OrdinaryITPostAd

জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম

জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম সম্পর্কে  সকলের জানা উচিত। বিশেষ করে যারা নতুন ভোটার বা এখনও জাতীয় পরিচয়পত্র হাতে পান নি তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও সম্প্রতি কিছু নকল এনআইডি মেকার এ্যাপস পাওয়া যায় যার দ্বারা নকল এনআইডি তৈরি করা যায়। তাই জাতীয় পরিচয়পত্র  চেক করার নিয়ম জানার কোনো বিকল্প নেই। 

অনুচ্ছেদ সূচি (যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন) 

  1. এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই
  2. ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক
  3. এ্যাপসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক 
  4. লেখকের মন্তব্য  

১.এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই | জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম 

বর্তমানে মুঠোফোন ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক করা যায়। এটি অনেক কার্যকরী একটি মাধ্যম৷ আরৃটিকেলের এই অংশে আমরা এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম সম্পর্কে আলোচনা করব।

এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই বা চেক করার জন্য :

  • মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নোক্ত ফরমেটে টাইপ করতে হবে: NID<Space>FORM NO<Space>dd-mm-yyyy
  •  মেসেজ টাইপ করে পাঠিয়ে দিতে হবে 105 এই নাম্বারে। 
  • 105 নাম্বার থেকে ফিরতি মেসেজ দিয়ে জাতীয় পরিচয় পত্র নাম্বার জানিয়ে দেবে। এভাবে মেসেজের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই করা যায়।
  • মোবাইলের মেসেজ ফরমেট এর একটি উদাহরন :NID 87798745 05-11-1999

.ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক | জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম 

আর্টিকেলের শুরুতে আমরা এসএমএস এর মাধ্যমে কিভাবে জাতীয় পরিচয়পত্র চেক করা যায় তা জেনেছি। এখন আমরা ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম সম্পর্কে জানব।
ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে : ভূমি মন্ত্রণালয় ওয়েব সাইট থেকে কোন প্রকার একাউন্ট রেজিস্ট্রেশন বা লগইন করা ছাড়া খুব সহজে শুধু জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্মতারিখ দিয়ে জাতীয় পরিচয়পত্র চেক করা যায়। অনলাইনে ভোটার আইডি কার্ড যাচাই করার আরো কিছু মাধ্যম থাকলেও এই নিয়মটি বেশি সহজ।
এই ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম:
  • প্রথমে ফোনের সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে  https://ldtax.gov.bd লিখে।
  • সার্চ করার পর ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রদর্শিত হবে। এই ওয়েবপেজের নিচের দিকে "অনলাইন ভূমি উন্নয়ন কর" অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর " ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা " শীর্ষক একটি মেনুবার আসবে। এখানে নির্ধারিত স্থানে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্মতারিখ দিতে হবে।
  • সকল তথ্য সঠিকভাবে প্রদানের পর "পরবর্তী পদক্ষেপ" অপশনে ক্লিক করলেই কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্রটি চলে আসবে।
  • এই পদ্ধতি অবলম্বন করে যদি জাতীয় পরিচয়পত্র আসে তাহলে বুঝতে হবে পরিচয়পত্রটি আসল, আর না আসলে বুঝতে হবে জাতীয় পরিচয়পত্রটি নকল।
  • অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করনের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে যে সকল বিষয় সম্পর্কে জানা যাবে তা হলোঃ-
  • বেক্তির নাম
  • ব্যক্তির ছবি
  • বাবার নাম
  • মায়ের নাম
  • জন্মতারিখ (বয়স)
  • বর্তমান ঠিকানা এবং
  • স্থায়ী ঠিকানা
বিআরটিএ সার্ভিস পোর্টাল থেকে: বিআরটিএ সার্ভিস পোর্টাল থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই করতে প্রথমে যেকোনো ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে  https://bsp.brta.gov.bd/register লিখে। এরপর জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর দিয়ে "অনুসন্ধান" অপশনে ক্লিক করলেই পরিচয়পত্রের সকল তথ্য চলে আসবে। এই ওয়েবসাইট থেকে ব্যক্তির ইংরেজি নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও ফোন নাম্বার ইংরেজিতে প্রদর্শিত হবে। যদি এই পয়েবসাইটে জাতীয় পরিচয়পত্রের তথ্য না আসে তাহলে বুঝতে হবে পরিচয়পত্রটি আসল নয়।

অটোমেটেড চালান সিস্টেম থেকে: জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের অন্য একটি মাধ্যম হচ্ছে অটোমেটেড চালান সিস্টেম। এই সিস্টেম থেকে পরিচয়পত্র চেক করার নিয়ম :
  • প্রথমে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে https://ibas.finance.gov.bd/acs/gener  লিখে।
  • এরপর যে ওয়েবসাইট এর ওয়েবপেজ আসবে তার থেকে NBR এর জমা অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর NBR এর অন্যান্য জমা তে ক্লিক করে নির্বাচন করুন অপশনে ক্লিক করতে হবে। 
  • এই পর্যায়ে এসে "অন্যান্য আদয়" অপশনে গিয়ে যেকোনো একটি পরিমান ( ১ ও হতে পারে) বসিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর কয়েকটি অপশন আসবে যার ভিতর "জাতীয় পরিচয়পত্র" সিলেক্ট করে টাইপ করতে হবে।
  • তারপর জাতীয় পরিচয়পত্রে দেওয়া জন্ম তারিখ লিখে "Check NID " বাটনে ক্লিক করলে ব্যক্তির সকল তথ্য চলে আসবে। যেমন : ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ঠিকানা।  

৩.এ্যাপসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক | জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম 

মোবাইল ফোনে এসএমএস ও ওয়েবসাইট ছাড়াও এ্যাপস এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক করা যায়। আর্টিকেলের এই অংশে আমরা এ্যাপসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 

এ্যাপসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক করার জন্য অনেক এ্যাপস রয়েছে। এখানে কয়েকটি এ্যাপসের নাম উল্লেখ করব আর সেসব এ্যাপস এ কিভাবে জাতীয় পরিচয়পত্র চেক করা যায় তার নিয়ম সম্পর্কে আলোচনা করব।

ভূমি উন্নয়ন কর এ্যাপস: এই এ্যাপসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক করা অনেক সহজ এবং দ্রুত করা যায়। এই এ্যাপসে জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম: 
  • প্লে স্টোর থেকে "ভূমি উন্নয়ন কর " এ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে।
  • এ্যাপস ডাউনলোড করার পর তা ওপেন করতে হবে এবং "নাগরিক কর্ণার" অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর স্ক্রিনে লগ ইন,  নিবন্ধন করুন সহ কয়েকটি অপশন দেখা যাবে। এর মধ্যে "নিবন্ধন করুন" অপশনে ক্লিক করতে হবে। 
  • নিবন্ধন করুন অপশনে ক্লিক করার পর একটি পেজ আসবে এখানে কিছু তথ্য চাওয়া হবে, যেমন মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্মতারিখ। সকল তথ্য সঠিকভাবে প্রদানের পর "নিবন্ধন " বাটনে ক্লিক করলেই ছবি সহ জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য প্রদর্শিত হবে।
  • উপরের ধাপগুলো পূরন করার পর যদি জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য আসে তাহলে বুঝতে হবে পরিচয়পত্রটি আসল, আর না আসলে বুঝতে হবে পরিচয়পত্রটি নকল।
NID Query এ্যাপস : এই এ্যাপসের মাধ্যমেও জাতীয় পরিচয়পত্র চেক করা যায়। এনআইডি কোয়েরি এ্যাপস এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম :
  • প্রথমে গুগল প্লে স্টোর এ গিয়ে "NID Versify Apps" লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর অনেক গুলো এয়াপ আসবে যার ভিতর থেকে NID Query নামক এ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে।
  • এ্যাপ ডাউনলোড করার পর ওপেন করতে হবে। ওপেন করার পরই জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করা যাবে। এজন্য নির্ধারিত স্থানে এনআইডি নাম্বার ও জন্মতারিখ লিখে সার্চ বাটনে ক্লিক করতে হবে। 
  • সার্চ করার পর আইডি কার্ড এর যেসকল তথ্য প্রদর্শিত হবে তা হলো : ব্যক্তির নাম, বাবা মা এর নাম, জন্মতারিখ, পরিচয়পত্রের নাম্বার, জেন্ডার, ধর্ম, জাতীয়তা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ভোটার এরিয়া ইত্যাদি। 
  • এই এ্যাপস থেকে চাইলে জাতীয় পরিচয়পত্র প্রিন্ট আউট করাও যাবে।
এনআইডি বিস্তারিত এ্যাপস : এই এ্যাপসটির মাধ্যমেও জাতীয় পরিচয়পত্র চেক করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য দেখতে পাওয়া যায়। এই এ্যাপসে জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম :
  • প্রথমেই গুগল প্লে স্টোর এ গিয়ে NID Verify Apps লিখে সার্চ দিলে অনেক এয়াপস আসবে। তার মধ্যে "এনআইডি বিস্তারিত" এ্যাপসটি খুজে নিয়ে তা ডাউনলোড করতে হবে।
  • এরপর এ্যাপস ওপেন করলে লগইন ও সাইন আপ দুইটি অপশন থাকবে। পূর্বে একাউন্ট থাকলে লগ ইন অপশনে ক্লিক করতে হবে, আর পূর্বের একাউন্ট না থেকে থাকলে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। 
  • সাইন আপ অপশনে ক্লিক করার পর কিছু তথ্য যেমন নাম, ইমেইল, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিতে হবে। এরপর সাইন আপ অপশনে ক্লিক করলেই একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।
  • এপর্যায়ে আবার লগইন করতে হবে। লগইন করতে ব্যবহৃত ইমেইল ও পাসওয়ার্ড টি দিয়ে লগইন অশনে ক্লিক করলেই লগ ইনহয়ে যাবে।
  • লগইন হওয়ার পর যে জাতীয় পরিচয়পত্র চেক করতে হবে তার নাম্বার ও জন্মতারিখ দিয়ে সার্চ করলেই কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্রটি চলে আসবে। এভাবেই এনআইডি কোয়েরি এ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চেক করা যায়।

৪.লেখকের মন্তব্য | জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম 

আজকের আর্টিকেলে আমরা জাতীয় পরিচয়পত্র চেক করার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। বেশ কয়েকটি উপায়ে জাতীয় পরিচয়পত্র আসল নাকি নকল তা জানা যায়। জাতীয় পরিচয়পত্র চেক করতে চাইলে সবাই এসব উপয়ে করতে পারে। 
আর্টিকেল সম্পর্কিত যেকোনো প্রশ্ন, মতামত, পরামর্শ কিংবা অভিযোগ আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরও আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট The DU Speech  ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url