংসা বিদ্বেষ রয়েছে মহান আল্লাহ তাআলা তাদের এবাদত কখনোই কবুল করেন না । তাই আমরা একজন সুন্দর মনের অধিকারী হব সকল প্রকার ফেৎনা থেকে দূরে থাকবো ।
মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখে সেজন্য আল্লাহর কাছে পানাহ চাইব। তাহলেই মহান আল্লাহ তাআলা আখিরাতে আমাদের জান্নাত দান করবে ।
তাই আজকে আমরা আমার পোষ্টের মাধ্যমে রমজান মাসের এল মাহে রমজান মাসের গজল নিয়ে আলোচনা করবো । তাহলে চলুন দেখে নেয়া যাক রমজান মাসের গজল এবং সেরা গজল সমগ্র।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে?
২.এলোরে মাহে রমজান | রমজান মাসের গজল
রমজান মাসের গজল এর মধ্যে এলোরে মাহে রমজান গজলটি অন্যতম।
এলোরে এলোরে আবার এলোরে
ইবাদাতের বসন্ত রমজান
আকাশে বাতাসে ছড়িয়ে পরেছে
আকাশে বাতাসে ছড়িয়ে পরেছে
রব্বে কারিমের ক্ষমার আহবান
এলোরে এলোরে আবার এলোরে
ইবাদাতের বসন্ত রমজান
খুদার আগুনে পুরিয়ে পুরিয়ে
নিজেকে বানাতে হবে খাটি
হিংসা ও লোভ ভুলিয়া হৃদয়
হবে আরো পরিপাটি
অনন্ত নীল হৃদয়ের আকাশে
অনন্ত নীল হৃদয়ের আকাশে
ছড়াতে হবে তাকওয়ার ঘ্রান
এলোরে এলোরে আবার এলোরে
ইবাদাতের বসন্ত রমজান
মানুষে মানুষে বেদাবেদ ভেঙ্গে
ক্ষমার শিক্ষা দাও ছড়িয়ে
মনের কালিমা ধুয়ে নিব ফির
আল কোরআনকে বুকে জড়িয়ে
মুক্তির পয়গামে হাসবে পৃথিবী
মুক্তির পয়গামে হাসবে পৃথিবী
পাখিরা গাইবে ইমানের গান
এলোরে এলোরে আবার এলোরে
ইবাদাতের বসন্ত রমজান
এলোরে এলোরে আবার এলোরে
ইবাদাতের বসন্ত রমজান
৩.রহমতে রমজান | রমজান মাসের গজল
রহমতে রমজান গজলটি একটি জনপ্রিয় রমজান মাসের গজল।
রহমতে রমজান, রাহ্-মাতে রমজান
বরকতে রমজান, রেহমাতে রমজান
রওনাকে রমজান, নিয়ামতে রমজান
বরকতে রমজান, রেহমাতে রমজান
তিলাওয়াত আর তাজবীর, ইফতার তারাবি
সেহরিতে দস্তার-খানে নিয়ামতের বয়ান
রোজাদার সে চেহারায়, নূরে নর যে চমকায়
ইবাদতেরই উৎসবে সামিল সারা জাহান
রমজান মেহেরবান, রমজান মেহেমান
রমজান মেহেরবান, রমজান মেহেমান
রমজান তো খুসবু ছড়ানো, আলোর তার ঈমান
রওনাকে রমজান, নিয়ামতে রমজান
বরকতে রমজান, রেহমাতে রমজান
রওনাকে রমজান, নিয়ামতে রমজান
বরকতে রমজান, রেহমাতে রমজান
রহমের বারিশে পূর্ণ সিয়ামের মাস
চলে ঘরে ঘরে ঈমান আমলের চাষ
রহমের বারিশে পূর্ণ সিয়ামের মাস
চলে ঘরে ঘরে ঈমান আমলের চাষ
এক ওয়াক্তে পানাহার,,এক ওয়াক্তে পরিহার
এক ওয়াক্তে পানাহার,,এক ওয়াক্তে পরিহার
এক লক্ষ বুকে, এক নিয়মে সব রোজাদার
অন্যন্য এক সুন্দর রমজান তো মহান,
রওনাকে রমজান, নিয়ামতে রমজান
বরকতে রমজান, রেহমাতে রমজান
রওনাকে রমজান, নিয়ামতে রমজান
বরকতে রমজান, রেহমাতে রমজান
আযানে আযানে সিজদাই পড়ে সব বার
রাঙ্গে মুমিনের মনের আয়েশি অবসান
আযানে আযানে সিজদাই পড়ে সব বার
রাঙ্গে মুমিনের মনের আয়েশি অবসান
আজ জাগছে ঈমানদার, গায় আল্লাহু আকবার
আজ জাগছে ঈমানদার, গায় আল্লাহু আকবার
প্রাণ দুলছে পেয়ে পাক-গুলামির সুখ সমাহার
অন্যন্য সান সউকোতে রমজান তো মহান,
রওনাকে রমজান, নিয়ামতে রমজান
বরকতে রমজান, রেহমাতে রমজান
রওনাকে রমজান, নিয়ামতে রমজান
বরকতে রমজান, রেহমাতে রমজান
আরও পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায়
৪.এলো মাহে রমজান | রমজান মাসের গজল
রমজান মাসের গজল এর মধ্যে একটি জনপ্রিয় গজল হচ্ছে এলো মাহে রমজান।
এলো মাহে রমজান
রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান
ঈমানের রঙে রাঙাও হে ভাই
ঈমানের রঙে রাঙাও হে ভাই
তোমারই দিল বাগান
রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান।
রমজান এলো, রমজান এলো
এলো মাহে রমজান।
ইবাদাতের মাসে সবাই
পুন্যো করো সঞ্চয়
প্রভুর কাছে কেঁদে কেঁদে
করো প্রভুর মন জয়
ইবাদাতের মাসে সবাই
পুন্যো করো সঞ্চয়
প্রভুর কাছে কেঁদে কেঁদে
করো প্রভুর মন জয়
তোমার তরে মহান প্রভুর
তোমার তরে মহান প্রভুর
বেহেশত্ টাকে সাজান
রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান
রমজান এলো, রমজান এলো
এলো মাহে রমজান।
রোজা রাখো পড়ো তারাবীহ্
করো তিলাওয়াত
জান্নাতেরি নূরে নূরে করো
তোমারই দিল আবাদ,
রোজা রাখো পড়ো তারাবীহ
করো তিলাওয়াত
জান্নাতেরি নূরে নূরে করো
তোমারই দিল আবাদ
মাফ্ চেয়ে নাও প্রভুর কাছে
মাফ্ চেয়ে নাও প্রভুর কাছে
শোন ক্ষমার আযান
রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান
রমজান এলো, রমজান এলো
এলো মাহে রমজান।
তওবা করো তবেই পাবে
পাক্ ঈমানের স্বাদ
শেষ দশকের ইতেকাফে
খোঁজ কদরের রাত,
তওবা করো তবেই পাবে
পাক্ ঈমানের স্বাদ
শেষ দশকের ইতেকাফে
খোঁজ কদরের রাত
রমজানে যে না পায় ক্ষমা
রমজানে যে না পায় ক্ষমা
সেই তো নাদান
রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান
রমজান এলো, রমজান এলো
এলো মাহে রমজান।
ঈমানের রঙে রাঙাও হে ভাই
ঈমানের রঙে রাঙাও হে ভাই
তোমারই দিল বাগান
রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান
রমজান এলো, রমজান এলো
এলো মাহে রমজান।
আরও পড়ুনঃ জেনে নিন মুড সুইং এর আসল কারণ
৫.মিছে উপবাস | রমজান মাসের গজল
রমজান মাসের গজল গুলোর মধ্যে আরেকটি গজল হচ্ছে মিছে উপবাস।
গাফলতি করে যদি কেটে যায়
সিয়ামের দিন-রাত
সেরা মাস পেয়ে যদি নাই পাও
রহমের মোলাকাত
ওহে রোযাদার! নির্বোধ তুমি
মিছে এই উপবাস
এ আমল দিয়ে স্বপ্ন কী আঁকো
জান্নাতি অভিলাষ?
যায় চলে যায় বারাকার দিন
আমলের মহাক্ষণ
নাজাতের ঢালা খালি পড়ে রয়
ধূসরিত দিল-মন
গোনাহের বোঝা তীব্র করেছ
করোনি পাপ বিনাশ।
রাতের সালাতে মাবুদের কাছে
নাই করে ফরিয়াদ
কেমনে যে পাবে, রব থেকে তুমি
মার্জনা সংবাদ?
আসমান থেকে এখনো মাবুদ
করে যান আহবান
হে প্রিয় গোলাম! নিয়ে যারে তুই
সিয়ামের প্রতিদান
রুহের দুয়ারে দিস না কপাট
হয়ে নফসের দাস।
৬.লেখকের মন্তব্য | রমজান মাসের গজল
পবিত্র মাহে রমজান একাধারে রহমত, মাগফেরাত ও নাজাতের সুসংবাদ দেয়।এই মাসের মধ্যভাগে পাপ থেকে মুক্তি লাভ হয় এবং শেষাংশে জাহান্নামের যন্ত্রণাদায়ক স্থায়ী আজাব থেকে মুক্তি দেয়া হয়। আজকে আমরা আপনাদের সাথে রমজান মাসের গজল নিয়ে আলোচনা করলাম। আশা করছি রমজান মাসের গজল গুলো আপনাদের কাজে লাগবে। রমজান মাসের গজল এবং সেরা গজল সমগ্র নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। রমজান মাসের যেকোনো তথ্য জানতে আমাদের ওয়েবসাইট THE DU SPEECH ভিজিট করতে পারেন।
আর্টিকেলটি লিখেছেন: নুসরাত জাহান হিভা
পড়াশোনা করছেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়
লেখকের জেলার নাম: কুমিল্লা
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়।
জেলা: নাটোর
আরও পড়ুনঃ আক্কেল দাতের সমস্যায় যা যা করবেন
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url