সৌদি আরব সুপার মার্কেট ভিসা খরচ [সর্বশেষ আপডেট]
সৌদি আরব সুপার মার্কেট ভিসা চালু রয়েছে। স্টোরকিপার, সেলসম্যান, লেবার সহ আনুষঙ্গিক অনেক পোস্টের জন্য ভিসা চালু করেছে সৌদি আরব। বাংলাদেশ থেকেও অনেকে এসব ভিসায় সৌদি আরব যেতে চান৷ তাই তাদের জন্য সৌদি আরব সুপার মার্কেট ভিসা সম্পর্কে বিস্তারিত জানা জরুরী। আজকের আর্টিকেলে আমরা সৌদি আরব সুপার মার্কেট ভিসা প্রকৃতি, আবেদনের যোগ্যতা, বেতন ও প্রাষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব।
সংক্ষেপে জেনে নিন | |
---|---|
প্রশ্ন | সৌদি আরব সুপার মার্কেট ভিসা |
উত্তর ধাপ ০১. | সৌদি আরব সুপার মার্কেটে সেলসম্যান, জেনারেল লেবার, ক্লিনার, ডেলিভারি পারসন, ক্যাশিয়ার, স্টোর কিপার ও সহকারী স্টোর কিপার পদে ভিসা চালু রয়েছে। |
উত্তর ধাপ ০২. | বিভিন্ন পদে সৌদি আরব সুপার মার্কেটে আবেদনের জন্য আরবি অথবা ইংরেজি ভাষা জানতে হবে, বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে এছাড়াও আনুষঙ্গিক আরো শর্ত রয়েছে |
উত্তর ধাপ ০৩. | সৌদি আরব সুপার মার্কেটে স্টোর কিপার পদে ভিসা আবেদনের পূর্বে সংশ্লিষ্ট কোম্পানিতে সিভি জমা দিতে হবে এবং সিভি গ্রহণের পরে ইনভিটেশন লেটার নিয়ে ভিসার জন্য আবেদন করা যাবে |
উত্তর ধাপ ০৪. | সৌদি সুপার মার্কেটে বিভিন্ন পদে বেতন ১৩০০ থেকে ১৮০০ সৌদি রিয়াল |
অনুচ্ছেদ সূচি (যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন)
- সৌদি আরব সুপার মার্কেট ভিসার পোস্ট সমূহ
- সৌদি আরব সুপার মার্কেট ভিসার পোস্টের বিবরণ
- সৌদি আরব সুপার মার্কেট ভিসার বেতন
- সৌদি মার্কেট ভিসায় আবেদনের নিয়ম
- লেখকের মন্তব্য
১.সৌদি আরব সুপার মার্কেট ভিসার পোস্ট সমূহ | সৌদি আরব সুপার মার্কেট ভিসা
সংক্ষেপ: সৌদি আরবে বিভিন্ন সুপারমার্কেটে সেলসম্যান, জেনারেল লেবার, বেকারি লেবার, ডেলিভারি পারসন ও স্টোরকিপার পোস্টে জনবল নিয়োগ দেওয়ার উদ্দেশ্য ভিসা চালু করেছে।
সৌদি আরব সুপার মার্কেট ভিসায় বিভিন্ন পোস্টে লোকবল নিয়োগ দিচ্ছে সৌদি আরব। সৌদি আরব সুপার মার্কেট ভিসায় আবেদনের পূর্বে আমাদের এসব পোস্টের বিস্তারিত বিবরণ, আবেদনের যোগ্যতা, বেতন ইত্যাদি বিষয়ে পরিপূর্ণ ধারণা থাকা আবশ্যক। তাই আর্টিকেলের এই অংশে আমরা সৌদি আরব সুপারমার্কেট ভিসার পোস্ট সমূহ নিয়ে আলোচনা করব।
সৌদি আরব সুপার মার্কেট ভিসার পোস্ট সমূহ হলো:
- সেলসম্যান
- জেনারেল লেবার
- বেকারি লেবার
- ক্লিনার
- স্টোর কিপার
- সহকারী স্টোর কিপার
- ডেলিভারি পারসন
- সুপারভাইজার
- ক্যাশিয়ার
২.সৌদি আরব সুপার মার্কেট ভিসার পোস্টের বিবরণ | সৌদি আরব সুপার মার্কেট ভিসা
- ইংরেজি অথবা আরবি জানতে হবে।
- বয়স ২১ বছর থেকে ৪৫ বছরের ভিতর হতে হবে।
- কমপক্ষে ২-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও ট্রেনিং করা থাকতে হবে।
- যেকোনো ভার উত্তোলন ও ভারি কাজের জন্য শক্তিশালী হতে হবে।
- ওজন ৫০ কেজি থেকে ৮০ কেজি এর ভিতর থাকতে হবে।
- শরীরে কোনো ট্যাটু থাকা যাবে না।
- ইংরেজি ও আরবিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- বয়স ২১ বছর থেকে ৪৫ বছরের ভিতর হতে হবে।
- কমপক্ষে ২-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও ট্রেনিং করা থাকতে হবে।
- ওজন ৫০ কেজি থেকে ৮০ কেজি এর ভিতর এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এর উপর থাকতে হবে।
- শরীরে কোনো ট্যাটু থাকা যাবে না।
- পড়ালেখা জানতে হবে।
- কম্পিউটার সম্পর্কে ধারনা থাকতে হবে।
- ম্যাট্রিক/ সমমান পাস থাকতে হবে।
- আরবি জানতে হবে এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটার সম্পর্কে ধারনা থাকতে হবে।
- বয়স ২১ থেকে ৪৫ বছরের ভিতর থাকতে হবে।
- হিসাব গ্রহনে পারদর্শী হতে হবে।
- মোটামুটি ড্রাইভিং জানতে হবে। বিশেষ করে সাইকেল রাইডিং জানতে হবে।
- আরবি জানতে হবে এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
- বয়স ২১-৪৫ বছরের মধ্যে থাকতে হবে।
- বিচক্ষণ ও সময় সম্পর্কে সচেতন থাকতে হবে।
- ম্যাট্রিক পাস থাকতে হবে।
- ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
- অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স ২১-৪৫ এর ভিতর হতে হবে।
- হিসাবনিকাশে পারদর্শী হতে হবে।
- আরবি ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
- বয়স ২১-৪৫ বছরের মধ্যে হতে হবে।
- অভিজ্ঞতা থাকতে হবে।
৩.সৌদি আরব সুপার মার্কেট ভিসার বেতন | সৌদি আরব সুপার মার্কেট ভিসা
- জেনারেল লেবার, বেকারি লেবার ও ক্লিনার : ১৩০০ সৌদি রিয়াল যা বাংলাদেশি প্রায় ৩৮০০ টাকা। এই মান কমবেশি হতে পারে।
- সেলসম্যান, ক্যাশিয়ার, স্টোর কিপার : ১৮০০ সৌদি রিয়াল যা বাংলাদেশি প্রায় ৫২০০০ টাকা।
- ডেলিভারি পারসন : ১৫০০ সৌদি রিয়াল যা প্রায় বাংলাদেশি ৪৩০০০ টাকা।
৪.সৌদি মার্কেট ভিসায় আবেদনের নিয়ম | সৌদি আরব সুপার মার্কেট ভিসা
- বৈধ পারপোর্ট এর একটি রঙিন কপি
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- চারটি পাসপোর্ট সাইজের ছবি
- অভিজ্ঞতার প্রমাণপত্র
- একটি বৈধ পাসপোর্ট
- জাতীয় পরিচয়পত্র
- চারটি পাসপোর্ট সাইজের ছবি
- অভিজ্ঞতার প্রমাণপত্র
- কোম্পানি ইনভিটেশন লেটার
- ব্যাংক একাউন্টের কাগজপত্
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url