কাতার ভিজিট ভিসার দাম কত? জানুন বিস্তারিত
কাতার হলো পারস্য উপসাগর এর দেশ। এই দেশ ভ্রমন করার স্বপ্ন বিশ্বের অন্যান্য দেশের মতো অনেক বাংলাদেশী নাগরিকেরও থাকে। তাই কাতার ভিজিট ভিসার দাম কত তা জানতে অনেকেই আগ্রহী থাকেন। বিভিন্ন কাজের উদ্দেশ্য নিয়ে, উচ্চ শিক্ষার জন্য কিংবা বিদেশ ভ্রমন করতেও কাতার গিয়ে থাকেন অনেকেই। তবে কাজ, পড়াশুনা ও ঘুরতে যাওয়ার ভিসা আলাদা আলদা হয় এবং দামও আলাদা। তাই ঘুরতে যেতে চাইলে কাতার ভিজিট ভিসার দাম কত তা জানতে হবে। আজকের আর্টিকেলে আমরা কাতার ভিজিট ভিসার দাম কত তা নিয়ে আলোচনা করব।
সংক্ষেপে জেনে নিন | |
---|---|
প্রশ্ন | কাতার ভিজিট ভিসার দাম কত |
উত্তর ধাপ ০১. | কাতার ভিজিট ভিসার দাম ৫৯০০ টাকা। মোট খরচ ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা। |
উত্তর ধাপ ০২. | কাতারে দুই ক্যাটাগরির ভিজিট ভিসা পাওয়া যায় একটিতে ভিসার মেয়াদ বৃদ্ধি করা যায় অপরটিতে মেয়াদ বৃদ্ধি করা যায় না। |
উত্তর ধাপ ০৩. | কাতার ভিজিট ভিসা পেতে আবেদন ফর্মের সাথে ডিজিটাল পাসপোর্ট, বাংলাদেশি এনআইডি, কোভিড-১৯ ডোজের ফর্ম,পাসপোর্ট সাইজের ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বিয়ের আসল কাগজপত্র ইত্যাদি জমা দিতে হবে। |
অনুচ্ছেদ সূচি (যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন)
- কাতার ভিজিট ভিসার শর্তাবলি
- কাতার ভিজিট ভিসার খরচ
- ভিজিট ভিসায় কাতার যেতে প্রয়োজনীয় কাগজপত্র
- প্রশ্ন-উত্তর পর্ব
- লেখকের মন্তব্য
১.কাতার ভিজিট ভিসার শর্তাবলি | কাতার ভিজিট ভিসার দাম কত
সংক্ষেপ: কাতারে দুই রকম ভিজিট ভিসা পাওয়া যায় একটির মেয়াদ বাড়ানো যায় অপরটির মেয়াদ বাড়ানো যায় না। এছাড়া আনুষঙ্গিক সকল শর্ত দুই ভিসার ক্ষেত্রে সমান।
কাতার ভিজিট ভিসা দুই প্রকার হয়ে থাকে। প্রত্যেকটির জন্য নির্ধারিত নিয়ম রয়েছে। কাতার ভিজিট ভিসার দাম কত জানার আগে এসব নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
টুরিস্ট ভিসা : এই ভিসার আওতায় কাতার ভ্রমণ এবং এর ঐতিহাসিক, বানিজ্যিক স্থাপত্য এবং সাংস্কৃতিক স্তম্ভসহ কাতারের সকল টুরিস্ট প্লেসে ভ্রমন ও অবস্থান করা যাবে। এই ভিসার মেয়াদ বাড়ানো যায় না। এর মেয়াদ সর্বোচ্চ এক মাস। এই ভিসার জন্য প্রযোজ্য শর্তাবলি -
- আবেদনকারীদের পূর্ববর্তী তিন মাসের জন্য একটি ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে যেখানে 5000 QR (কাতারিয়ান রিয়াল) দেখাতে হবে যার বাংলাদেশি মূল্য ১ লক্ষ ৪৮ হাজার টাকা (প্রায়)
- ভিসা আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় সকল নথি সংযুক্ত করে দিতে হবে।
- আবেদনকারীকে কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ এমন পাসপোর্ট প্রদান করতে হবে।
- এই ভিসা ইস্যুর দিন থেকে তিন মাসের জন্য বৈধ থাকবে। আবেদনকারীকে অবশ্যই এই সময়ের মধ্যে কাতারে প্রবেশ করতে হবে।
- এই ভিসার আওতাধীন টুরিস্ট কাতারে সর্বোচ্চ ১ মাস অবস্থান করতে পারবে। এই মেয়াদ বাড়ানো যাবে না।
- ভিসা আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় সকল নথি সংযুক্ত করে দিতে হবে।
- আবেদনকারীকে কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ এমন পাসপোর্ট প্রদান করতে হবে।
- এই ভিসা ইস্যুর দিন থেকে তিন মাসের জন্য বৈধ থাকবে। আবেদনকারীকে অবশ্যই এই সময়ের মধ্যে কাতারে প্রবেশ করতে হবে।
- এই ভিসার আওতাধীন টুরিস্ট কাতারে সর্বোচ্চ ১ মাস অবস্থান করতে পারবে তবে এই ভিসার মেয়াদ বাড়ানো যায়। সর্বোচ্চ ছয় মাসের জন্য এই ভওসার মেয়াদ বাড়ানো যাবে।
আরও পড়ুনঃ কাতার ভিসা চেকিং
২.কাতার ভিজিট ভিসার খরচ | কাতার ভিজিট ভিসার দাম কত
৩.ভিজিট ভিসায় কাতার যেতে প্রয়োজনীয় কাগজপত্র | কাতার ভিজিট ভিসার দাম কত
- ডিজিটাল পাসপোর্ট। যদি ডিজিটাল পাসপোর্টে আগে থেকে কোনো প্রকার সংশোধন করা হয়ে থাকে তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ, স্কুল কিংবা কলেজ এর সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড দিয়ে ভিন্ন ভাবে এপ্লিকেশন করতে হবে।
- ভিসা আবেদন এর ফর্ম এ নিজের স্বাক্ষর এবং ছোট বাচ্চা দের জন্য তাদের অভিভাবক দের স্বাক্ষর দিতে হবে।
- বিয়ের আসল লিগেল ম্যারেজ সার্টিফিকেট এবং বিয়ের ছবি।
- সকল কাগজ পত্র সমূহ সত্যায়িত হওয়া বাঞ্চনীয়।
- ভিসা আবেদন এর ফর্ম এ থাকা নিজের নাম, বাবা – মা এর নাম এবং ঠিকানার সাথে জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন, সার্টিফিকেট এর মিল থাকতে হবে।
- ফুল ফ্যামিলি সার্টিফিকেট।
- কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোজের ফর্ম।
- ডিক্লারেশনের কাগজ।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজের সদ্য তোলা দুই কপি ছবি।
- বাংলাদেশি ভোটার আইডি কার্ড।
- ডিজিটাল পাসপোর্ট।
- লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
- কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোজের ফর্ম।
- কাতার ভিসা এপ্লিকেশন ফর্ম।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- বাংলাদেশী ভোটার আইডি কার্ড।
- পাসপোর্ট সাইজ এর সদ্য তোলা দুই কপি রঙিন ছবি।
- ডিক্লারেশন এর কাগজ।
- সকল কাগজ পত্র সমূহ সত্যায়িত হওয়া বাঞ্চনীয়।
আরও পড়ুনঃ কাতার ক্লিনার ভিসা সম্পর্কে বিস্তারিত
৪.প্রশ্ন-উত্তর পর্ব | কাতার ভিজিট ভিসার দাম কত
- প্রশ্ন: কাতার ভিজিট ভিসার দাম কত টাকা? উত্তর: কাতার ভিজিট ভিসার দাম ৫৯০০ টাকা তবে বিমানের টিকেট ও আনুষঙ্গিক খরচ সহ কাতার যেতে মোট আড়াই থেকে তিন লাখ টাকা লাগতে পারে।
- প্রশ্ন: কাতার ভিজিট ভিসার মেয়াদ কত? উত্তর: কাতার ভিজিট ভিসার মেয়াদ ভিসা অনুমোদনের দিন থেকে তিন মাস। আর কাতারে অবস্থান করা যাবে সর্বোচ্চ এক মাস।
- কাতার ভিজিট কি ফ্যামিলি সহ যাওয়া যাবে? উত্তর: হ্যাঁ। তবে এক্ষেত্রে বিয়ের আসল কাগজপত্র সহ কিছু ডকুমেন্টস প্রয়োজন পড়বে।
আরও পড়ুনঃ কাতার লেবার ভিসা | কাতার গার্মেন্টস ভিসা
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url