OrdinaryITPostAd

পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩

দেশের অনেক প্রবাসী আছে যারা জানতে চায় কিভাবে তাদের পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২২ সালে এসে চেক করবে। কিন্তু অনলাইনে ভিসা চেক করতে পারে না বলে তাদেরকে এম্বাসির শরনাপন্ন হতে হয় যা কষ্টসাধ্য ব্যাপার। মূলত তাদের জন্য পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩ এই নিবন্ধনটি লিখা। পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩ আর্টিকেলে তারা জানতে পারবে তাদের পাসপোর্টের মাধ্যমে (ইন্ডিয়ান, মালেয়শিয়ান, সৌদি এবং দুবাই) ভিসা চেক কিভাবে করতে হয়।



 অনুচ্ছেদ সূচি ( যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন)

  1. পাসপোর্টের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক।
  2. পাসপোর্টের মাধ্যমে মালয়েশিয়ান ভিসা চেক।
  3. পাসপোর্টের মাধ্যমে সৌদি ভিসা চেক। 
  4. পাসপোর্টের মাধ্যমে দুবাই ভিসা চেক।
  5. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
  6. লেখকের মন্তব্য

১.পাসপোর্টের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক। পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩

আপনি খুব সহজে ইন্ডিয়ান বিষয় চেক করতে পারবেন যেমনঃ ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা বা ভিসার জন্য জমা দিছেন কিন্তু হয়েছে কিনা, তা জানতে পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩ এ লেখাটি পড়ুন।

  1. প্রথমে গুগলে গিয়ে ইন্ডিয়ান রিসার্চ চেক বিডি আ তো ইন্ডিয়ান রিসার্চ চেক বিডি। তো গুগলে  প্রথমে থাকা একটি  পেজে চলে যাবেন (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশ) তো ওখানে ক্লিক করবেন। 
  2. এইখানে ক্লিক করার পর  শুধু ভিসাটা হয়েছে কিনা বা কোন পর্যায়ে আছে. ওটা চেক করার জন্য "ট্রাক ইউর অ্যাাপ্লিকেশন" একটু ডান পাশেই. তো ক্লিক করবেন।  ক্লিক করার পর দেখবেন আপনারা রেগুলার অ্যা্প্লিকেশন ভিসার অপশন আসবে। 
  3. ক্লিক করার পর নিচে দেখতে পারবেন একটি রিক্যাপচা এবং ওয়েবফাইল নাম্বার নামক দুটি ঘর রয়েছে। ত ওখানে দেখানো ক্যাপচা দেওয়ার জন্য বলা হয়েছে। 
  4. ক্যাপচা দেয়ার পর আপনার কাছে থাকা ওয়েবফাইল নাম্বার দিতে হবে। আপনি যখন সর্বপ্রথম যেই নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেই নাম্বারে পাঠানো ওয়েবফাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। 
ওয়েবফাইল নাম্বার দেয়ার পর আপনি ৪টি বিষয় দেখতে পারবেন।  

  • Receive from center: আপনার ভিসা আবেদন সফল্ভাবে গৃহীত হলে এখানে "ডান" লেখা থাকবে।
  • Sent to HIC:  HIC কতৃক আপনার ভিসার আবেদন গৃহীত হলে এখানে লেখা থাকবে। 
  • Ready for deliver: HIC কতৃক আপনার ভিসার গৃহীত আবেদনের কাজ শেষ হলে তারা আপনার ভিসা তৈরী করবে এবং তৈরী করার পর আবার সেন্টারে পাঠানো হবে এবং আপনি তা আনতে পারবেন।  
  • Delivered from centre: আপনি আপনার ভিসা হাতে পেয়ে গেলে এখানে "ডান" লেখা থাকবে। এবং আপনার ভিসার মেয়াদ আছে কিনা তা ঠিক একইভাবে পরিক্ষা করতে পারেন। 

২.পাসপোর্টের মাধ্যমে মালয়েশিয়ান ভিসা চেক। পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩

পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩ নিবন্ধনের এই পর্যায়ে জানানো হবে কিভাবে আপনি আপনার মালয়েশিয়ান  পাসপোর্টের মাধ্যমে আপনার ভিসা চেক করবেন যে ভিসা ভ্যালিড আছে কিনা বা এর মেয়াদ কয়দিন আছে। 

  1. (https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus) এই ওয়েবসাইটটি মালয়েশিয়ান সরকার দ্বারা পরিচালিত। এবং এই ওয়েবসাইটে আপনি আপনার মালয়েশিয়ান ভিসার ভ্যালিডিটি চেক করতে পারবেন।
  2. উপরে উল্লেখিত ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে। এরপর নিজের ন্যাশনালিটি (বাংলাদেশ) সিলেক্ট করতে হবে। এবং ডান সাইডে নাম দেয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর  আপনার ভিসার বিস্তারিত তথ্য খুব সহজেই দেখতে পারবেন। 
  3. এখানে একটি সুন্দর বিষয় হচ্ছে, সেটি হচ্ছে এখানে অনেক গুলো নামের ভিড়ে আপনি থাকবেন না বরং আপনার একক নামই থাকবে উক্ত স্থানে। আর এভাবেই আপনি মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে যেকোনো সময়। 

আর যদি আপনার মালয়েশিয়ান ই-ভিসা থাকে তাহলে নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করে অতি সহজেই পাসপোর্টের মাধ্যমে ভিসা চেক ২০২৩ সালে এসে ভিসা চেক করতে পারবেন।

  1. প্রথমেই (https://malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp) এই ওয়েবসাইটে চলে যাবেন।
  2. এখন প্রথম বক্সে প্রথমে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। 
  3. ই-ভিসা এর ক্ষেত্রে একটি স্টিকার নাম্বার দেয়া থাকে । তাই দ্বিতীয় বক্সে আপনার পাসপোর্টে থাকা স্টিকার নাম্বার দিয়ে দিন। 
  4. এরপর নিচে থাকা ক্যাপচা পুরন করুন।
  5. এরপর টিক মার্কে ক্লিক করুন এবং Check অপশনে ক্লিক করুন। 
  6. ক্লিক করার পর আপনার ভিসার যাবতীয় তথ্য এসে পরবে।

এবং এইভাবে মালয়েশিয়া ভিসা সংক্রান্ত বিষয়ে চেক করার যত গুলো উপায় আছে সব গুলো উল্লেখ্য করা হয়েছে। 

৩.পাসপোর্টের মাধ্যমে সৌদি ভিসা চেক। পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩

আপনি কিভাবে আপনার সৌদি পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩ সালে এসে অনলাইনে চেক করবেন তা জানতে পারবেন আর্টিকেলের এই ধাপে।

  1. সৌদি ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট (https://enjazit.com.sa/Enjaz/PersonServices) এ চলে যাবেন। এই ওয়েবসাইটে আপনার ভিসা চেক করতে পারবেন।
  2. এরপর Find Application Data তে ক্লিক করে ফেলুন।
  3. Passport Number এ আপনার পাসপোর্ট নাম্বার দিবেন।
  4.  Visa Type এ আপনি যে কারনে ভিসা করেছেন সেটা বাছাই করবেন।
  5. Current Nationality তে Bangladesh সিলেক্ট করবেন।
  6. Visa Issuing Authority তে  Dhaka সিলেক্ট  করবেন।
  7. Image Code এ ডান পাশে দেয়া পিকচারের কোড গুলো দেখে দেখে দিয়ে দিন।

এর পর সার্চ বাটনে ক্লিক করলে যদি আপনার ভিসাটির মেয়াদ এবং বৈধ হয় তাহলে আপনার ভিসার সম্পূর্ন বায়োডাটা পেয়ে যাবেন এখানে।

৪.পাসপোর্টের মাধ্যমে দুবাই ভিসা চেক। পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩

পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩ সালে এসে চেক করবেন বিশেষ করে দুবাই ভিসা তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই অংশে। তো আপনি যদি দুবাই ভিসা নিয়ে থাকেন তাহলে খুব সহজেই ica smart service ওয়েবসাইট থেকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে পারবেন। 

  1. প্রথমে-(https://smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity) ওয়েবসাইটে যাবেন।
  2. Search By তে দুইটা অপশন থাকবে। তো সেখান থেকে Passport Information অপশনটি সিলেক্ট করবেন।
  3. Select The Type দুইটা অপশন থেকে Visa অপশনটি সিলেক্ট করতে হবে।
  4. Passport Number ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন। 
  5. Passport Expiry Date এ আপনার পাসপোর্টে থাকা সর্বশেষ মেয়ার শেষ হওয়ার তারিখ দিয়ে দিবেন। যেমন (০৪/০৬/২০২৬ )
  6. Nationality এর ঘরে BANGLADESH সিলেক্ট করতে হবে।
  7. এরপর নিচে দেখানো ক্যাপচা পূরন করে দিবেন।।
  8. এর পরে Search বাটনে ক্লিক করলে আপনার ভিসা তথ্য সঠিক থাকলে সমস্ত বায়োডাটা দেখতে পাবেন। চাইলে সেখান থেকে চাইলে pdf Print ডাউনলোড করে নিতে পারেন।

৫.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

১.প্রশ্নঃ পাসপোর্ট নাম্বার ছাড়া কি ভিসা চেক করা যায়?
উত্তরঃ জ্বী না, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না।
২.প্রশ্নঃ অন্যান্য দেশের ভিসা কিভাবে চেক করা যায়?
উত্তরঃসেই দেশের ওয়েবসাইটে গেলেই করতে পারবেন।
৩.প্রশ্নঃ ভিসা চেকের ওয়েবসাইট কাজ করলে কি করবেন?
উত্তরঃ  নিজের গুগল ক্রোম একবার রিফ্রেশ দিবেন, বা কিছুক্ষন পর আবার ট্রাই করবেন।

৬.লেখকের মন্তব্য

দেশের অনেক প্রবাসী আছে যারা জানতে চায় কিভাবে তাদের পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩ সালে এসে চেক করবে। মূলত তাদের জন্য পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৩ এই নিবন্ধনটি লিখা। এখন তারা অতি সহজে অনলাইনে ভিসা চেক করতে পারবে । আপনাদের ভিসা চেক সম্পর্কিত প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দেয়ার চেষ্টা করবো। এই বিষয়ে আমাদের অন্যান্য আর্টিকেল পড়তে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url