OrdinaryITPostAd

মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩

মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩ পেয়েছে বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি। আজকের আর্টিকেলে আমরা যেসব এজেন্সি মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩ পেয়েছে তাদের নাম, ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তাই মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩ সম্পর্কে জানতে আর্টিকেলটি পড়ুন।


সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩
উত্তর ধাপ ০১.  মালয়েশিয়ায় কোম্পানিতে কনস্ট্রাকশন ওয়ার্কার পদে শ্রমিক নিয়োগের অনুমতি পেয়েছে মেসার্স ত্রিবেণী ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড রিক্রুটিং এজেন্সি, মেসার্স সাদিয়া ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, ঈশা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, হায়দারি ট্রেড ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি এবং মেসার্স ইউনিক ইষ্টার্ণ (প্রাঃ) লিঃ রিক্রুটিং এজেন্সি সহ বেশ কিছু এজেন্সি। 
উত্তর ধাপ ০২.
ফ্যাক্টরি ওয়ার্কার ও ক্লিনার পদে নিয়োগের অনুমতি পেয়েছে মেসার্স ত্রিবেণী ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিঃ, ঈশা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, হায়দারী ট্রেড ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, .জি আল- ফালাহ্ ম্যানেজমেন্ট রিক্রুটিং এজেন্সি ও কম্পোর্ট ওভারসীজ কনসালটেন্ট লিঃ রিক্রুটিং এজেন্সি সহ আরও বেশ কিছু এজেন্সি।
উত্তর ধাপ ০৩. মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি প্রাপ্ত রিক্রুটিং এজেন্সি গুলোর মালয়েশিয়া শ্রমিক প্রেরনে বেশ কিছু শর্ত পালন করতে হয় যেমন এজেন্সিকে অবশ্যই বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের বিধিনিষেধ জানতে হবে, বিএমইটি কতৃক জারিকৃত Proccess flow chart অনুসরণ করতে হবে ইত্যাদি।

অনুচ্ছেদ সূচি (যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন) 

  1. কনস্ট্রাকশন ওয়ার্কার পদে নিয়োগ অনুমতি 
  2. ফ্যাক্টরি ওয়ার্কার ও ক্লিনার নিয়োগ অনুমতি 
  3. মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি 
  4. লেখকের মন্তব্য 

১.কনস্ট্রাকশন ওয়ার্কার পদে নিয়োগ অনুমতি - মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩

সংক্ষেপ : মালয়েশিয়ায় কোম্পানিতে কনস্ট্রাকশন ওয়ার্কার পদে শ্রমিক নিয়োগের অনুমতি পেয়েছে মেসার্স ত্রিবেণী ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড রিক্রুটিং এজেন্সি, মেসার্স সাদিয়া ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, ঈশা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, হায়দারি ট্রেড ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি এবং মেসার্স ইউনিক ইষ্টার্ণ (প্রাঃ) লিঃ রিক্রুটিং এজেন্সি সহ বেশ কিছু এজেন্সি। 

চলতি মাসে কনস্ট্রাকশন ওয়ার্কার পদে বেশ কিছু কোম্পানি মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩ পেয়েছে। আর্টিকেলের এই অংশে আমরা অনুমতি প্রাপ্ত কিছু কোম্পানি  এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 

মেসার্স ত্রিবেণী ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি :

কোম্পানির নাম   কর্মীর সংখ্যা 

  • Multiple Training Tach (M) SDN.BHD   -  ৩০ জন
  • Phonix Stronger SDN.BHD  - ২০ জন
  • SBJ Binajaya Development SDN.BHD  - ৩০ জন
  • Harb Silm Resources SDN.BHD        -  ৫০ জন
ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড রিক্রুটিং এজেন্সি :
  কোম্পানির নাম  কর্মীর সংখ্যা
  • Utama Amtih SDN.BHD  -   ৯১ জন
  • Green Leaf Forever SDN.BHD -   ৩০ জন
  • Fonchen Construction  -   ৩০ জন
  • Bilal  Construction SDN.BHD    -   ৫০ জন
  • Khatiza Resorces SDN.BHD       -   ২০০ জন
মেসার্স সাদিয়া ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি :
কোম্পানির নাম  কর্মীর সংখ্যা
  • YUN Construction  -    ৪০ জন
  • Brother's Commerce SDB.BHD - ১০০ জন
  • Taufek Development and Construction - ৫১ জন
  • Transnational Builder SDN.BHD  -  ১০০ জন
ঈশা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি :
 কোম্পানির নাম  কর্মীর সংখ্যা
  • Aminhaq (M) SDN.BHD   -  ২৬ জন
  • Inazume (M) SDN.BHD        -  ৮৫ জন
  • Millennium Greats SDN.BHD - ৪০ জন
  • Berkat Dinaik (M) SDN.BHD  -  ৫০ জন
  • Shahdana JTL Engineering SDN.BHD - ২০০ জন
  • JHR Construction IBS (M) SDN.BHD   - ৫০জন
হায়দারি ট্রেড ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি :
কোম্পানির নাম  কর্মীর সংখ্যা 
  • Authentic Model SDN.BHD   -  ০৮ জন
  • Phonix Stronger SDN.BHD    - ৩০ জন
  • YYT Global SDN.BHD     - ১০১ জন
  • CCN Construction SDN.BHD -   ৮১ জন
  • Edar Maxima Sdn.Bhd    -   ৫০ জন
মেসার্স ইউনিক ইষ্টার্ণ (প্রাঃ) লিঃ রিক্রুটিং এজেন্সি
 কোম্পানির নাম   কর্মীর সংখ্যা 
  • BNK Engineering Works SDN.BHD   -    ৫০ জন
  • RD Resources SDN.BHD      -  ৬০ জন
  • Netforce Resources SDN.BHD  - ৫০ জন
নিয়োগের শর্তাবলি :
  1. কর্মীর বয়স ১৮-৪৫ বছর হতে হবে। 
  2. কনস্ট্রাকশন ওয়ার্কার পদে প্রতিটি কোম্পানিতে বেতন হবে ১৫০০ আরএম ( মালয়েশিয়ান রিংগিত)  যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫০০০ টাকা।
  3. বাসস্থান ও যাতায়াত ফ্রী (আবাস থেকে কর্মস্থলে) 
  4. আহার নিজ খরচে করতে হবে।
  5. কর্মঘন্টা ৮ ; সপ্তাহে ৬ দিন।
  6. চুক্তির মেয়াদ তিন বছর। 
  7. বিমান ভাড়া ফ্রী সেই সাথে ফিরতি ট্রিপের টিকেট ফ্রী। 
  8. অন্যান্য শর্তাবলি মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

২.ফ্যাক্টরি ওয়ার্কার ও ক্লিনার নিয়োগ অনুমতি - মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩

সংক্ষেপ : ফ্যাক্টরি ওয়ার্কার ও ক্লিনার পদে নিয়োগের অনুমতি পেয়েছে মেসার্স ত্রিবেণী ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিঃ, ঈশা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, হায়দারী ট্রেড ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, .জি আল- ফালাহ্ ম্যানেজমেন্ট রিক্রুটিং এজেন্সি ও কম্পোর্ট ওভারসীজ কনসালটেন্ট লিঃ রিক্রুটিং এজেন্সি সহ আরও বেশ কিছু এজেন্সি।

শুধুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কার পদেই নয় বরং ফ্যাক্টরি ওয়ার্কার ও ক্লিনার পদেও মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩ পেয়েছে বেশ কিছু এজেন্সি। আর্টিকেলের এই অংশে আমরা সেসব কোম্পানি ও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। 

মেসার্স ত্রিবেণী ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি :
কোম্পানির নাম  কর্মীর সংখ্যা 
  • United Kotak Barhad   -  ০২ জন
ফোর সাইট ইন্টারন্যাশনাল লিঃ 
কোম্পানির নাম কর্মীর সংখ্যা 
  •  Pertama Technology ( Polyurethane) Sdn.Bhd    -   ১২ জন।
ঈশা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি :
কোম্পানির নাম      কর্মীর সংখ্যা
  • AE Ice Sdn.Bhd    -  ০৩ জন
  • Yit Soon Engineering Sdn.Bhd -  ২৫
হায়দারী ট্রেড ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি 
  কোম্পানির নাম   কর্মীর সংখ্যা 
  • Rong Hua Paper Products Sdn.Bhd   -  ০৩ জন
 জে.জি আল- ফালাহ্ ম্যানেজমেন্ট রিক্রুটিং এজেন্সি :
কোম্পানির নাম  কর্মীর সংখ্যা
  • Hifash-I-Text Sdn.Bhd    -  ১০ জন
  • Nes packaging Sdn.Bhd  - ০৭ জন
কম্পোর্ট ওভারসীজ কনসালটেন্ট লিঃ রিক্রুটিং এজেন্সি :
 কোম্পানির নাম  কর্মীর সংখ্যা 
  • PCO Lite Electrical Sdn.Bhd   - ১০ জন
  • Ting Yang Reality (Malaysia) Sdn.Bhd  -  ১৫ জন
  • Vytratech Engineering Sdn.Bhd    -  ০১ জন
  • Mobile Maids Management Sdn.Bhd - ১৫০ জন ( ক্লিনার) 
চাকরির শর্তাবলি :
  1. কর্মীর বয়স ১৮-৪৫ বছর হতে হবে। 
  2. কনস্ট্রাকশন ওয়ার্কার পদে প্রতিটি কোম্পানিতে বেতন হবে ১৫০০ আরএম ( মালয়েশিয়ান রিংগিত)  যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫০০০ টাকা।
  3. বাসস্থান ও যাতায়াত ফ্রী (আবাস থেকে কর্মস্থলে) 
  4. আহার নিজ খরচে করতে হবে।
  5. কর্মঘন্টা ৮ ; সপ্তাহে ৬ দিন।
  6. চুক্তির মেয়াদ তিন বছর। 
  7. বিমান ভাড়া ফ্রী সেই সাথে ফিরতি ট্রিপের টিকেট ফ্রী। 
  8. অন্যান্য শর্তাবলি মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

৩.মালয়েশিয়া শ্রমিক নিয়োগের শর্তাবলি - মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩

সংক্ষেপ: মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি প্রাপ্ত রিক্রুটিং এজেন্সি গুলোর মালয়েশিয়া শ্রমিক প্রেরনে বেশ কিছু শর্ত পালন করতে হয় যেমন এজেন্সিকে অবশ্যই বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের বিধিনিষেধ জানতে হবে, বিএমইটি কতৃক জারিকৃত Proccess flow chart অনুসরণ করতে হবে ইত্যাদি।

যেসব রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩ পেয়েছে তাদের জন্য কিছু শর্ত রয়েছে যেগুলো পূরন করার মাধ্যমে কোনো রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক প্রেরন করতে পারবে। শর্তগুলো হলো:
  • বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী প্রেরনের ক্ষেত্রে এজেন্সিকে অবশ্যই বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশের বিধিবদ্ধ আইন, বিধি-বিধান অনুসরন করতে হবে।
  • বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর ১৯(৩) ধারা অনুযায়ী  এজেন্সিকে বিএমইটি এর চলমান ডাটাবেজ থেকে কর্মী নিয়োগ করতে হবে। যতদূর সম্ভব বিএমইটি কতৃক জারিকৃত Proccess Flow Chart অনুসরণ করতে হবে।
  • ডাটাবেজ থেকে কর্মী নেবার বিষয়টি মহাপরিচালক, বিএমইটি নিশ্চিত করবেন এবং ডাটাবেজ বহির্ভূত কোনো কোনো কর্মীর অনুকূলে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স প্রদান করবেন না। 
  • প্রত্যেক গ্রুপে বাংলাদেশী কর্মী মালয়েশিয়া পৌছার পর রিক্রুটিং এজেন্সি অত্র মন্ত্রণালয়, বিএমইটি এবং বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ায় প্রতিবেদন দাখিল করবে।
  • বহির্গমণ ছাড়পত্রের পূর্বে নির্বাচিত প্রত্যেক কর্মীর সাথে নিয়োগ চুক্তি সাক্ষর করতে হবে।
  • বহির্গমণ ছাড়পত্র প্রদানের পূর্বে বিএমইটিতে চাহিদা পত্র/ক্ষমতা পত্র ও দক্ষতা সনদসহ অন্যান্য মূল কাগজপত্র দাখিল করতে হবে।
  • বিএমইটি প্রাসঙ্গিক তথ্যাদি ও কাগজপত্র যাচাই পূর্বক ছাড়পত্র (Emigration Clearance Card বা Smart Card) প্রদান করবে।
  • কর্মী নিয়োগ চুক্তিপত্রের বাংলায় অনুবাদনকৃত কপি বিএমইটি কর্তৃক সত্যায়ন করে প্রত্যেক কর্মীকে প্রদান নিশ্চিত করতে হবে।
  • বিদ্যমান MOU  অনুযায়ী মালয়েশিয়া প্রান্তের সকল ব্যয় (লেভি, বিমান ভাড়া ইত্যাদি) নিয়োগকারী বহন করবেন।  কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়া সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কর্তৃক অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ ৭৮ হাজার ৯৯০ টাকা চেক/ ব্যাংক ড্রাফট /পে অর্ডার এর মাধ্যমে গ্রহণ করতে পারবেন, যার প্রমাণপত্র মহাপরিচালক বিএমইটি বরাবর উপস্থাপন করতে হবে।
  • চুক্তিপত্রের কোন শর্ত লঙ্ঘন হবে না, অনুমোদিত কর্মী উক্ত কোম্পানিতে অবশ্যই চাকরি পাবেন এবং প্রত্যেক কর্মীকে প্রস্তাবিত বেতন, ভাতা, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে এবং কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি কে কর্মীর থাকা খাওয়ার খরচ ও প্রত্যাবর্তন ব্যয়সহ কর্তৃপক্ষ কতৃক আরোপিত ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করতে হবে।
  • কোনো কারন দর্শানো ব্যতিরেকে এই নিয়োগানুমতি বাতিল বা সংশোধন করার ক্ষমতা কতৃপক্ষ সংরক্ষণ করেন।

.লেখকের মন্তব্য - মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩

আজকের আর্টিকেলে আমরা মালয়েশিয়া শ্রমিক নিয়োগ অনুমতি ২০২৩ প্রাপ্ত কয়েকটি কোম্পানি ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আর্টিকেল সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরও তথ্যবহুল লেখা পড়তে আমাদের ওয়েবসাইট The DU Speech ভিজিট করুন।


এই আর্টিকেলের-
লেখক: মোছাঃ ফাতেমা খাতুন 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: গাইবান্ধা 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url