কাতার ভিসা সার্ভিস সম্পর্কে বিস্তারিত! [Apply Now]
বাংলাদেশে কাতার ভিসা সার্ভিস দেওয়ার জন্য অনেক এজেন্সি ও কাতার ভিসা সেন্টার রয়েছে। আজকের আর্টিকেলে আমরা কাতার ভিসা সার্ভিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে বাংলাদেশে কাতার ভিসা সার্ভিস পাওয়ার জন্য অনলাইন ও অফলাইন নিয়ম সম্পর্কেও আলোচনা করব। এছাড়াও বাংলাদেশের কাতার ভিসা সার্ভিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
সংক্ষেপে জেনে নিন | |
---|---|
প্রশ্ন | কাতার ভিসা সার্ভিস |
উত্তর ধাপ ০১. | অনলাইনে কাতার ভিসা সার্ভিস পাওয়া যায় Qatar Embassy in Dhaka এই ওয়েবসাইটের মাধ্যমে। |
উত্তর ধাপ ০২. | বাংলাদেশে কাতার ভিসা সেন্টার হলো "রুপায়ন ট্রেড সেন্টার" |
উত্তর ধাপ ০৩. | কাতারে বিভিন্ন রকম ভিসা পাওয়া যায় যেমন কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা ইত্যাদি। এসব ভিসার কার্যক্রম আলাদা আলাদা হয়ে থাকে। |
অনুচ্ছেদ সূচি(যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন)
- বাংলাদেশের কাতার ভিসা সেন্টার
- অনলাইনে কাতার ভিসা সার্ভিস
- কাতার ভিসা বিবরণ
- প্রশ্ন- উত্তর পর্ব
- লেখকের মন্তব্য
১.বাংলাদেশের কাতার ভিসা সেন্টার | কাতার ভিসা সার্ভিস
সংক্ষেপ: বাংলাদেশে কাতার ভিসা সেন্টার হলো "রুপায়ন ট্রেড সেন্টার" যা ঢাকার বাংলামোটর, রমনায় অবস্থিত। এছাড়াও আরও অনেক সরকারি, বেসরকারি এজেন্সি রয়েছে যারা কাতার ভিসা সার্ভিস দিয়ে থাকে।
বাংলাদেশে কাতার ভিসা সেন্টার রয়েছে যা প্রতিনিয়ত আমাদের সেবা দিয়ে যাচ্ছে। এরকম একটি সেন্টার হলো "রূপায়ন ট্রেড সেন্টার"। এই সেন্টারের মাধ্যমে এখন কাতারের সকল প্রসেস বাংলাদেশ থেকে করা হয়। যেমন, মেডিকেল করা, ভিসা প্রসেসিং ইত্যাদি।
এটি রাজধানী ঢাকার বাংলামোটর (১১৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, রমনা, ঢাকা-১০০০) এ অবস্থিত। কাজী নজরুল ইসলাম এভিনিউ এর ১২তম তলায় আধুনিক বায়োমেট্রিক সরঞ্জাম ও শারীরিক পরীক্ষার উপকরণ সমৃদ্ধ কাতার ভিসা সেন্টারটি স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত এ ভিসা সেন্টারটি আরো বৃহৎভাবে অভিবাসন প্রত্যাশীদের সুরক্ষা, নিরাপত্তা ও ভিসা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত ভিসা সেন্টারটি কার্যক্রম চলমান থাকে।
এই ভিসা সেন্টারে সেবা পাওয়ার ধাপগুলি হলো:
- প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ফোন, ইমেল অথবা সরাসরি নেওয়া যাবে।
- এরপর যাচাইয়ের জন্য চেকলিস্ট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টের চিঠি, মূল এবং বৈধ পাসপোর্ট এবং কাগজপত্র জমা দিতে হবে।
- এরপর একটি টোকেন নিতে হবে এবং টোকেন নম্বর ধরে ডাকা পর্যন্ত অপেক্ষাস্থলে অপেক্ষা করতে হবে।
- টোকেন ধরে ডাকা হলে, নির্ধারিত বায়োমেট্রিক বুথের কাছে গিয়ে টিপসই, চোখের মণি স্ক্যান , মুখমন্ডলের ছবি তুলতে দিতে হবে এবং নিয়োগ চুক্তি স্বাক্ষর করতে হবে ( প্রযোজ্য হলে)
- খাঁন ট্যুরস এন্ড ট্রাভেলস (এস.আর গার্ডেন, পঞ্চম তলা, ৫২, নয়া পল্টন, ঢাকা)
- এম. এস. ট্রাভেল কেয়ার প্রাইভেট লিমিটেড (২য় তলা ৩/এ ৭৮ নয়া পল্টন, মসজিদ গলি, ঢাকা)
- ডায়মন্ড ট্রাভেলস (কমলাপুর বাজার রোড, ৩৫/৪, ১ম তলা ,মতিঝিল সি/এ, ঢাকা)
- বি. এম .এস ট্রাভেলস (নোয়াখালী টাওয়ার, তৃতীয় তলা, ৫৫/বি, পুরানা পল্টন, ঢাকা)
- শাহেনা ট্যুরস এন্ড ট্রাভেলস (হাবিবুল্লা মেনশন, চতুর্থ তলা, ১২০, ডি.আই.টি. এক্সটেনশন রোড, ফকিরাপুল ঢাকা)
- শামীম ট্রাভেলস (হাউজ নং ১১ গ্রাউন্ড ফ্লোর, রোড নং ২২, ব্লক K, ঢাকা)
- কাজী এয়ার ইন্টারন্যাশনাল (কাজী টাওয়ার, দ্বিতীয় তলা, ৮৪ ইনার সার্কুলার, ভি.আই.পি. রোড, নয়া পল্টন, ঢাকা)
- নিলয় ওভারসিস অ্যান্ড ট্রাভেলিং লিমিটেড (মৌচাক টাওয়ার, ৩৮/ বি, অষ্টম তলা, মালিবাগ মোড়, ঢাকা)
- বন ভয়াজী ট্রাভেলস এন্ড ওভারসিস প্রাইভেট লিমিটেড (তৈএনবি সার্কুলার রোড, ২৯, দ্বিতীয় তলা, মতিঝিল সি/ এ ঢাকা)
- মাহবুব ইন্টারন্যাশনাল এজেন্সি (ডি. আই. টি. রোড ৪৭৬/বি, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা)
আরও পড়ুনঃ কাতার ক্লিনার ভিসা সম্পর্কে বিস্তারিত
২.অনলাইনে কাতার ভিসা সার্ভিস | কাতার ভিসা সার্ভিস
- পাসপোর্ট ইস্যু করা
- কাতার ভিসা ইস্যু প্রসেসিং করা
- ভিসা পুনরায় ইস্যু করা
- কাতার থেকে ফেরত আসার প্যাসেজ পারমিট ইস্যু করা
- মৃত ব্যক্তির লাশ ট্রান্সপোর্ট করা
- কাতার যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত, নাগরিক, আইনি, মেডিকেল সহ সকল প্রকার ডকুমেন্টস এর প্রত্যয়ন করা
- সদ্য জন্মজাত শিশুর প্যাসেজ পারমিট ইস্যু করা
- বিজনেস ভিসা
- ভিজিট ভিসা
- ট্রান্সজিট ভিসা
- জিসিসি ভিসা
- জিসিসি এন্ট্রি ভিসা
- টুরিস্ট ভিসা
- ইমিডিয়েট ভিজিট ভিসা
- ভিজিট ভিসা
আরও পড়ুনঃ কাতার লেবার ভিসা | কাতার গার্মেন্টস ভিসা
৩.কাতার ভিসা বিবরণ | কাতার ভিসা সার্ভিস
- ইলেকট্রিশিয়ান
- ক্লিনার
- ম্যানেজার
- প্যাকেজিং পারসন
- অপারেটর
- সিকিউরিটি
- ক্লিনার
- ম্যানেজার
- ক্যাশিয়ার
- ওয়েটার
- শেফ
- লেবার
- হেলপার
- কন্ট্রাকটার
- ইঞ্জিনিয়ার
৪.প্রশ্ন-উত্তর পর্ব| কাতার ভিসা সার্ভিস
- প্রশ্ন:কাতার ভিসা সার্ভিস প্রদান করে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান? উত্তর: বাংলাদেশে কাতার ভিসা সার্ভিস দেওয়ার জন্য কাতার ভিসা সেন্টার রয়েছে। এছাড়াও সরকারি ও বেসরকারি অনেক এজেন্সি রয়েছে যারা কাতার ভিসা সার্ভিস দিয়ে থাকে।
- প্রশ্ন : কাতার ভিসা করতে খরচ কত হয়? উত্তর: কাতারের বিভিন্ন ভিসার দাম ভিন্ন ভিন্ন। তাই এসব ভিসা করতে সমপরিমাণ টাকা লাগে না। তবে গড় অনুপাতে কাতার যেতে আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়।
- প্রশ্ন: কাতারে কয় ধরনের ভিসা রয়েছে? উত্তর: কাতারে কয়েক ধরনের ভিসা রয়েছে যেমন: কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা ইত্যাদি।
আরও পড়ুনঃ কাতার ভিসা চেকিং
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url