OrdinaryITPostAd

ইউকে ভিজিট ভিসা ২০২৩ | ইংল্যান্ড ভিজিট ভিসা

ইউকে ভিজিট ভিসা ২০২৩ বা ইংল্যান্ড ভিজিট ভিসা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। ইউকে ভিজিট ভিসা ২০২৩, ইংল্যান্ড ভিজিট ভিসা সম্পর্কে আজকে আমরা আপনাদের জন্য একটি সম্পূর্ণ আর্টিকেল নিয়ে এসেছি। আজকে আর্টিকেলের মূল বিষয় ইউকে ভিজিট ভিসা ২০২৩ অথবা ইংল্যান্ড ভিজিট ভিসা সম্পর্কে।ইউকে ভিজিট ভিসা ২০২৩, ইংল্যান্ড ভিজিট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। আশা করছি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ইউকে ভিজিট ভিসা ২০২৩ এবং ইংল্যান্ড ভিজিট ভিসা সম্পর্কে বিস্তারিত একটি ধারণা লাভ করতে পারবেন।

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)

  1. ইউকে ভিজিট ভিসা
  2. ভিসা আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য
  3. প্রয়োজনীয় কাগজপত্র
  4. ভিসা আবেদন
  5. ভিসা ইন্টারভিউ
  6. ভিসা আবেদনের উপায়
  7. লেখকের মন্তব্য

১.ইউকে ভিজিট ভিসা | ইউকে ভিজিট ভিসা ২০২৩ | ইংল্যান্ড ভিজিট ভিসা

ইংল্যান্ডে আপনি যদি প্রথম অবস্থায় ভিজিট করতে চান তাহলে অবশ্যই ৬ মাসের জন্য এপ্লাই করতে হয়।কেউ যদি ৬ মাসের ভিজিট ভিসা পেয়ে যায় আর সময় মত নিয়ম অনুযায়ী ৬ মাসের ভিতরে নিজ দেশে ফিরে আসে তাহলে পরবর্তিতে ১ বছরের জন্য এপ্লাই করতে পারে। তবে ভিসা পাওয়া না পাওয়া  নিজের অবস্থানের ও  ডকুমেন্ট এর উপর নির্ভলশীল।

২.ভিসা আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য | ইউকে ভিজিট ভিসা ২০২৩ | ইংল্যান্ড ভিজিট ভিসা

প্রথমে বলে নেই আপনাকে একজন ব্যাবসায়ী হতে হবে নয়তো‌ প্রাইভেট বা সরকারী চাকুরীজীবি হতে হবে।কারন নিজেকে প্রমাণ করতে হবে কি কারণে ভিজিট করবেন এবং আবার নিয়ম অনুযায়ী দেশে ফিরে আসবেন। ধরে নিলাম আপনার নিজ ব্যবসা বা চাকুরী আছে।
তাহলে যা যা লাগবে........

১। আপনি ব্যবসায়ী হলে ঐ ব্যবসার ট্রেড লাইসেন্স ।
২। চাকুরীজীবি হলে কোম্পানী থেকে ভিজিট পারমিশন লেটার ও ভিজিট করে আবার চাকুরীতে জয়েন করবেন তা উল্লেখ থাকতে হবে।
৩। ব্যবসায়ী হলে আপনার ভিজিটিং কার্ড।
৪। আপনার কিসের ব্যবসা তার যেন কিছু প্রমান থাকে। কারন আপনি ক্লাইন্ট-এর সাথে কি ব্যবসা করেছেন বা কি বিক্রি করেছেন তার রিসিপ্ট সহ প্রমাণ।
৫। আপনি যদি চাকুরীজীবি হন বা ব্যবসায়ী হন,আপনার নিজস্ব কিছু সম্পদ বা প্রপার্টি থাকতেই পারে। তার একটি নোটারী পাবলীক ডকুমেন্ট লাগবে।
৬। আপনার মিনিমাম ৬ মাসের পাসপোর্ট-এর মেয়াদ থাকতে হবে।
৭। বিভিন্ন দেশে ভিজিট করে নিলে পাসপোর্ট পাকা পোক্ত হয়। যেমন ভারত, মালয়েশীয় । যদিও ব্ল্যাংক পাসপোর্ট-এ আবেদন যে করা যাবে না তা নয়।
৮। আপনার নিজস্ব একাউন্ট এর ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।

৩.প্রয়োজনীয় কাগজপত্র | ইউকে ভিজিট ভিসা ২০২৩ | ইংল্যান্ড ভিজিট ভিসা

  • ফিলাপ কৃত আবেদন ফর্ম ।
  • পেমেন্ট কনফার্মেশন লেটার (প্রিন্ট ফর্ম ইমেইল)
  • অ্যাঁপয়েন্টমেন্ট কনফার্মেশন প্রিন্ট আউট।
  •  পাসপোর্ট মিনিমাম ১ বছরের ভ্যালিড ।
  • পাসপোর্ট সাইজ ছবি।
  • ব্যাংক স্টেটমেন্ট / সাফিসিয়েন্ট ফান্ড ( ব্যাংক স্টেটমেন্ট হলে মিনিমান ৬ মাসের স্টেটমেন্ট/ ট্রানজেকশান জমা দিতে হবে । ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই ব্যাংক কর্তৃ পক্ষের দ্বারা সিল মোহর/ তারিখ এবং তাদের সাক্ষর থাকতে হবে। ব্যাংক একাউন্ট এর তথ্যের ইন্টারনেট প্রিন্ট আউট গ্রহন যোগ্য হবে না মনে রাখবেন
  • ইউকে থেকে কেউ ইনভাইটেশন পাঠালে ব্যাংক স্টেটমেন্টের দরকার পরবে না । সেই ক্ষেত্রে যে ইনভাইট করবে তার ব্যাংক স্টেটমেন্টের কপি + ঐ লোকের/ পাসপোর্ট এর ডাটা পেজের কপি লাগবে । ইনভাইটেশন কোন কোম্পানি/ অরগানাইজেশনের হলে তাদের হেডেড পেপারে ইনভাইটেশন হতে হবে ।
  • বর্তমান যে দেশে আছেন সেই দেশের লিগাল স্ট্যাটাস এর কপি ( ভ্যালিড ভিসা/ রেসিডেন্সের ফটোকপি )
  • স্টুডেন্টস হলে ইউনিভার্সিটি থেকে হলি ডে লেটার বা কারেন্ট স্টুডেন্টস তার কনফারমেনশন লেটার । হলি ডে লেটার তার সেমিস্টার সম্পর্কে এবং কত দিন ছুটি সেটা উল্লেখ থাকতে হবে ।
  • জব করলে কোম্পানির হেডেড পেপারে করনফারমেশন লেটার ( জব সম্পর্কে বিস্তারিত যেমন সেলারি, আপনার জব পজিশন, কত দিন যাবত জব করতেছেন ইত্যাদি লিখা থাকতে হবে )
  • জব করলে লাস্ট ৩ মাসের সেলারি স্লিপ ।
  • কেউ নিজে বিজনেস করলে বিজনেস রেজিট্রেশন পেপারস (ট্যাক্স অফিস থেকে) জমা করতে হবে । বিজনেস রেজিট্রেশন পেপারে অবশ্যই নাম, কি টাইপের বিজনেস, কবে শুরু করছেন ইত্যাদি মেনশন থাকতে হবে ।
  • বিজনেসের ক্ষেত্রে লাস্ট ৩ মাসের ব্যাল্যান্স শিট ( অর্থাৎ আপনার আয় বায় কত তার একটা নমুনা ছক)

৪.ভিসা আবেদন | ইউকে ভিজিট ভিসা ২০২৩ | ইংল্যান্ড ভিজিট ভিসা

আপনাকে অনলাইনে ইউকের আবেদন ফর্ম পুরন করতে হবে। আবেদন ফর্ম পুরন করবেন এইখানে গিয়ে ইউজার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে শুরু করবেন ফর্ম পুরনের কাজ । https://www.visa4uk.fco.gov.uk/account

ফর্ম পুরনের শেষের দিকে আপনাকে ভিসা অ্যাপলিকেশন ফি পেমেন্ট কনফার্ম করতে হবে । সেটার করতে আপনাকে পেপাল/ভিসা/মাস্টার কার্ড /ক্রল/ওয়েব মানি যেকোনো পেমেন্ট সিস্টেমে পে করতে পারবেন । ইউকের ভিসা অ্যাপলিকেশন ফি ১৯৩ ইউরো সার্ভিস চার্জ সহ ।

পেমেন্টের কাজ শেষ হলে আপনাকে ভিসা অ্যাপলিকেশন সেন্টার বা এমব্যাসির কন্সুলার সেকশানে অ্যাপলিকেশন জমা দেয়ার দিনক্ষন/ ডেট/অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে । অ্যাপয়েন্টমেন্ট নেয়ার কাজ শেষ হলে পুরো অ্যাপলিকেশন ফর্ম + ভিসা অ্যাপলিকেশন ফি কনফার্মেশন প্রিন্টআউট করতে হবে । আপনি চাইলে যেকোনো সময় অনলাইন থেকে অ্যাপলিকেশন + পেমেন্টের কপি ডাউনলোড করতে পারবেন। 

৫.ভিসা ইন্টারভিউ | ইউকে ভিজিট ভিসা ২০২৩ | ইংল্যান্ড ভিজিট ভিসা

সব ডকুমেন্টস সহ হাজির হয়ে যাবেন ইউকের ভিসা অ্যাপলিকেশন সেন্টারে । অ্যাঁপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার এ স্থান ও তারিখ লিখা থাকবে । মিনিমাম ১৫ মিনিট আগে ইন্টারভিউ এবং বায়োমেট্রিক এর জন্য হাজির হবে । ভিসা অ্যাপলিকেশন সেন্টারে আবেদন জমা দেয়ার পর আপনাকে ফরমাল কিছু প্রশ্ন করা হবে । এবং বায়োমেট্রিক (ডিজিটাল ফেসিয়াল ইমেজ + ফিঙ্গার প্রিন্ট ) নেয়া হবে । আপনি চাইলে সকল প্রকার ডকুমেন্টস অরিজিনল জমা দিতে পারেন । তারা আপনাকে ভিসা অ্যাপলিকেশন ফর্ম আর আপমার রেসিডেন্সের কপি বাদে সকল প্রকার ডকুমেন্টস ফেরত দিবে বাই পোষ্টে ।ভিসা আবেদনের দিন থেকে ১৫ কর্ম দিবস সময় নিবে নরমালি ভিসার ডিসিশান পেতে । ভিসা পেলে/রিজেক্ট হলে পোষ্টের মাধ্যমে আপনার পাসপোর্ট বাসার ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে ।

৬.ভিসা আবেদনের উপায় | ইউকে ভিজিট ভিসা ২০২৩ | ইংল্যান্ড ভিজিট ভিসা

বর্তমানে ইউকের ভিসার ক্ষেত্রে দুইভাবে ই আবেদনের সুযোগ আছে, ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি যেয়ে ডকুমেন্টস সাবমিট করে, আরেকটা হলো অনলাইনে ই আবেদন সংক্রান্ত সকল প্রকার ডকুমেন্ট আপলোড করে জমা করা. আপনি যেটা পছন্দ করে সেটা ই করতে পারবেন। বর্তমানে ভিসার সিদ্ধান্ত জানাতে নরমাল চেয়ে একটু সময় নিচ্ছে। আশা করি পূর্বের ন্যায় ১৫ কর্ম দিবসেই ভিসার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে।

৭.লেখকের মন্তব্য | ইউকে ভিজিট ভিসা ২০২৩ | ইংল্যান্ড ভিজিট ভিসা

ইউকে ভিজিট ভিসা ২০২৩,ইংল্যান্ড ভিজিট ভিসা সম্পর্কে আজকে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি ইউকে ভিজিট ভিসা ২০২৩ এবং ইংল্যান্ড ভিজিট ভিসা সম্পর্কে আপনারা সকল তথ্য ভালোভাবে বুঝতে পেরেছেন। ইউকে ভিজিট ভিসা ২০২৩ অথবা ইংল্যান্ড ভিজিট ভিসা সম্পর্কে আপনার যেকোনো প্রশ্ন অথবা মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যে কোন বিষয় সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন‌।
আর্টিকেলটি লিখেছেন: নুসরাত জাহান হিভা 
পড়াশোনা করছেন: রাজশাহী বিশ্ববিদ্যালয় 
লেখকের জেলার নাম: কুমিল্লা



ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়। 
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url