OrdinaryITPostAd

কমার্সে কি কি সাবজেক্ট আছে?(অনার্স+এইচ এস সি+এস এস সি)

বাংলাদেশের শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী পাস করার পর নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার শুরুতে নির্দিষ্ট তিনটি বিভাগের মধ্য থেকে একটি বিভাগ নির্বাচন করেন। এই তিনটি বিভাগের মধ্যে কমার্স অন্যতম। এই আর্টিকেলে কমার্সে কি কি সাবজেক্ট আছে? সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই যে সকল শিক্ষার্থীরা বিভাগ নির্বাচন করবেন কমার্সে  কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলটি মূলত তাদের জন্য। শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে কমার্সে কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়ার জন্য।

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)

  1. কমার্স এর ধারণা
  2. এস এস সি তে কমার্স এর সাবজেক্টসমূহ
  3. এইচ এস সি তে কমার্স এর সাবজেক্টসমূহ
  4. অনার্সে কমার্স এর সাবজেক্টসমূহ
  5. কমার্সে চাকরির সুযোগ সুবিধা
  6. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
  7. লেখকের মন্তব্য

১.কমার্স এর ধারণা।কমার্সে কি কি সাবজেক্ট আছে?

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী পড়াশোনার বিভিন্ন বিষয়গুলোকে প্রধানত তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।এই বিভাগগুলো হলো:
  1. সাইন্স(বিজ্ঞান বিভাগ)
  2. কমার্স(ব্যবসায় শিক্ষা বিভাগ)
  3. আর্টস(মানবিক বিভাগ)
এই আর্টিকেলে মূলত কমার্সে কি কি সাবজেক্ট আছে?এই বিষয়ে আলোচনা করা হয়েছে।তাই কমার্স বা ব্যবসায় শিক্ষা বিভাগ সম্পর্কে কিছু তথ্য প্রদান করা হলো:

কমার্স:কমার্স শব্দের আক্ষরিক অর্থ বাণিজ্য, পণ্যবিনিময় ইত্যাদি।তাই খুব সহজে অনুমান করা যায় কমার্সে বাণিজ্যিক অর্থ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করা হয়।
কমার্সে ব্যবসা-বাণিজ্য, মার্কেটের অবস্থা, পন্যের বিপণন সম্পর্কে উচ্চতর শিক্ষা প্রদান করা হয়। তাই কমার্সের প্রত্যেকটি বিষয় বাণিজ্য সম্পর্কিত।

২.এস এস সি তে কমার্স এর সাবজেক্টসমূহ।কমার্সে কি কি সাবজেক্ট আছে?

কমার্স এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলের এই পয়েন্টে আমরা এস এস সি তে থাকা কমার্স এর সাবজেক্ট সমূহ সম্পর্কে বিস্তারিত জানবো।

এস এস এস তে কমার্স এর সাবজেক্ট সমূহ :
  1. হিসাববিজ্ঞান।
  2. ফিন্যান্স ও ব্যাংকিং।
  3. ব্যবসায় উদ্যোগ।
অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভাগ নির্বাচন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের জেএসসির পরীক্ষার ফলাফল কে প্রাধান্য দেওয়া হয় এবং যে সকল শিক্ষার্থীদের ফলাফল ভালো তারা বিজ্ঞান বিভাগ নিতে পারে অথবা বাণিজ্য বিভাগে পড়াশোনা করতে পারে। তাই অষ্টম শ্রেণীতে ভালো রেজাল্ট করলে কমার্স পেপার থেকে পড়াশোনা করে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে।

৩.এইচ এস সি তে কমার্স এর সাবজেক্টসমূহ।কমার্সে কি কি সাবজেক্ট আছে?

 কমার্সে কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলের এই পয়েন্টে এইচ এস সি তে কমার্সের যে সকল সাবজেক্ট সমূহ আছে সেগুলো সম্পর্কে জানবো।

এইচ এস এস তে কমার্স এর সাবজেক্ট সমূহ :

একাদশ শ্রেনীর কমার্স বিষয় সমূহঃ
  1. হিসাব বিজ্ঞান ১ম পত্র।
  2. ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র।
  3. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র।
  4. উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র।
দ্বাদশ শ্রেনীর কমার্স বিষয় সমূহঃ
  1. হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র।
  2. ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র।
  3. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র।
  4. উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।
এক্ষেত্রে উল্লেখ্য বিষয়, ফিন্যান্স ও ব্যাংকিং এবং উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা ঐচ্ছিক বিষয়। এর পরিবর্তে অর্থনীতি ও পরিসংখ্যান বিভিন্ন কলেজভেদে নির্বাচন করা যায়।


৪.অনার্সে কমার্স এর সাবজেক্টসমূহ।কমার্সে কি কি সাবজেক্ট আছে?

কমার্সে এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলের এই পয়েন্টে অনার্সে কমার্সে যে সকল সাবজেক্ট সমূহ আছে সেগুলো সম্পর্কে জানবো।

অনার্সে কমার্স এর সাবজেক্টসমূহ:
  1. ব্যবস্থাপনা
  2. হিসাববিজ্ঞান
  3. মার্কেটিং
  4. ফিন্যান্স এন্ড ব্যাংকিং
অনার্সে উপরোক্ত চারটি বিষয় কে মূল বিষয় হিসেবে পড়ানো হয়। তবে এই বিষয়গুলো ছাড়াও কমার্সে আরো কিছু বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভেদে পড়ানো হয়ে থাকে।যেমন:
  • ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
  • হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
  • ব্যবসায় প্রশাসন
  • ইন্টারন্যাশনাল বিজনেস
  • ব্যাংকিং ও বীমা
  • ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
  • অর্গানাইজেশন স্টাডি এন্ড লিডারশিপ

৫.কমার্সে চাকরির সুযোগ সুবিধা।কমার্সে কি কি সাবজেক্ট আছে?

বর্তমান সময়ের প্রত্যেকটি মানুষ অর্থনির্ভর হয়ে গিয়েছে বলে এবং তাদের উদ্বৃত্ত টাকা ব্যাংকে জমা রাখছে বলে অথবা একটি প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে কোন কোন খাতে টাকা খরচ হয় অথবা কোন কোন খাত থেকে টাকা আয় হয় তা জেনে নেওয়ার জন্য অনেকেই কমার্স বিষয় পড়ে থাকেন। তাইতো চাকরির বাজারে বর্তমান সময়ে কমার্স বিষয়ে অথবা বাণিজ্য বিভাগের নির্দিষ্ট কোন বিষয়ে যে শিক্ষার্থী বিবিএ এবং এমবিএ করেছে তাদের অনেক মূল্য 
বেশি। এছাড়াও কমার্স নিয়ে পড়ার মাধ্যমে বিশ্ব তথা আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থা ও দেশের আমদানি রপ্তানি সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত হওয়া যায়

ব্যাংক: বিভিন্ন ব্যাংকগুলোতে সবসময়ই কমার্সের শিক্ষার্থীদের অগ্রাধিকার থাকে। তার কারণ হলো কমার্সের প্রত্যেকটি সাবজেক্ট ব্যাংকিংয়ের কাজকর্ম এর সাথে সম্পর্কিত এবং শিক্ষার্থীরা এ সকল সাবজেক্টের উপর দক্ষতা অর্জন করেন।
শিল্প প্রতিষ্ঠান: কমার্সের বিষয়গুলো ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত। তাই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলোতে কমার্শনিক শিক্ষার্থীরা অনায়াসে চাকরি করা ও বিভিন্ন উচ্চপদে উন্নীত হওয়ার সুযোগ থাকে।
শিক্ষকতা: বর্তমান সময়ের শিক্ষকতা অত্যন্ত জনপ্রিয় একটি পেশা। কমার্সে বিভিন্ন সাবজেক্ট এর উচ্চতর দক্ষতা অর্জন করার মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকতার সুযোগ পাওয়া যায়।

৬.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর।কমার্সে কি কি সাবজেক্ট আছে?

প্রশ্ন ১: কমার্স শব্দের অর্থ কি? 
উত্তর:বাণিজ্য, পণ্যবিনিময় ইত্যাদি।
প্রশ্ন ২: কমার্স থেকে চাকরির ভালো সুবিধা রয়েছে?
উত্তর: অবশ্যই রয়েছে।
প্রশ্ন ৩: কমার্সে পড়লে কি ধরনের চাকরি পাওয়া যায়? 
উত্তর: ব্যাংক, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি।
প্রশ্ন ৪: কমার্সে পড়ে কি বিসিএস দেওয়া যায়?
উত্তর: হ্যাঁ, দেওয়া যায়।
প্রশ্ন ৫: কমার্সের ডিগ্রির নাম কি?
উত্তর: বিবিএ (ব্যাচেলর এট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)।
প্রশ্ন ৬: ইন্টারন্যাশনাল বিজনেস কি কমার্সের সাবজেক্ট?
উত্তর: হ্যাঁ, কমার্সের সাবজেক্ট। 

৭.লেখকের মন্তব্য।কমার্সে কি কি সাবজেক্ট আছে? 

অষ্টম শ্রেণীর থেকে নবম শ্রেণীতে উঠার সময় শিক্ষার্থীদের তিনটি বিভাগের মধ্যে যেকোনো একটি বিভাগ চয়েজের সুযোগ দেয়া হয়। কমার্সে কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলটি সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা নবম শ্রেণীতে বিভাগ চয়েজ করবেন।
বিভাগ চয়েজ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে তারা নিজেদের পড়াশোনার একটি নির্দিষ্ট দিক নির্বাচন করেন। তাই বিভাগ গুলো সম্পর্কে সঠিক ধারণা থাকাটা অত্যন্ত জরুরী। কমার্সে এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলটা পড়ার মাধ্যমে শিক্ষার্থীর কমার্সের বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে জানতে পারবেন।
তাই শিক্ষার্থীরা কমার্সে কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলটা পড়ার মাধ্যমে উপকৃত হবেন বলে আশা রাখছি।




লেখক: রাজিয়া সুলতানা
পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: দিনাজপুর



ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url