ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার উপায়!
ইতালি, ফ্রান্স ও পর্তুগাল তিনটি দেশই ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত। অনেকেই ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার উপায় জানতে চান, কেননা এখন প্রবাসের প্রতি সবার আগ্রহ দিনদিন বেড়েই চলেছে। ইতালির নাগরিকদের ক্ষেত্রে ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার উপায় সহজ হলেও বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে এটি সহজ নয়। আজকের আর্টিকেলে আমরা ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার উপায় নিয়ে আলোচনা করব।
সংক্ষেপে জেনে নিন | |
---|---|
প্রশ্ন | ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার উপায় |
উত্তর ধাপ ০১. | আকাশ, রেলপথ,সড়কপথ এমনকি পানি পথেও ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়া যায় |
উত্তর ধাপ ০২. | সেনজেন ভিসা থাকা আবশ্যক |
উত্তর ধাপ ০৩. | এজেন্সি ছাড়াও ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়া যায়। এক্ষেত্রে সঠিক জ্ঞান থাকতে হবে। |
অনুচ্ছেদ সূচি(যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন)
- ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার ভিসা
- ইতালি থেকে ফ্রান্স যাওয়ার উপায়
- ইতালি থেকে পর্তুগাল যাওয়ার উপায়
- প্রশ্ন-উত্তর পর্ব
- লেখকের মন্তব্য
১.ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার ভিসা | ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার উপায়
সংক্ষেপ: ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার ভিসার নাম সেনজেন ভিসা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশের জন্য এই ভিসা প্রয়োজন হয়।
ফ্রান্স ও পর্তুগাল ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ। এই দেশগুলোতে প্রবেশের জন্য অবশ্যই সেনজেন ভিসা থাকতে হবে। ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার উপায় জানার আগে এই ভিসা সম্পর্কে জানতে হবে।
সেনজেন ভিসা : ১৯৮৫ সালে ইউরোপের কয়েকটি দেশ তাদের অভ্যন্তরীণ যাতায়াতকে সহজ করার উদ্দেশ্যে লুক্সেমবার্গ এর সেনজেন শহরে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতাভুক্ত দেশগুলোকে সেনজেন এলাকা এবং প্রদানকৃত ভিসাকে সেনজেন ভিসা বলা হয়। ইউরোপের ২৬ টি দেশ সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত এর মধ্যে ইতালি ফ্রান্স ও পর্তুগালে রয়েছে। বাংলাদেশ থেকে এসব দেশে সেনজেন ভিসা নিয়ে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে। এক্ষেত্রে ভিসার মেয়াদ হবে ৬ মাস। এই ভিসা ব্যবহার করে একাধিক বার সেনজেন এলাকায় প্রবেশ করা গেলেও কোন অবস্থাতে সর্বমোট ৯০ দিনের বেশি অবস্থান করা যাবে না। তবে কাজের উদ্দেশ্য দীর্ঘদিন অবস্থানের ক্ষেত্রে ঐ দেশের দূতাবাস থেকে সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে পারমিট করে নিতে হবে।
সেনজেন ভিসা আবেদন করতে ভিসা আবেদন ফরমের প্রতিটি তথ্যের ঘর পূরণ করে এক কপি আবেদন ফরম অবশ্যই তারিখ ও স্বাক্ষর সহযোগে জমা দিতে হবে। ভিসা আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র:
- ভ্রমণ শেষ হওয়ার পরও অন্তত ছয় মাস মেয়াদ থাকবে এমন পাসপোর্ট।
- সাদা পটভূমিতে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- পাসপোর্ট এর ব্যক্তিগত তথ্যের পৃষ্ঠা গুলোর পরিষ্কার ফটোকপি ।
- প্রতিটি কাগজের মূল কপির সাথে একটি করে ফটোকপি জমা দিতে হবে।
- কোন ডকুমেন্ট বাংলায় থাকলে বাংলার সাথে সাথে সেই ডকুমেন্টের ইংরেজি অথবা জার্মান অনুবাদে সংযুক্ত করতে হবে।
- স্বাস্থ্য বীমা করতে হবে ( ন্যূনতম ৩০০০ ইউরো বা ৩৪৫০০০ টাকা মূল্যমানের)
২.ইতালি থেকে ফ্রান্স যাওয়ার উপায় | ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার উপায়
- একটি বৈধ এবং কমপক্ষে তিনমাস মেয়াদ আছে এমন ইতালিয়ান পাসপোর্ট। এই পাসপোর্ট অবশ্যই ১০ বছরের মধ্যে ইস্যু করা হতে হবে।
- সেনজিন ভিসা।
- ফ্রান্সে অবস্থান করার জন্য পর্যাপ্ত তহবিল। এক্ষেত্রে কোনো এজেন্সির মাধ্যমে যদি সম্পূর্ণ খরচ পূর্বে পেইড করা থাকে তাহলে দিনে ১২০ ইউরো আর যদি তা না হয় তাহলে দিনে ৬৫ ইউরো খরচ করার মতো তহবিলের ব্যাংক এভিডেন্স।
- ফ্রান্স থেকে ফিরে যাওয়ার রাউন্ড ট্রিপের টিকেট। (দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য প্রয়োজনীয় শর্তাবলি পূরন করতে হবে।)
এছাড়াও পানিপথে ইতালি থেকে ফ্রান্সে যাওয়া যাওয়া যায়। তবে বৈধভাবে ইতালি থেকে ফ্রান্স যাওয়ার জন্য এই নিয়মই সবচেয়ে ভালো।
৩.ইতালি থেকে পর্তুগাল যাওয়ার উপায় | ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার উপায়
সংক্ষেপ: প্রয়োজনীয় কাগজপত্র থাকলে বৈধ উপায়ে প্লেন,ট্রেন, বাস, কার ও জাহাজে করে পর্তুগাল যাওয়া যায়।
পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। ইতালির মিলান থেকে পর্তুগাল এর লিসবোন এর দূরত্ব ১৬৮৩ কিলোমিটার। ইতালি থেকে পর্তুগাল যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হলো:
- একটি বৈধ এবং কমপক্ষে তিনমাস মেয়াদ আছে এমন ইতালিয়ান পাসপোর্ট। এই পাসপোর্ট অবশ্যই ১০ বছরের মধ্যে ইস্যু করা হতে হবে।
- সেনজিন ভিসা।
- পর্তুগাল থেকে ফিরে যাওয়ার রাউন্ড ট্রিপের টিকেট। (দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য প্রয়োজনীয় শর্তাবলি পূরন করতে হবে।)
- কাজের জন্য পর্তুগাল অবস্থানের জন্য কোম্পানি বা পর্তুগিজ হোস্টের ইনভিটেশন লেটার।
- পর্তুগালের সীমান্ত অফিসার কতৃক পাসপোর্টে স্ট্যাম্প করে নিতে হবে।
৪.প্রশ্ন-উত্তর পর্ব | ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার উপায়
- প্রশ্ন : ইতালি থেকে ফ্রান্স এর দূরত্ব কত? উত্তর: ১২৭৯.৯ কিলোমিটার।
- প্রশ্ন : ইতালি থেকে পর্তুগাল এর দূরত্ব কত? উত্তর : ১৬৮৩ কিলোমিটার।
- প্রশ্ন : ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার সহজ উপায় কোনটি? উত্তর : ইতালি থেকে ফ্রান্স ও পর্তুগাল যাওয়ার সবচেয়ে সহজ ও দ্রুত উপায় হলো প্লেন।
আরও পড়ুনঃ কাতার ভিসা চেকিং
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url