OrdinaryITPostAd

এয়ার টিকেট বুকিং অনলাইন ২০২৪

 

এয়ার টিকেট বুকিং হলো প্রয়োজনীয় ডকুমেন্ট যা যাত্রীদের উড়ানে যাওয়ার জন্য প্রয়োজন।এটি যাত্রীর  প্রমাণ  হিসেবে ব্যবহৃত হয়।এয়ার টিকেট যাত্রীর প্রয়োজনীয় তথ্য বহন করে।অগ্রিম এয়ার টিকেট বুকিং সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।


এছাড়াও এই আর্টিকেলে আমরা আলোচনা করব-এয়ার টিকেট বুকিং অনলাইন,বিমান টিকেট মূল্য, সস্তা এয়ার টিকেট,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস,বিমান টিকেট মূল্য ২০২৪ ,বিমান টিকেট চেক,ইন্ডিয়া বিমান টিকেট, ডোমেস্টিক এয়ার টিকেট,বিমান টিকেট কাউন্টার।

সংক্ষেপে জেনে নিন 
প্রশ্ন উত্তর 
এয়ার টিকেট বুকিং করার নিয়মগুলো কি কি? সঠিক তারিখ ও জায়গা নির্বাচন করুন।
উত্তর ধাপ ০২. কোন জায়গায় পরিবহন চান তা নির্বাচন করুন।
উত্তর ধাপ ০৩. একটি পরিবহন সেবা নির্বাচন করুন।
উত্তর ধাপ ০৪. আপনি যে পরিবহন চান নির্বাচন করুন।
উত্তর ধাপ ০৫. পরিবহন জানবাহন হিসেবে বিমান, ট্রেন,বাস ব্যবহৃত হয়।
উত্তর ধাপ ০৬. একটা এয়ার লাইন নির্বাচন করুন।
উত্তর ধাপ ০৭ বিমান যাত্রী হিসেবে এয়ার লাইন নির্বাচন করা জরুরি। 
উত্তর ধাপ ০৮. টিকেট খরচ নির্ধারণ করুন।
উত্তর ধাপ ০৯. প্রয়োজনীয় কাগজপত্র হাতে রাখুন।
উত্তর ধাপ ১০. ভোটার আইডি কার্ডসহ যাবতীয় কাগজপত্র নিজ হাতে বহন করুন।

আর্টিকেল সূচিপত্র - এয়ার টিকেট বুকিং অনলাইন ২০২৪

  1. এয়ার টিকেট বুকিং 
  2. এয়ার টিকেট বুকি অনলাইন-এয়ার টিকেট বুকিং 

  3. ১. এয়ার টিকেট বুকিং ২০২৪

    এয়ার টিকেট অনলাইনের কোন সাইট ব্যবহার করে বুকিং করা যায়।

    এয়ার টিকেট সম্পর্কে অনলাইন থেকে সহজেই ধারনা পাওয়া যায়।এতে সহজেই এয়ার টিকেট বুকিং করা যায়।এই পদ্ধতিতে একজন ব্যাক্তির এলাকা সম্পর্কে কোন ধারনা লাগে না।এয়ার টিকেট ক্রয় সম্পর্কিত ওয়েবসাইট থেকে এয়ার বুকিং এর জন্য সব তথ্য সহজেই সংগ্রহ করা যায়।ব্যাক্তি ঘরে বসেই সব তথ্য পাঠাতে পারে,ব্যাবহারকারী ঘরে বসে টিকেট ক্রয়ের জন্য টাকা পাঠাতে পারে।এয়ার টিকেট বুকিং হলো একটি পয়েন্ট-টু-পয়েন্ট ট্রান্সপোর্টেশন সার্ভিসের মাধ্যমে মানুষে জন্য উড়ানের মাধ্যম নিয়ে কাজ করার একটি পদ্ধতি।বর্তমানে এয়ার টিকেট বুকিং হাজার হাজার মানুষ অবলম্বন করে থাকে।এতে সময় ও শ্রম বেচেঁ যায়।এই পদ্ধতিতে একটি এয়ার লাইন কোম্পানি বা যাত্রার একটি কনফার্মড অফিসে যাওয়ার পর সেখান থেকে গন্তব্যস্থলের পথের জন্য একটি উড়ন্ত আয়নের সময়সূচী প্রদান করেন।এই সময়সূচীতে উড়ন্তের সময়,পয়েন্ট-টু - পয়েন্ট ঠিকানা,বয়স,লিঙ্গ, নাম এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা যায়।এরপর তথ্যগুলো বসিয়ে একটি রিজার্ভেশন সিস্টেম বুকিং করা যায়।পরবর্তীতে একটি স্বীকৃতিপত্র বা টিকেট সংখ্যা পেয়ে লেনদেন সম্পন্ন করার মাধ্যমে ট্রিপের জন্য উড়ন্ত আয়নের ইস্যুপত্র পাওয়া যায়।

    ২. এয়ার টিকেট বুকিং অনলাইন- এয়ার টিকেট বুকিং ২০২৪

    এয়ার টিকেট বুকিং অনলাইনের মাধ্যমে টিকেট ক্রয় করার একটি সহজ পদ্ধতি। 

    এয়ার টিকেট বুকিং  মানুষের পছন্দমত  এয়ার লাইন বা বিমান সংস্থা থেকে টিকেটের জন্য অনলাইনে আবেদন ও পেমেন্ট করা যায়।এয়ার টিকেট অনলাইনে বুকিং করা একটি সহজ কাজ।বাংলাদেশের পতাকাবাহী এয়ার বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট অনলাইনে বুকিং দেওয়ার সুযোগ দিচ্ছে।আজ আমরা জানব কিভাবে অনলাইনে টিকেট বুকিং করা যায়।
    পছন্দমত এয়ারলাইন বা বিমানসংস্থা থেকে টিকেটের জন্য অনলাইনে আবেদন ও পেমেন্ট করা যায় অনলাইনে টিকেট বুকিং একটি সহজ এবং সুরক্ষিত পদ্ধতি যা মানুষদের সময় এবং তথ্য সংরক্ষনে সহায়তা করে।বিমান সংস্থা থেকে যাত্রীদের বিভিন্ন ইমেজ বা অফারসমূহের পরিবর্তে খুচরা অফার যোগ্য কিংবা ডিসকাউন্ট পাওয়া সম্ভব। যাত্রীদের বুকিং এর জন্য এই পদ্ধতি আরও সুবিধা সরবারাহ করে যা আগে ইতিমধ্যে বুকিং করার পদ্ধতি ফোন,যাত্রা বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে সম্ভব ছিল।
    বিমান বাংলাদেশের ওয়েবসাইটে না গিয়েও স্মার্ট ফোনের অ্যাপসের মাধ্যমে টিকেট বুকিং করা যায়।এজন্য আপনার স্মার্টফোনের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে এয়ার বাংলাদেশের অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।অ্যাপটি চালু করলে অনেকগুলো অপশন পাওয়া যাবে।টিকেট এয়ার ক্রয়ের জন্য ক্রয় স্হানে ক্লিক করতে হবে।যে স্হানে ভ্রমন করতে চান সেখানকার জায়গা ও সময় নির্বাচন করতে হবে।এখানে আরও দেখতে পারবেন অনেকগুলো এয়ারলাইন্সের নাম আপনার পছন্দমত একটি বিমান বেছে নিতে পারবেন।বিমানের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখতে পাবেন ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড,টিকেট বুকিং অপশন,এবং বুকিং দেওয়া টিকেটের বিস্তারিত তথ্য,পেমেন্ট মেথড, পেমেন্ট সুবিধা, টু-ফ্যাক্টর সুবিধা এসএমএস এবং ইমেইলসহ আর ও অনেক কিছু।
    অনলাইনে এয়ার টিকেট বুকিং করলে ২৪ ঘন্টার ভেতরে পেমেন্ট করতে হয়।যদি ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট না করা হয় তবে বুকিং করা টিকেট বাতিল করা হয়।পেমেন্ট এর জন্য ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড,মোবাইল ফিল্যান্সিয়াল সার্ভিস(বিকাশ,রকেট,নগদ)ইত্যাদি পেমেন্ট মেথড ব্যবহার করতে পারবেন।এয়ার টিকেট অনলাইনের কোন সাইট ব্যবহার করে এয়ার বুকিং করা যায়।এতে ব্যাক্তির এলাকা সম্পর্কে কোন ধারনা লাগেনা।একজন ব্যাক্তি এয়ার টিকেট ক্রয় সম্পর্কিত ওয়েবসাইট থেকে এয়ার বুকিং এর জন্য সব তথ্য সহজে সংগ্রহ করতে পারে।একজন ব্যাক্তি ঘরে বসে সঅব তথ্য পাঠাতে পারে।ব্যবহারকারী ঘরে বসে টাকা পাঠাতে পারে।সুতরাং বলা যায় এই পদ্ধতি সহজ ও সময় সাশ্রয়ী। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url