OrdinaryITPostAd

ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো? জেনে নিন!

ফিক্সড ডিপোজিট হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য কোন নির্দিষ্ট পরিমান টাকা ব্যাংকে জমা রাখা। অনেকেই ভবিষ্যতের কথা ভেবে ফিক্সড ডিপোজিট করতে চায় তবে ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো তা জানেন না। আজকের আর্টিকেলে আমরা ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো তা আলোচনা করার চেষ্টা করব।

সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো 
উত্তর ধাপ ০১. এক্সপার্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ,পদ্মা ব্যাংক, মেঘনা ব্যাংক লিমিটেড,  গ্লোবাল ইসলামি ব্যাংক
উত্তর ধাপ ০২.  ৫ টি ক্যাটাগরিতে ফিক্সড ডিপোজিট করা হয় ৩ মাস থেকে ৬ মাসের কম মেয়াদি,৬মাস থেকে ১ বছর কম মেয়াদি,১ বছর থেকে ২ বছরেরে কম মেয়াদি, ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদি ও ৩ বছর থেকে তদূর্ধ্ব মেয়াদি
উত্তর ধাপ ০৩. ফিক্সড ডিপোজিট হলো নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রাখা নির্দিষ্ট পরিমান অর্থ 
 

অনুচ্ছেদ সূচি ( যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন) 

  1. ফিক্সড ডিপোজিট কী
  2. বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট হার
  3. যেসব ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা ভালো
  4. লেখকের মন্তব্য 

১.ফিক্সড ডিপোজিট কী | ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো 

সংক্ষেপেঃ কোনো ব্যাংকে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখলে ব্যাংক কতৃক আমানতকারীকে নির্দিষ্ট সময় পর মুনাফা প্রদান করে। এই প্রক্রিয়াকেই ফিক্সড ডিপোজিট বলে।

ব্যাংকে টাকা জমানোর অনেক ধরন রয়েছে।কিছু রয়েছে কিস্তিতে টাকা জমানো, আবার কিছু ফিক্সড ডিপোজিট। অনেকে এই ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত জানেন না। তাদের জন্য ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক ভালো তা জানার আগে ফিক্সড ডিপোজিট কী তা জানতে হবে।

ফিক্সড ডিপোজিট: ফিক্সড ডিপোজিট হলো একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকের দ্বারা প্রদত্ত এক ধরনের সুদের নির্দিষ্ট হার।ফিক্সড ডিপজিট বলতে বুঝায়, কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানে, কোনো নির্দিষ্ট পরিমাণের টাকা, নির্দিষ্ট সময়ের বা মেয়াদের জন্য জমা রাখা।

ফিক্সড ডিপোজিটের বৈশিষ্ট্য হচ্ছে

  • ব্যাংকের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে সুদের হার বেশী।
  • নিজের প্রয়োজনে, ফিক্সড ডিপোজিটের পরিবর্তে, লোন নেয়া যায়।
  • নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই, ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নেয়া যায়।
  • ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার পরে, আবার সেটাকে নতুনভাবে বিনিয়োগ (renew) করা যায়।
  • নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগে, ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নিলে, সুদের হারে ১ শতাংশ কমে যায়, পেনাল্টি হিসেবে।
  • ফিক্সড ডিপোজিটের পরিবর্তে লোন নিলে, সেই লোনের সুদের হার, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য সুদের হারের চাইতে, ১ থেকে ২ শতাংশ বেশী হয়।
  • ন্যূনতম সাতদিনের জন্য করতে হয়, ফিক্সড ডিপোজিট।
  • ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে, টাকার পরিমাণের কোনো উর্দ্ধসীমা থাকে না তবে, এই ন্যূনতম টাকার পরিমাণ, বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ভিন্ন, ভিন্ন হয়। কোনো কোনো ব্যাংকে ন্যূনতম দশ হাজার টাকা রাখতে হয়। সুদের হারেও বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে প্রান্তিক ব্যবধান (marginal difference) থাকতে পারে।

২.বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট হার | ফিক্সড ডিপোজিট করার জন্য কোর ব্যাংক সবচেয়ে ভালো 

সংক্ষেপ: ডিপোজিটের হার সব ব্যাংকের প্রায় সমান। সামান্য ব্যবধান রয়েছে।

ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো তা নির্ণয় করার আগে আমাদের সকল ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট সম্পর্কে জানতে হবে। যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেট বেশি সেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা সবচেয়ে ভালো ও লাভজনক। 
ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ অনুযায়ী বাংলাদেশের সব ব্যাংকের ফিক্সড ডিপোজিট কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছ। 
  1. ক্যাটাগরি-১: ৩ মাস থেকে ৬ মাসের কম মেয়াদি ডিপোজিটকে এই ক্যাটাগরির আওতাধীন করা হয়েছে।
  2. ক্যাটাগরি-২: ৬মাস থেকে ১ বছরের কম মেয়াদি ডিপোজিটকে এই ক্যাটাগরির আওতাধীন করা হয়েছে।
  3. ক্যাটাগরি-৩: ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদি ডিপোজিটকে এই ক্যাটাগরির আওতাধীন করা হয়েছে।
  4. ক্যাটাগরি-৪: ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদি ডিপোজিটকে এই ক্যাটাগরির আওতাধীন করা হয়েছে।
  5. ক্যাটাগরি-৫: ৩ বছর ও তদূর্ধ্ব মেয়াদি ডিপোজিটকে এই ক্যাটাগরির আওতাধীন করা হয়েছে।
ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ অনুযায়ী বিভিন্ন ব্যাংকের এই পাঁচটি ক্যাটাগরির ডিপোজিটের হার :
  • অগ্রণী ব্যাংক : এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৬.২৫ , ৬.৫০, ৬.৭৫, ৬.০০ এবং ৭.০০% 
  • বেসিক ব্যাংক : এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও  ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৬.৭৫, ৬.৭৫, ৬.৭৫-৭.০০, ৬.০০, ৭.০০%
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড : এই ব্যাংকের ১ম, ২য়, ৩য় ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৭.০০, ৭.০০,  ৭.০০ % এই ব্যাংকে ৪র্থ ও ৫ম ক্যাটাগরির ডিপোজিট ব্যাবস্থা চালু নেই।
  • জনতা ব্যাংক: এই ব্যাংকের ১ম, ২য়, ৩য় ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৭.০০, ৭.০০,  ৭.০০ % এই ব্যাংকে ৪র্থ ও ৫ম ক্যাটাগরির ডিপোজিট ব্যাবস্থা চালু নেই।
  • রুপালি ব্যাংক: এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়,৪র্থ ও ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৬.৫০-৭.০০,৬.৭৫-৭.০০, ৭.০০, ৭.০০,  ৭.০০ % 
  • সোনালী ব্যাংক: এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়,৪র্থ ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৫.৫০-৬.১৭,  ৬.১২- ৬.৪২,  ৬-৬.৩৫,  ৬.০০- ৬.৩৫ %  এই ব্যাংকে ৫ম ক্যাটাগরির ডিপোজিট ব্যবস্থা খোলা নেই।
  • বাংলাদেশ কৃষি ব্যাংক: এই ব্যাংকে শুধুমাত্র ১ম ও ৩য় ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট ব্যবস্থা চালু রয়েছে যার মুনাফা হার যথাক্রমে ৬.০০-৭.০০ ও  ৭.০০%
  • প্রবাসী কল্যাণ ব্যাংক: প্রবাসী কল্যাণ ব্যাংকে শুধুমাত্র তৃতীয় ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট ব্যাবস্থা চালু রয়েছে যার মুনাফা হার  ৫.৫০-৬.০০%
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: এই ব্যাংকে ২য়,৩য়,৪র্থ ও ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট ব্যবস্থা চালু রয়েছে যার মুনাফা হার যথাক্রমে ৬.০০,  ৬.২৫, ৬.৫০, ৬.০০-৬.২৫ %
  • এবি ব্যাংক: এই ব্যাংকে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট ব্যবস্থা চালু রয়েছে যার মুনাফা হার যথাক্রমে ৭.২৫, ৭.০০, ৭.৫০, ৭.১২%
  • আল আরাফা ইসলামি ব্যাংক : এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও  ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৪.৫০- ৬.০০, ৪.৫০- ৬.২৫, ৪.৫০- ৬.২৫, ৪.৫০-৬.২৫, ৪.৫০-৬.২৫ %
  • ব্যাংক এশিয়া : এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও  ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৩.৪০-৬.৭৮, ৬.৪০-৬.৭৮, ৬.৭৮-৬.৯২, ৬.৯২ ও ৯২%
  • বাংলাদেশ কমার্স ব্যাংক: এই ব্যাংকে প্রথম তিন ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট চালু রয়েছে যার প্রত্যেকটির মুনাফার হার ৬% 
  • ব্রাক ব্যাংক: এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও  ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৬-৭, ৬.৫-৭.২৫, ৬.৭৫-৭.৫০, ৭.০০-৭.৫০, ৭.০০-৭.৫০%
  • ডাচ বাংলা ব্যাংক: এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও  ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ২-৫.৮১,  ২.৫০-৫.৮৫, ৩-৫.৯০, ৩-৫.৯০, ৩-৫.৯০%
  • আইসিবি ইসলামি ব্যাংক : এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও  ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৫.৬০-৬.০০, ৫.৬০- ৬.০০, ৫.৭৫-৬.১৫, ৫.৭৫-৬.১৫, ৫.৭৫-৬.১৫%
  • ইসলামি ব্যাংক: এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও  ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৬.৭৫, ৬.৮০-৬.৮৫, ৪.০০-৬.৮৫, ৬.৯০, ৫.৭৫-৭.০০%
  • মার্কেন্টাইল ব্যাংক: এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও  ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৪.২৫-৬.৩৫, ৪.৫০-৬.৩৫, ৪.৭৫-৬.৩৫,   ৪.৭৫-৬.৩৫%
  • ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ: এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও  ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৬-৬.৫০,  ৬.৫-৬.৭৫,  ৭.২৫,  ৭.২৫, ৭.২৫%
  • এক্সপার্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ: এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও  ৫ম সব ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার ৭.৫০%
  • গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেড: এই ব্যাংক ১ম ২য় ক্যাটাগরির ফিক্সড ডিপোজিটে ৭% ও ৭.২৫% এবং ৩য় থেকে ৫ম ক্যাটগরির ডিপোজিটে ৭.৫০% করে মুনাফা দিয়ে থাকে।
  • এনআরবিবিএল ব্যাংক: এই ব্যাংকের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট মুনাফা হার যথাক্রমে ৫-৭.৫০, ৭.০০-৭.৫০, ৭.২৫-৭.৭৫, ৭.৭৫%  এই ব্যাংকে ৫ম ক্যাটাগরির ডিপোজিট নেই।
  • পদ্মা ব্যাংক: এই ব্যাংকে ১ম,২য় ও ৩য় ক্যাটাগরির ডিপোজিট চালু রয়েছে যার মুনাফার হার যথাক্রমে ৭.০০-৭.২৫, ৭.৪০-৭.৫০, ৭.৬০-৮.০০%
  • মেঘনা ব্যাংক লিমিটেড: এই ব্যাংকের ১ম থেকে ৫ম ডিপোজিটের মুনাফার হার যথাক্রমে ৬.৭৫-৭.৫০, ৭.০০-৭.৭৫, ৮.০০, ৭.২৫-৭.৫০, ৭.২৫-৭.৫০%

.যেসব ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা ভালো | ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো 

সংক্ষেপে: বাংলাদেশের ব্যাংক সমূহের মধ্যে মুনাফার হিসেবে এক্সপার্ট ইম্পোর্ট অব বাংলাদেশ, পদ্মা, মেঘনা ব্যাংক অব বাংলাদেশ, গ্লোবাল ইসলামি ব্যাংক ও আরএনবিবিএল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা সবচেয়ে ভালো।

আর্টিকেলের প্রথম অংশে আমরা ফিক্সড ডিপোজিটের ক্যাটাগরি এবং বাংলাদেশের কয়েকটি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেট উল্লেখ করেছি৷ এখন আমরা কোন ব্যাংকে ডিপোজিট করা সবচেয়ে ভালো তা আলোচনা করব।

৩ মাস থেকে ৬ মাসের কম মেয়াদি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য ব্যাংকের তুলনায় সবচেয়ে বেশি মুনাফা হার এক্সপার্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ এবং এই হার ৭.৫০% তাই এই ব্যাংক প্রথম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিট করার জন্য সবচেয়ে ভালো।

৬ মাস থেকে ১বছরের কম মেয়াদি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সবচেয়ে বেশি মুনাফা হার দেয় এক্সপার্ট ইম্পোর্ট অব বাংলাদেশ ব্যাংক। সুতরাং এই ব্যাংকে দ্বিতীয় ক্যাটাগরির ডিপোজিট করাও ভালো।

১ বছর থেকে ২ বছরের কম মেয়াদি ফিক্সড ডিপোজিট অর্থাৎ ৩য় ক্যাটাগরির ডিপোজিটের ক্ষেত্রে বাংলাদেশের সকল ব্যাংকের মধ্যে মেঘনা ব্যাংক লিমিটেড ও পদ্মা ব্যাংক লিমিটেড সবচেয়ে বেশি মুনাফা দেয়। পদ্মা ব্যাংকের মুনাফার হার ৭.৬০-৮.০০ % এবং মেঘনা ব্যাংক লিমিটেডের মুনাফার হার ৮.০০% সুতরাং এই ক্যাটাগরির ডিপোজিট করার জন্য পদ্মা ব্যাংক ও মেঘনা ব্যাংক লিমিটেড উভয়টিই ভালো।

২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদি বা ৪র্থ ক্যাটাগরির ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মুনাফার হার সবচেয়ে বেশি এনআরবিবিএল ব্যাংকের। এই ব্যাংক ৪র্থ ক্যাটাগরির ডিপোজিটের জন্য মুনাফার হার ৭.৭৫% যা অন্যান্য ব্যাংকের তুলনার সর্বাধিক। তাই ৪র্থ ক্যাটাগরির ডিপোজিটের জন্য এনআরবিবিএল ব্যাংক উত্তম।

৩ বছর ও তদূর্ধ্ব অর্থাৎ ৫ম ক্যাটাগরির ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সবচেয়ে বেশি মুনাফা প্রদান করে এক্সপার্ট ইম্পোর্ট অব বাংলাদেশ ও গ্লোবাল ইসলামি ব্যাংক। উভয় ব্যাংক ৭.৫০% হারে মুনাফা দিয়ে থাকে তাই এই দুইটি ব্যাংকই ৫ম ক্যাটাগরির ডিপোজিট করার জন্য সর্বোত্তম।   

.লেখকের মন্তব্য | ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো

আজকের আর্টিকেলে আমরা একটি প্রামাণ্য আলোচনার মাধ্যমে ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো তা নির্ণয়ের চেষ্টা করেছি। এই আলোচনার মুল বিষয় ছিলো মুনাফা। ব্যাংক কতৃক প্রদত্ত মুনাফা বেশি হলে সেই ব্যাংক গ্রাহকের কাছে প্রাধান্য পায়। সেই সাথে ব্যাংকের ক্লিয়ারেন্স থাকতে হয়। আর্টিকেল সম্পর্কে যেকোন প্রশ্ন, পরামর্শ কিংবা অভিযোগ কমেন্ট করে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url