OrdinaryITPostAd

কোন বিষয়ে পড়লে কি হওয়া যায় ? (সাইন্স।আর্টস।কমার্স)

শিক্ষার্থীরা মাধ্যমিক পর্যায় পড়াশোনা শেষ করার পরে চিন্তিত থাকেন এই ভেবে যে ভবিষ্যতে কোন বিষয়ে পড়লে কি হওয়া যায় ? (সাইন্স।আর্টস।কমার্স)। কারণ বর্তমান বিশ্বে চাকরির বাজারের অবস্থা খুব ভালো নয়। তাই তারা বিভিন্ন বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে চান। এই আর্টিকেলে কোন বিষয়ে পড়লে কি হওয়া যায় ? (সাইন্স।আর্টস।কমার্স) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।তাই কোন বিষয়ে পড়লে কি হওয়া যায় ? (সাইন্স।আর্টস।কমার্স) সম্পর্কে জানতে আর্টিকেলটা সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)

  1. তিনটি বিভাগের পরিচিতি
  2. তিনটি বিভাগের বিভিন্ন বিষয় সমূহ
  3. সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়
  4. কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়
  5. আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়
  6. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
  7. লেখকের মন্তব্য

১.তিনটি বিভাগের পরিচিতি।কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স)

এই আর্টিকেলে কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) সম্পর্কে আলোচনা করা হয়েছে।তাই প্রথমে এই তিনটি বিভাগের পরিচয় জানা প্রয়োজনীয়।পড়াশোনার  বিষয়সমূহকে তিনটি প্রধান বিভাগের বিভক্ত করা হয়েছে।এই বিভাগগুলো হলো:
  1. সাইন্স(বিজ্ঞান বিভাগ)
  2. কমার্স(ব্যবসায় শিক্ষা বিভাগ)
  3. আর্টস(মানবিক বিভাগ)
নিম্নে এই তিনটি বিভাগের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো:
সাইন্স:একে বিজ্ঞান বিভাগ হিসেবে অভিহিত করা হয়।বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় এই বিভাগের অন্তর্ভুক্ত।
কমার্স:এটি ব্যবসায় শিক্ষা বিভাগ।বিশ্ব বাণিজ্য ব্যবস্থা নিয়ে পড়াশোনা করা হয় এই বিভাগে।
আর্টস:এটি মানবিক বিভাগ।এই বিভাগে সমাজ,সরকার ব্যবস্থা ইত্যাদি নিয়ে পড়াশোনা করা হয়।

২.তিনটি বিভাগের বিভিন্ন বিষয় সমূহ।কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) 

কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) সম্পর্কে জানতে অবশ্যই কোন বিভাগে কি কি বিষয় রয়েছে সে সম্পর্কে জানতে হবে।বিভাগগুলোতে যেসব বিষয় রয়েছে তার তালিকা:

সাইন্স:
এস এস সি:
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • জীববিজ্ঞান
  • উচ্চতর গণিত
  • বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 
এইচ এস সি:
  • পদার্থবিজ্ঞান(১ম+২য়)
  • রসায়ন(১ম+২য়)
  • জীববিজ্ঞান(১ম+২য়)
  • উচ্চতর গণিত(১ম+২য়)
অনার্স:
  • গণিতপদার্থবিজ্ঞান।
  • রসায়ন।
  • পরিসংখ্যান।
  • প্রাণ রসায়ন।
  • উদ্ভিদবিদ্যা।
  • প্রাণিবিদ্যা।
  • মনোবিজ্ঞান।
  • ভূগোল ও পরিবেশ।
  • পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান।
  • কম্পিউটার বিজ্ঞান।
  • গার্হস্থ্য অর্থনীতি ও
  • অনান্য।
কমার্স:
এস এস সি:
  • হিসাববিজ্ঞান।
  • ফিন্যান্স ও ব্যাংকিং।
  • ব্যবসায় উদ্যোগ।
এইচ এস সি
  • হিসাব বিজ্ঞান(১ম+২য়)
  • ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা(১ম+২য়)
  • ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা(১ম+২য়) 
  • উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন(১ম+২য়) 
অনার্স:
  • ব্যবস্থাপনা
  • হিসাববিজ্ঞান
  • মার্কেটিং
  • ফিন্যান্স এন্ড ব্যাংকিংট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
  • হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
  • ব্যবসায় প্রশাসন
  • ইন্টারন্যাশনাল বিজনেস
  • ব্যাংকিং ও বীমা
  • ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
  • অর্গানাইজেশন স্টাডি এন্ড লিডারশিপ
আর্টস:
এস এস সি:
  • পৌরনীতি ও নাগরিকতা
  • ভূগোল ও পরিবেশ
  • বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
  • অর্থনীতি
এইচ এস সি:
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি(১ম+২য়)
  • কৃষি শিক্ষা(১ম+২য়)
  • পরিসংখ্যান(১ম+২য়)
  • সমাজকর্ম(১ম+২য়)
  • ইতিহাসযুক্তিবিদ্যা(১ম+২য়)
  • মনোবিজ্ঞান(১ম+২য়)
  • ইসলাম শিক্ষা(১ম+২য়)
  • পৌরনীতি ও সুশাসন(১ম+২য়)
  • ভূগোল(১ম+২য়)
  • অর্থনীতি(১ম+২য়)
অনার্স:
  • বাংলা
  • ইংরেজি
  • আরবি
  • ফারসি ভাষা ও সাহিত্য
  • উর্দু
  • সংস্কৃত
  • পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ
  • ইতিহাস
  • দর্শন
  • ইসলামিক স্টাডিজ
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
  • থিয়েটার এন্ড
  • পারফরম্যান্স স্টাডিজ
  • ভাষাবিজ্ঞান
  • সংগীত
  • বিশ্ব ধর্ম ও সংস্কৃতি
  • নৃত্যকলা
  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • আন্তর্জাতিক সম্পর্ক
  • সমাজবিজ্ঞান
  • লোক প্রশাসন
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা
  • নৃবিজ্ঞান
  • শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
  • পপুলেশন সাইন্স
  • উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ
  • টেলিভিশন , চলচিত্র ও ফটোগ্রাফি
  • উন্নয়ন অধ্যয়ন
  • ক্রিমিনোলজি
  • প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ
  • জাপানিজ স্টাডিজ
  • আইন
  • মনোবিজ্ঞান
  • ভূগোল ও পরিবেশ
  • সমাজ কল্যাণ

৩.সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়।কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) 

কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) আর্টিকেলের এই পয়েন্টে সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায় সে সম্পর্কে আলোচনা করা হবে।
সাইন্স নিয়ে পড়াশোনা করলে যা হওয়া যায়:

ডাক্তার/ইঞ্জিনিয়ার:বাংলাদেশের বেশিরভাগ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লক্ষ্য থাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া।বিজ্ঞান বিভাগে পড়াশোনার মাধ্যমে এই দুইটি পেশায় কাজ করা সম্ভব।
ফার্মেসি:বাংলাদেশের ফার্মেসিউটক্যালস সেক্টরগুলোতে চাকরির সুযোগ রয়েছে।এটি বেশ জনপ্রিয় বিষয়।
রসায়ন/প্রাণরসায়ন/ফলিত রসায়ন:এক্ষেত্রে চাকরির প্রচুর সুযোগ রয়েছে।ফার্মেসি,কেমিক্যাল কোম্পানি ইত্যাদি জায়গায় কাজের সুবিধা রয়েছে।
পদার্থবিজ্ঞান:বিভিন্ন কারখানা, ইনস্ট্রুমেন্ট সাপ্লাই কোম্পানি,এনার্জি কোম্পানি গুলোতে কাজের সুযোগ রয়েছে।
গণিত/পরিসংখ্যান:শিক্ষকতা,ব্যাংক ও এনজিও গুলোতে কাজের সুযোগ রয়েছে।
উদ্ভিদবিজ্ঞান/প্রাণীবিজ্ঞান:এসকল বিষয়ে শিক্ষকতা,গবেষণামূলক কাজের সুবিধা আছে।


৪.কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়।কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) 

কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) আর্টিকেলের এই পয়েন্টে কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায় সে সম্পর্কে আলোচনা করবো।
কমার্স নিয়ে পড়াশোনা করলে যা হওয়া যায়:

একাউন্টিং:সব ধরনের প্রতিষ্ঠানেই অ্যাকাউন্ট্যান্ট এর দরকার আছে।তাই এই বিষয়ের শিক্ষার্থীরা খুব সহজেই ভালো বেতনের চাকরি পেয়ে যান।
মার্কেটিং:মার্কেটিং বিষয়টির অনেক গুরুত্ব রয়েছে এবং কাজের সুযোগও প্রচুর।তাদের প্রমোশন ও বেতনও বেশ ভালো।
ম্যানেজমেন্ট: এখান থেকে সবচেয়ে বেশি চাকরি পাওয়া যায় হিউম্যান রিসোর্স সেক্টরে।তবে অন্যান্য কাজের সুযোগও রয়েছে।
ব্যাংকিং:নাম শুনলেই বোঝা যাচ্ছে বিভিন্ন ব্যাংকগুলোতে এই বিষয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার থাকে।


৫.আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়।কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) 

কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) আর্টিকেলের এই পয়েন্টে আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায় সে সম্পর্কে আলোচনা করা হবে।
আর্টস নিয়ে পড়াশোনা করলে যা হওয়া যায়:

আইনজীবী:আইন নিয়ে পড়াশোনার পর আইনজীবী হিসেবে কোর্টে কাজ করা যায়।বিভিন্ন উচ্চতর পদে উন্নীত হওয়ার সুযোগ আছে।
ইংরেজি:ইংরেজিতে শিক্ষকতা,বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কাজের সুযোগ রয়েছে।এই বিষয়ে কাজের অনেক সেক্টর আছে।
নৃবিজ্ঞান/সমাজকল্যাণ:বিভিন্ন এনজিও, গার্মেন্টস সেক্টরের ওয়েলফেয়ার কর্মকর্তা হিসেবে কাজের সুযোগ রয়েছে।
অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান/সমাজবিজ্ঞান: এগুলো জেনারেল বিষয় হিসেবে পরিচিত। শিক্ষকতা, বিসিএস এ প্রশাসন ক্যাডার এবং বিভিন্ন ব্যাংকের কাজের সুযোগ রয়েছে। 
আন্তর্জাতিক সম্পর্ক: বিসিএসে সুবিধা এবং বিদেশে যাওয়ার বিশেষ সুবিধা রয়েছে।
লোক প্রশাসন: বিভিন্ন এনজিও ব্যাংক এবং বিসিএস এ সুযোগ রয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা: বিষয় নাম শুনলে বুঝা যায় এক্ষেত্রে সাংবাদিকতা এবং বিভিন্ন লেখালেখি সেক্টরের কাজ করা যায়। বিভিন্ন জায়গা উপস্থাপনার কাজও করা যায়।


৬.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর।কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) 

প্রশ্ন ১: কোন বিষয় থেকে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়া যায়?
উত্তর: বিজ্ঞান বিভাগের বিষয়।
প্রশ্ন ২: মার্কেটিং বিভাগ থেকে পড়াশোনা করলে কি হওয়া যায়?
উত্তর: বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্ট এ কাজ পাওয়া যায়।
প্রশ্ন ৩: ইংরেজি থেকে পড়ে কি সুবিধা? 
উত্তর: প্রায় যেকোনো ধরনের চাকরিতে সুবিধা পাওয়া যায়।
প্রশ্ন ৪: হিউম্যান রিসোর্স সেক্টরে কোন ডিপার্টমেন্ট থেকে বেশি কাজের সুযোগ রয়েছে?
উত্তর: ম্যানেজমেন্ট।
প্রশ্ন ৫: লোক প্রশাসন বিষয় পড়াশোনা করলে কোথায় চাকরি পাওয়া যায়?
উত্তর: ব্যাংক ও এনজিও তে।

৭.লেখকের মন্তব্য।কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) 

বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন বাড়ছে। তাই শিক্ষার্থীরা বিষয় নির্বাচনের আগে কোন বিষয়ে পড়লে কি হওয়া যায় ? (সাইন্স।আর্টস।কমার্স) এই বিষয়ে জানার ক্ষেত্রে গুরুত্ব দেন।বর্তমান বিশ্বে চাকরির বাজারের দিকে তাকিয়ে কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) সম্পর্কে তথ্য রাখাটা গুরুত্বপূর্ণ।এর মাধ্যমে শিক্ষার্থীরা বিষয় নির্বাচনের ক্ষেত্রে সুবিধা পাবেন।তাই কোন বিষয়ে পড়লে কি হওয়া যায়(সাইন্স।আর্টস।কমার্স) সম্পর্কে জানতে শিক্ষার্থীরা অবশ্যই আর্টিকেলটা গুরুত্ব সহকারে পড়বেন।  



লেখক: রাজিয়া সুলতানা
পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: দিনাজপুর



ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url