OrdinaryITPostAd

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একমাত্র গবেষণাধর্মী সরকারি প্রতিষ্ঠান।১৯২১ সালের ১ জুলাই সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে ৮৩ টি বিভাগ, ১৩ টি অনুষদ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৩ টি বিভাগের মধ্যে বাংলা হচ্ছে একটি অন্যতম বিভাগ।অনেকেই এই বাংলা বিভাগের শিক্ষকদের নাম জানতে চান। আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকের তালিকা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের সম্পর্কে জানতে আর্টিকেলটি পড়ুন।


সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা

উত্তর ধাপ ০১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের নামগুলো হচ্ছে :বেগম আকতার কামাল, ভীষ্মদেব চৌধুরী, বিশ্বজিৎ ঘোষ, ফাতেমা কাউসার, বায়তুল্লাহ কাদেরী,হোসনে আরা, তাশরিক-ই-হাবিব, রফিকউল্লাহ খান।
উত্তর ধাপ ০২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো শিক্ষকগণ হচ্ছেন মুহাম্মদ শাহজাহান,সৈয়দ আজিজুল হক,সৌমিএ শেখর,মোহাম্মদ আজম,মেহের নিগার,সোহানা মাহমুদ,মুনিরা সুলতানা, মোমেনুর রসুল, জসিম উদ্দিন, রাফাত আলম, কানিজ ফাতেমা, আনিসুজ্জামান। 

আর্টিকেল সূচিপত্র - ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা

  1.  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা 
  2. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা 
  3. লেখকের মন্তব্য -  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা নিচে আলোচনা করা হলো :

যাঁদের আলোয় আলোকিত ঢাকা বিশ্ববিদ্যালয় :

  • হরপ্রসাদ শাস্ত্রী (১৮৫৩-১৯৩১)তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্চাপদের আবিস্কারক।তিনি ছিলেন বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
  • ডক্টর মুহম্মদ   শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯) তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে একজন স্মরণীয় বাঙালি ব্যাক্তিত্ব।তিনি আরো ছিলেন বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে ১৯২১ সালে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন।
  • জসীম উদ্দীন(১৯০৩-১৯৭৬)১৯৩৮ সালে পল্লিকবি জসীম উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন।
  • মুহম্মদ আব্দুল হাই:(১৯১৯-১৯৬৯)তিনি ছিলেন বিশিষ্ট ধ্বনি বিজ্ঞানী।
  • শহিদ মুনীর চৌধুরী(১৯২৫-১৯৭১) শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক, নাট্যকার,ভাষাবিজ্ঞানী ও শহিদ বুদ্ধিজীবী ছিলেন।
  • শহীদ আনোয়ার পাশা(১৯২৮-১৯৭১)কবি, কথাসাহিত্যিক ও শহিদ বুদ্ধিজীবী ছিলেন।
  • শহিদ মোফাজ্জল হায়দার চৌধুরী (১৯২৬-১৯৭১)ছিলেন মননশীল প্রবন্ধকার, শিক্ষাবিদও শহিদ বুদ্ধিজীবী।
  • আহমদ শরীফ (১৯২১-১৯৯৯)প্রগতিশীল চিন্তক ছিলেন।
  • হুমায়ুন আজাদ (১৯৪৭-২০০৪)প্রথাবিরোধী লেখক।বিশিষ্ট কবি, গল্পকার, সাহিত্য সমালোচক ও ভাষাবিজ্ঞানী।
বাংলা বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের তালিকা নিচে দেওয়া হলো:

১.বেগম আকতার কামাল

বিভাগীয় প্রধান ও অধ্যাপক 
ফোন :01711 282835
ইমেইল : trinatanniarush@gmail.com
 
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক হচ্ছেন গবেষক ও প্রবন্ধকার বেগম আকতার কামাল ।তার জন্মস্থান  চট্টগ্রাম শহরে। পিতার নাম মোহাম্মদ ইয়াকুব আলী। তার পিতা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মায়ের নাম মজিদা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের হাউজ টিউটর ও প্রভোস্ট, ১৯৯২-১৯৯৬সালে চেয়ারপার্সন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগের জুলাই ২০১৪-জুন ২০১৭ (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের 

কাউন্সিল সদস্য হিসেবে মনোনিত হন, বাংলা একাডেমি, ঢাকা, ২০১৩-২০১৮সালে সদস্য হন,২০১৬-২০১৭ সালে এশিয়াটিক পএিকার সম্পাদনা সদস্য হন,তার প্রকাশিত অনেক গ্রন্থ রয়েছে। যেমন-ঢাকা ১৯৯৯,ঢাকা ২০০৫, অবসর, রবীন্দ্রনাথ যেথায় যত আলো, কথা প্রকাশ,ঐতিহ্য ইত্যাদি। 

২.ভীষ্মদেব চৌধুরী 

অধ্যাপক 
ফোন:01715547113
ইমেইল : bdarpi@yahoo.com
Activities :
  1. গত পঁচিশ বছর ধরে তিনি কারিকুলাম ও সিলেবাস কমিটির সদস্য হিসেবে বাংলা বিভাগ, ঢাবিতে কর্মরত রয়েছেন ।
  2.  পিএইচডি ও এম ফিল রিসার্চ ফেলোদের  ঢাবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন সুপারভাইজার ও কো -সুপারভাইজার হিসেবে। 
  3. পিএইচডি এবং এম ফিল থিসিস পরীক্ষক হিসাবে  দেশে এবং দেশের বাইরে কাজ করছেন ।
  4. তিনি এনসিটিবি, বাংলা ভাষা ও সাহিত্য এইচএসসি পাঠ্যক্রম কমিটির সদস্য হিসেবে আছেন। 

৩.বিশ্বজিৎ ঘোষ

অধ্যাপক 
ফোন:01557 258205
ইমেইল : bgdubd1957@gmail.com
তিনি বরিশালের কামারকাঠীতে ১৯৫৮ সালের ৮ এপ্রিল জন্মগ্রহণ করেন।১৯৮৪ সাল থেকে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে তিনি কর্মরত আছেন।১৯৮৮-১৯৯৬) পর্যন্ত তিনি বাংলা বিভাগের সহকারী এবং (১৯৯৬-২০০০)সাল পর্যন্ত বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।১১ জুন ২০১৭ থেকে তিনি সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্বরত রয়েছেন। তার অনেক প্রকাশিত গ্রন্থ রয়েছে যেমন-বাংলা কথাসাহিত্য পাঠ,জীবনানন্দ জসীম উদ্দীন , অশেষ রবীন্দ্রনাথ, বাংলাদেশের সাহিত্য ইত্যাদি। 

৪.ফাতেমা কাউসার

অধ্যাপক 
ফোন:+88-01552313382
Email: bng09@gmail.com

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন ১৯৮৪-২০০০ সাল পর্যন্ত এবং ৪ বছর সেমিনার গ্রন্থের দায়িত্ব পালন করেন।ছাএকল্যাণ ও পরামর্শদানকেন্দ্রের বিভাগিয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ১ বছর। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে তিনি সংযুক্ত। যেমন-বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কায়কোবাদ (জীবনীগ্রন্থ),কায়কোবাদ (কবি ও কবিতা) ইত্যাদি। 

৫.বায়তুল্লাহ্ কাদেরী

অধ্যাপক 
ফোন:01552 306076
ইমেইল : baitullahquaderee@gmail.com

তিনি হচ্ছেন সাহিত্য জার্নাল বিভাগের সহযোগী সম্পাদক। বাংলা একাডেমি এর আজীবন সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর সহযোগী অধ্যাপক। তার অনেকগুলো প্রকাশনার মধ্যে রয়েছে বাংলাদেশী শতর দশকের কবিতা, একাডেমিক জার্নালে তিনি ১৮ টি গবেষণা প্রবন্ধ লিখেছেন। যেমন-শহীদ কাদরীর কবিতায় নগর প্রতিবেশ ও জীবনচেতনা। আব্দুল মান্নান সৈয়দের কবিতা,সিকান্দার আবু জাফরের কবিতা ইত্যাদি। 

৬.হোসনে আরা 

সহযোগী অধ্যাপক 
ফোন:91668136
Email: hosne.ara@du.ac.bd
  1. ঢাকাতে ১১ সেপ্টেম্বর ২০০৩ থেকে ঢাকা সিটি কলেজের তিনি প্রভাষক ছিলেন
  2. তিনি বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন ২০ এপ্রিল ২০০৫ থেকে। 
  3. ২০ নভেম্বর ২০০৮ কে ২৯ এপ্রিল ২০১৩ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।  
  4. ৩০ এপ্রিল ২০১৩ থেকে বর্তমান পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। 
  5. ১৫ জুন ২০০৮ থেকে ১৪ জুন২০১৮ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের খন্ডকালীন আবাসিক শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
  6. ১ জুলাই ২০০৫ থেকে ১৪ জুন ২০০৮ এবং ১ জুলাই ২০১৮ থেকে বর্তমান পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাএ-উপদেষ্টা হিসেবে আছেন।

৭.তাশরিক -ই-হাবিব

সহকারী অধ্যাপক 
ফোন:01726 978157
ইমেইল : tashrikdu.bangla@du.ac.bd
তাশরিক -ই-হাবিব এর পিতার নাম সিরাজুল ইসলাম চৌধুরী। এবং মায়ের নাম হাবিবা হা নূর।তার অনেকগুলো প্রকাশনি গ্রন্থ রয়েছে। যেমন-নজরুলের যুগবাণী ও অন্যান্য, সময় প্রকাশনী, গল্পকথন, গ্রন্থকুটির।তার গবেষণা মূলক প্রবন্ধের সংখ্যাও অনেক।যেমন-বাংলাদেশে মানিক চর্চা,উত্তরাধিকার, সরদার জয়েনউদ্দীনের ছোটগল্পে গ্রামীনজীবন,বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, নজরুলের যুগবাণী, চতুর্থ মাএা,প্রসঙ্গ জকদাসীর গল্প, শহীদুল জহীরের পারাপার, গোলাপ সুন্দরীর প্রতিকভাবনা, আমাদের কুটির শিল্পের ইতিহাস, আষাঢ় ১৪২২ ইত্যাদি। 

৮.রফিকউল্লাহ খান

অধ্যাপক
ফোন: 01715 150685
ইমেইল : khanrafiqueullah@gmail.com

৯.মুহম্মদ শাহজাহান মিয়া

অধ্যাপক 
ফোন:+88-01715042588
ইমেইল : shahjahan.mian.8@gmail.com

১০.সৈয়দ আজিজুল হক

অধ্যাপক 
মোবাইল :+88-01748213112
ইমেইল : sahuq30@yahoo.com

১১.সৌমিএ শেখর

অধ্যাপক 
ফোন:01732 102103
Email: scpcdu@gamil.com


১২.নূরুন্নাহার ফয়জের নেছা

সহযোগী অধ্যাপক 
ফোন:9117107
ইমেইল : naher601@gmail.com

১৩.মোহাম্মদ আজম

সহযোগী অধ্যাপক 
ফোন:01552 541646
ইমেইল : mazam1975@hotmail.com

১৫.মেহের নিগার 

সহযোগী অধ্যাপক 
ফোন :01731 021670
ইমেইল : junebd@yahoo.com

১৬.সোহানা মাহবুব 

সহকারী অধ্যাপক 
ফোন:01737 154663
ইমেইল : sohanamahb@gmail.com

১৭.মুনিরা সুলতানা 

ফোন:01711446493
ইমেইল : munira.shimul@yahoo.com
সহকারী অধ্যাপক 

১৮.মোমেনুর রসুল

সহকারী অধ্যাপক 
ফোন:01911 663794
ইমেইল : momenurrasul3@yahoo.com

১৯.জসিম উদ্দিন 

প্রভাষক
ফোন :01711 707058
ইমেইল : jashim.bangla@du.ac.bd

২০.রাফাত আলম 

প্রভাষক
ফোন:01915 593783
ইমেইল : rafat@du.ac.bd

২১.কানিজ ফাতেমা 

প্রভাষক
ফোন :01736056780
ইমেইল : kanijfatema017@gmail.com

২২.আনিসুজ্জামান 

প্রফেসর এমিরিটাস

২৩.সৈয়দ আকরম হোসেন

সংখ্যাতিরিক্ত অধ্যাপক 

২৪.আবুল কাশেম ফজলুল হক 

অনারারি অধ্যাপক

২৫.তারিক মনজুর 

সহকারী অধ্যাপক 

২৬.গিয়াস শামীম

অধ্যাপক 

২৭.তারিক মনজুর 

সহকারী অধ্যাপক

২৮.সিরাজ সালেকীন

অধ্যাপক

২. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা

প্রশ্ন ১: সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় কখন?

উত্তর: সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় ১৯২১ সালের ১ জুলাই। 

প্রশ্ন ২:ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের নাম কি?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হচ্ছেন বেগম আকতার কামাল। 

প্রশ্ন ৩: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি বিভাগ রয়েছে? 

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৩ টি বিভাগ রয়েছে। 

৩. লেখকের মন্তব্য - ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা

আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা।আর্টিকেল সম্পর্কে আপনার পরামর্শ, প্রশ্ন কিংবা মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকমই আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট The Du Speech ভিজিট করতে পারেন। 

এই আর্টিকেলের-


লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url