OrdinaryITPostAd

সৌদি আরব সুপার মার্কেট ভিসা খরচ [সর্বশেষ আপডেট]

সৌদি আরব সুপার মার্কেট ভিসা চালু রয়েছে। স্টোরকিপার, সেলসম্যান, লেবার সহ আনুষঙ্গিক অনেক পোস্টের জন্য ভিসা চালু করেছে সৌদি আরব। বাংলাদেশ থেকেও অনেকে এসব ভিসায় সৌদি আরব যেতে চান৷ তাই তাদের জন্য সৌদি আরব সুপার মার্কেট ভিসা সম্পর্কে বিস্তারিত জানা জরুরী। আজকের আর্টিকেলে আমরা সৌদি আরব সুপার মার্কেট ভিসা প্রকৃতি, আবেদনের যোগ্যতা, বেতন ও প্রাষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব।


সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন সৌদি আরব সুপার মার্কেট ভিসা 
উত্তর ধাপ ০১.  সৌদি আরব সুপার মার্কেটে সেলসম্যান, জেনারেল লেবার, ক্লিনার, ডেলিভারি পারসন, ক্যাশিয়ার, স্টোর কিপার ও সহকারী স্টোর কিপার পদে ভিসা চালু রয়েছে।
উত্তর ধাপ ০২.  বিভিন্ন পদে সৌদি আরব সুপার মার্কেটে আবেদনের জন্য আরবি অথবা ইংরেজি ভাষা জানতে হবে, বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে এছাড়াও আনুষঙ্গিক আরো শর্ত রয়েছে 
উত্তর ধাপ ০৩. সৌদি আরব সুপার মার্কেটে স্টোর কিপার পদে ভিসা আবেদনের পূর্বে সংশ্লিষ্ট কোম্পানিতে সিভি জমা দিতে হবে এবং সিভি গ্রহণের পরে ইনভিটেশন লেটার নিয়ে ভিসার জন্য আবেদন করা যাবে
উত্তর ধাপ ০৪. সৌদি সুপার মার্কেটে বিভিন্ন পদে বেতন ১৩০০ থেকে ১৮০০ সৌদি রিয়াল
 

অনুচ্ছেদ সূচি (যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন) 

  1. সৌদি আরব সুপার মার্কেট ভিসার পোস্ট সমূহ
  2. সৌদি আরব সুপার মার্কেট ভিসার পোস্টের বিবরণ 
  3. সৌদি আরব সুপার মার্কেট ভিসার বেতন
  4. সৌদি মার্কেট ভিসায় আবেদনের নিয়ম
  5. লেখকের মন্তব্য 

১.সৌদি আরব সুপার মার্কেট ভিসার পোস্ট সমূহ | সৌদি আরব সুপার মার্কেট ভিসা 

সংক্ষেপ: সৌদি আরবে বিভিন্ন সুপারমার্কেটে সেলসম্যান, জেনারেল লেবার, বেকারি লেবার, ডেলিভারি পারসন ও স্টোরকিপার পোস্টে জনবল নিয়োগ দেওয়ার উদ্দেশ্য ভিসা চালু করেছে। 

সৌদি আরব সুপার মার্কেট ভিসায় বিভিন্ন পোস্টে লোকবল নিয়োগ দিচ্ছে সৌদি আরব। সৌদি আরব সুপার মার্কেট ভিসায় আবেদনের পূর্বে আমাদের এসব পোস্টের বিস্তারিত বিবরণ, আবেদনের যোগ্যতা, বেতন ইত্যাদি বিষয়ে পরিপূর্ণ ধারণা থাকা আবশ্যক। তাই আর্টিকেলের এই অংশে আমরা সৌদি আরব সুপারমার্কেট ভিসার পোস্ট সমূহ নিয়ে আলোচনা করব।

সৌদি আরব সুপার মার্কেট ভিসার পোস্ট সমূহ হলো:

  • সেলসম্যান 
  • জেনারেল লেবার
  • বেকারি লেবার
  • ক্লিনার
  • স্টোর কিপার
  • সহকারী স্টোর কিপার
  • ডেলিভারি পারসন
  • সুপারভাইজার 
  • ক্যাশিয়ার
উপরোক্ত পোস্টসমূহে জনবল নিয়োগ দিচ্ছে সৌদি আরব।  

২.সৌদি আরব সুপার মার্কেট ভিসার পোস্টের বিবরণ | সৌদি আরব সুপার মার্কেট ভিসা 

সংক্ষেপ: সৌদি আরব সুপার মার্কেট জবের বিভিন্ন পোস্টের বিস্তারিত বিবরন, প্রয়োজনীয় দক্ষতা ও আবেদনের যোগ্যতা জানা আবশ্যক।

সৌদি আরব সুপার মার্কেট ভিসার আওতাধীন পোস্টসমূহের বিস্তারিত বিবরণ থাকছে আর্টিকেলের এই অংশে। 
জেনারেল ও বেকারি লেবার, ক্লিনার : সৌদি আরব সুপার মার্কেটে জেনারেল ও বেকারি লেবার যেসব কাজ থাকে তা হলো স্টোরের লোডিং, আনলোডিং, পরিষ্কার ও প্যাকেজিং করা। সেই সাথে ক্রেতা, সরবরাহকারী ও পরিবেশকের সাথে সহযোগীতা করতে হবে। আর ক্লিনারের কাজ হচ্ছে পরিষ্কার, পরিচ্ছন্ন করা। এই পোস্টে আবেদনের জন্য যেসব যোগ্যতা থাকতে হবে তা হলো:
  • ইংরেজি অথবা আরবি জানতে হবে। 
  • বয়স ২১ বছর থেকে ৪৫ বছরের ভিতর হতে হবে।
  • কমপক্ষে ২-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও ট্রেনিং করা থাকতে হবে। 
  • যেকোনো ভার উত্তোলন ও ভারি কাজের জন্য শক্তিশালী হতে হবে।
  • ওজন ৫০ কেজি থেকে ৮০ কেজি এর ভিতর থাকতে হবে।
  • শরীরে কোনো ট্যাটু থাকা যাবে না।
সেলসম্যান : সেলসম্যানের মূল কাজ হলো পন্য সামগ্রি বিক্রয় ও দেখভাল করা। সেই সাথে ক্রেতা, সরবরাহকারী ও পরিবেশকের সাথে সহযোগীতা করতে হবে। এছাড়াও সেলসম্যানের আরও কাজ রয়েছে যেমন: স্টোরের প্রত্যেকটি পন্য সম্পর্কে আপডেট জ্ঞান রাখতে হবে এবং সব তথ্য স্টোরের ম্যানেজারের কাছে দিতে হবে, স্টোরের দেখাশোনা করতে হবে ইত্যাদি। এই পোস্টের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন তা হলো:
  • ইংরেজি ও আরবিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। 
  • বয়স ২১ বছর থেকে ৪৫ বছরের ভিতর হতে হবে।
  • কমপক্ষে ২-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও ট্রেনিং করা থাকতে হবে। 
  • ওজন ৫০ কেজি থেকে ৮০ কেজি এর ভিতর এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এর উপর থাকতে হবে। 
  • শরীরে কোনো ট্যাটু থাকা যাবে না।
  • পড়ালেখা জানতে হবে।
  • কম্পিউটার সম্পর্কে ধারনা থাকতে হবে।
স্টোর কিপার : সৌদি আরব সুপার মার্কেটে স্টোর কিপারের কাজ মূলত স্টোরের দেখভাল করা।  প্রত্যেকটি পণ্যের অবস্থা চেক করা, দরদাম ঠিক করা, কাস্টমারের চাহিদা অনুযায়ী পন্যের প্রমোশন করা, কাস্টমারের সার্বিক সহযোগিতা করতে হবে। এই পোস্টের জন্য যেসব যোগ্যতা থাকা আবশ্যক তা হলো :
  • ম্যাট্রিক/ সমমান পাস থাকতে হবে।
  • আরবি জানতে হবে এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। 
  • কম্পিউটার সম্পর্কে ধারনা থাকতে হবে। 
  • বয়স ২১ থেকে ৪৫ বছরের ভিতর থাকতে হবে।
  • হিসাব গ্রহনে পারদর্শী হতে হবে।
ডেলিভারি পারসন: ডেলিভারি পারসনের কাজ মূলত পন্য ডেলিভারি করা। গ্রাহক বা ক্রেতার অর্ডার করা পন্য নির্দিষ্ট ঠিকানায় পৌছানোই ডেলিভারি পারসনের কাজ। এই পোস্টের জন্য যেসব যোগ্যতা থাকতে হবে তা হলো:
  • মোটামুটি ড্রাইভিং জানতে হবে। বিশেষ করে সাইকেল রাইডিং জানতে হবে।
  • আরবি জানতে হবে এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। 
  • বয়স ২১-৪৫ বছরের মধ্যে থাকতে হবে।
  • বিচক্ষণ ও সময় সম্পর্কে সচেতন থাকতে হবে।
সুপারভাইজার : সুপারভাইজারের কাজ মূলত স্টোরের প্রত্যেকটি কর্মচারীর কাজের দেখভাল করা, পণ্যের সরবরাহ নিশ্চিত করা, পণ্যের পরিবেশনায় সাহায্য করা। এই পোস্টের জন্য আবেদন করার যোগ্যতা:
  • ম্যাট্রিক পাস থাকতে হবে।
  • ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
  • অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স ২১-৪৫ এর ভিতর হতে হবে।
ক্যাশিয়ার: ক্যাশিয়ারের কাজ হচ্ছে ক্রেতার থেকে পণ্যের সঠিক মূল্য গ্রহন করা এবং হিসাব সংরক্ষণ করা। এজন্য অবশ্যই 
  • হিসাবনিকাশে পারদর্শী হতে হবে।
  • আরবি ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
  • বয়স ২১-৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • অভিজ্ঞতা থাকতে হবে।

৩.সৌদি আরব সুপার মার্কেট ভিসার বেতন | সৌদি আরব সুপার মার্কেট ভিসা

সংক্ষেপ: সৌদি আরব সুপার মার্কেটে লেবার ও ক্লিনার জুবের বেতন ১৩০০ সৌদি রিয়াল, ডেলিভারি পারসন, স্টোর কিপার ও সহকারী স্টোর কিপার, ক্যাশিয়ারের বেতন ১৫০০-১৮০০ সৌদি রিয়াল।

সৌদি আরব সুপার মার্কেটের বিভিন্ন পোস্টের জব সাধারণত ৮- ১২ ঘন্টা পর্যন্ত ডিউটি থাকে। ১২ ঘন্টা ডিউটি হলে অভারটাইম থাকবে। বেতন :
  • জেনারেল লেবার, বেকারি লেবার ও ক্লিনার : ১৩০০ সৌদি রিয়াল যা বাংলাদেশি প্রায় ৩৮০০ টাকা। এই মান কমবেশি হতে পারে।
  • সেলসম্যান, ক্যাশিয়ার, স্টোর কিপার : ১৮০০ সৌদি রিয়াল যা বাংলাদেশি প্রায় ৫২০০০ টাকা।
  • ডেলিভারি পারসন : ১৫০০ সৌদি রিয়াল যা প্রায় বাংলাদেশি ৪৩০০০ টাকা।
বিভিন্ন কোম্পানি তাদের কর্মচারীদের থাকা খাওয়া সুবিধা দিয়ে থাকে। যেসব কোম্পানি সুবিধা দেয় না সেসব কোম্পানিতে কাজের ক্ষেত্রে নিজের অর্থায়নে থাকতে হবে। এক্ষেত্রে কোম্পানি বেতন বৃদ্ধি করতে পারে।

৪.সৌদি মার্কেট ভিসায় আবেদনের নিয়ম | সৌদি আরব সুপার  মার্কেট ভিসা 

সংক্ষেপ: সৌদি আরব সুপার মার্কেট ভিসায় আবেদনের আগে কাঙ্ক্ষিত কোম্পানিতে সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর কোম্পানি থেকে ইনভিটেশন লেটার পাঠানোর পর ভিসার জন্য আবেদন করা যাবে এবং সমস্ত কার্যক্রম সম্পন্ন হলে সৌদি আরব যাওয়া যাবে। 

সৌদি আরব সুপার মার্কেট ভিসায় আবেদনের পূর্বে নির্ধারিত কোম্পানিতে আবেদন করতে হবে। বিভিন্ন এজেন্সি এই কাজ করে থাকলেও নিজে থেকেও আবেদন করা যায়।  আবেদনের নিয়ম :

নির্ধারিত পোস্টে যোগ্যতা থাকা সাপেক্ষে একটি সিভি জমা দিতে হবে। সিভির সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে তা হলো:
  • বৈধ পারপোর্ট এর একটি রঙিন কপি 
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • চারটি পাসপোর্ট সাইজের ছবি 
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
সমস্ত কাগজপত্র সহ সৌদির কোম্পানিতে সিভি ইমেইল করার পর কোম্পানি একটি কনফার্মেশন ম্যাসেজ ও ইনভিটেশন লেটার দেবে। এরপর ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার জন্য আবেদন করতে যা লাগবে:

৫.লেখকের মন্তব্য | সৌদি আরব সুপার মার্কেট ভিসা 

আজকের আর্টিকেলে আমরা সৌদি আরব সুপার মার্কেট ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আর্টিকেল সম্পর্কে কোনো  প্রশ্ন, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম তথ্যবহুল লেখা পড়তে আমাদের ওয়েবসাইট The DU Speech ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url