হানিফ পরিবহন | অনলাইন টিকিট কাটার নিয়ম ২০২৩ | হানিফ পরিবহন ভাড়া তালিকা
হানিফ পরিবহন বাংলাদেশের জনপ্রিয় একটি বাস পরিবহন কোম্পানি । বাংলাদেশের এমন কোন জায়গা নেই যে জায়গা থেকে হানিফ পরিবহনের বাস চলাচল করে না । অনেকেই হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম হানিফ পরিবহন ভাড়া তালিকা সন্ধান করেন। হানিফ পরিবহন এর ভাড়া তালিকা ও অনলাইন টিকিট কাটার নিয়ম নিয়ে সাজানো হয়েছে আজকের আর্টিকেল।
হানিফ পরিবহন সম্পর্কে বিস্তারিত-
বাস সম্পর্কে বলতে গেলে সবাই আগে হানিফ পরিবহন বাসে অনলাইন টিকিট সংগ্রহ করতে ইচ্ছুক এবং হানিফ বাস ভালোভাবে চেনে। হানিফ পরিবহন বাংলাদেশের যে কোন জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন সেবা দিয়ে আসছে।
তাছাড়া হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম অনেক সহজ। হানিফ পরিবহন সাধারণত দূর থেকে দূরান্তের বাস সেবা দিয়ে থাকে। এবং তারা বিভিন্ন ধরনের আসন ব্যবস্থা দিয়ে থাকে যেমন ধরেন এসি, নন এসি, চেয়ার কোচ। এবং হানিফ পরিবহন ফুল এসি বাস সার্ভিস দিয়ে থাকে।
অনুচ্ছেদ সূচী (যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন)
- হানিফ পরিবহনের প্রধান কার্যালয়ের ঠিকানা
- হানিফ পরিবহনের ভাড়ার তালিকা
- হানিফ পরিবহনের অনলাইন টিকেট বুকিং সিস্টেম
- ঢাকা বিভাগের কাউন্টার নাম্বার
- খুলনা বিভাগের কাউন্টার নাম্বার
- ঝিনাইদহ বিভাগের কাউন্টার নাম্বার
- যশোর বিভাগের কাউন্টার নাম্বার
- রংপুর বিভাগের কাউন্টার নাম্বার
- রাজশাহী বিভাগের কাউন্টার নাম্বার
- বরিশাল বিভাগের কাউন্টার নাম্বার
- কক্সবাজার বিভাগের কাউন্টার নাম্বার
- চট্টগ্রাম বিভাগের কাউন্টার নাম্বার
- সিলেট বিভাগের কাউন্টার নাম্বার
১.হানিফ পরিবহনের প্রধান কার্যালয়ের ঠিকানা|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা
১৬৭/২২, ইনার সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা।
ফোন: ০১৭১৩-৪০২৬৭১, ০১৭১৩-৪০২৬৩১।
২.হানিফ পরিবহনের ভাড়ার তালিকা|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
আমরা প্রত্যেকটি বিভাগীয় শহর জেলা শহরের ভাড়ার তালিকা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণ করার আগে অবশ্যই সেখানে যাতায়াত খরচ এর কথা বিবেচনা করতে হবে। হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম অনেকে সার্চ করে থাকে তাই আগে ভাড়ার তালিকাটি উল্লেখ করে নিই।
ঢাকা টু চট্টগ্রাম - নন এসি: ৪৩০টাকা
এসি: ৯০০-১১০০টাকা, নন এসি: ৭০০ টাকা
ঢাকা টু কক্সবাজার - ৮০০ টাকা (টেকনাফ)
এসি: ১৪০০ টাকা (অর্থনীতি)
এসি: ২০০০ টাকা (এক্সিকিউটিভ)
ঢাকা টু শাইলেট - নন এসি: ৪৫০ টাকা
ঢাকা টু রাজশাহী - নন এসি: ৬০০ টাকা
ঢাকা টু নাটোর - নন এসি: ৬০০ টাকা
ঢাকা থেকে রংপুর - নন এসি: ৫০০ টাকা
ঢাকা তো খুলনা - নন এসি: ৫০০ টাকা
৩. হানিফ পরিবহন অনলাইন টিকেট বুকিং সিস্টেম|হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
এখন খুব সহজে ঘরে বসে অনলাইন ট্রেনের/বাসের টিকিট কাটা যায়,হোক সেটা হানিফ পরিবহন বা শ্যামলী পরিবহন!হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম খুবই সহজ।
অনলাইনে বাসের টিকিট কাটার বিভিন্ন ধরনের আ্যপ্স রয়েছে। ঘরে বসে টিকেট কাটার জন্যে যেকোনো একটি আ্যপ্স স্মার্টফোনে ডাউনলোড করতে হবে।অনলাইনে বসে হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম জানতে এপ্সটি ডাউনলোড করতে হবে সেটির নাম হলো - Sohoz - Buy Bus Ticket
প্রথমে আপনাকে Sohoz আ্যপ্স এ ঢুকতে হবে।এরপর সেখানে যে পেইজটি আসবে সেখানে আপনাকে অনলাইনে বাসের টিকিট কাটার জন্য আপনি যে ঠিকানা থেকে রওনা দিবেন সেই ঠিকানা লিখবেন "from" অপশন থেকে। এরপর যে স্থানে যাবেন সেই স্থানের নাম লিখবেন "To" এর যায়গায়।
এরপরে দিতে হবে তারিখ।সব তথ্য দেওয়ার পর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হানিফ পরিবহন অনলাইন টিকিট অপশন আসবে। সেখান থেকে আপনার পছন্দ মতো বাসের টিকিট কেটে নিতে পারবেন।
এভাবেই সব অনলাইন বাসের টিকিট কাটতে পারবেন আপনারা।
Bdtickets.com বাংলাদেশের অন্যতম প্রধান মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড দ্বারা পরিচালিত। এটির মাধ্যমেও হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম রয়েছে। বাসের টিকিট বুকিং ছাড়াও আপনি লঞ্চের টিকিটও বুক করতে পারেন। বিভিন্ন বাস অপারেটিং সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রায় সব বাস রুট Bdtickets.com দ্বারা পরিচালিত।দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, শ্যামলী পরিবহন, সোনারতরি পরিবহন, সেন্টমার্টিন পরিবহন, সুরোভি পরিবহন, সাকুরা পরিবহন, সৌদিয়া এয়ারকন, ইয়েলো লাইন, শাহ আলী পরিবহন, এসএম পরিবহন, হালি পরিবহন, মানিক এক্সপ্রেস, রিল্যাক্স পরিবহন, হিমাচল, এসবি সুপার ডিলাক্স, একে ট্রাভেলস, সেন্ট মার্টিন সার্ভিস, আইকন ট্রাভেলস, সরকার ট্রাভেলস, এআর ট্রাভেলস, একুশে এক্সপ্রেস ইত্যাদি বাসের টিকেট এর মাধ্যমে কাটতে পারবেন আপনারা।
অনলাইনে টিকিট বুক করার জন্য Busbd.com.bd আরেকটি জনপ্রিয় সাইট। এটিও হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম এ পড়ে। এটি বেশ দীর্ঘ সময় ধরে চালু রয়েছে এবং ফলস্বরূপ, ভ্রমণকারীদের জন্য বেছে নেওয়ার জন্য একটি বিশাল প্লাটফর্ম । সারা দেশে বাস অপারেটরগুলির বিস্তৃত পরিসর থাকার কারণে, প্রায় সব প্রয়োজনীয় এবং আমদানি রুট busbd.com.bd দ্বারা পরিচালিত।দেশ ট্রাভেলস, শ্যামলী পরিবহন, সুরভি পরিবহন, জেলাইন পরিবহন, ন্যাশনাল ট্রাভেলস, সোনারতরি পরিবহন, কুয়াকাটা এক্সপ্রেস, সাকুরা পরিবহন, ইকোনো সার্ভিস, ইয়ার 71 এক্সপ্রেস, সেন্টমার্টিন পরিবহন, সেন্টমার্টিন সার্ভিস, মানিক এক্সপ্রেস, একে ট্রাভেলস, বাগদাদ এক্সপ্রেস, আকিব এন্টারপ্রাইজ, রিল্যাক্স পরিবহন, শান্তি পরিবহন, কিংফিশার ট্রাভেলস, এস। আলম সার্ভিস, সরকার ট্রাভেলস, এআর ট্রাভেলস, শাহ আলী পরিবহন, এসএম পরিবহন, বাবলু এন্টারপ্রাইজ, এইচআর ট্রাভেলস, তুহিন পরিবহন, ফাল্গুনী মধুমতি (প্রাইভেট) লিমিটেড, গ্রিন সেন্টমার্টিন এক্সপ্রেস, Dhaka এক্সপ্রেস, সেভেন স্টার পরিবহন, এসএ ট্রাভেলস (প্রা।) লিমিটেড, বরকত ট্রাভেলস, ড্রিম লাইন স্পেশাল ইত্যাদি বাদের টিকিট এর মাধ্যমে কাটতে পারবেন।
৪.ঢাকা বিগাগের কাউন্টার নাম্বার|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। প্রতিনিয়ত মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন বিভাগ জেলা এবং উপজেলা প্রতিনিয়ত যাতায়াত করে।
বিদ্রঃ আজকের পোস্টের মাধ্যমে আমরা আপনাদের জানাচ্ছি হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম।
গাবতলী কাউন্টার
কলাবাগান কাউন্টার ০১৭১৩২০১৭২৭
শ্যামলী কাউন্টার ০১৭১৩০৪৯৫৭৫
শ্যামলী রিংরোড -১ কাউন্টারস ০১৭১৩৪০২৬৩৯
শ্যামলী রিংরোড -২ কাউন্টারস ০১৭১৩০৪৯৫৩২
কল্যাণপুর -১ কাউন্টার ০১৭১৩০৪৯৫৪০
কল্যাণপুর -২ কাউন্টার ০১৭১৩০৪৯৫৭৩
কল্যাণপুর -৩ কাউন্টার ০১৭১৩০৪৯৫৭৪
কল্যাণপুর -৪ কাউন্টার ০১৭১৩০৪৯৫৬১
নবীনগর কাউন্টারস ০১৬৮১-২৯৯৯৯
সাভার কাউন্টারস ০১৭৫৩৪৮৮৪৭৬
ফকিরাপুল কাউন্টার ০১৭১৩২০১৭২৭
উত্তরা কাউন্টার ০১৭১১৯২২৪২১
কাচপুর কাউন্টার কাউন্টারস ০১৬৮৭৪৮০৫৬৯
পান্থপথ কাউন্টারস ০১৬৮৭৪৮০৫৬৯
আরামবাগ কাউন্টার ০১৭১৩৪০২৬৬৫
সায়দাবাদ কাউন্টার ০১৭১৩২০১৭৩২
প্রযুক্তি কাউন্টার ৯০০৮৪৭৫
৫.খুলনা বিভাগের কাউন্টার নাম্বার|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
নতুন রাস্তা -০৪১৭৬০১৮৬
নওয়া পাড়া ০১৭৪০৫৯১৫৩৯
রয়েল চত্তর ০১৭১৩০৪৯৫৬২
ফুলবাড়ি ০১৯১৮৬০৫১৯৬
শিরমনি ০৪১৭৮৬১১৫
বয়রা বাজার ০৪১২৮৫০৯১১
ফুলতলা ০৪১৭০১৪৩২
শিববাড়ী ০৪১৭২৩৯৯৬
সোনাডাঙ্গা বাস টার্মিনাল ০৪১১৮১০৫৪২
আপনারা পড়ছেন হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম।
৬.ঝিনাইদহ বিভাগের কাউন্টার নাম্বার|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
ঝিনাইদাহ ০১৭১২৯৫২৯৭৫
আজকের পোস্টটি হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম নিয়ে লিখিত।
৭.যশোর বিভাগের কাউন্টার নাম্বার|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
যশোর ০১৭১৩০৪৯৫৬০
মণিহার ০৪২১৭১১৭১
গাড়ীখানা ০৪২১৭১১৭২
নিউমার্কেট ০৪২১৬৭৮৩৮
বেনাপোল ০৪২২৮৭৫৭৩৪
৮.রংপুর বিভাগের কাউন্টার নাম্বার|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
রংপুর - ০১৭১৩৪০২৬৫০
রুহিয়া কাউন্টারস - ০১৭১৩৭৮৪৯২৫
পঞ্চগড় কাউন্টারস - ০১৭১৩২০১৭০৫
ভুলি কাউন্টারস- ০১৭১৩৭৪৪৪৫৪
বোদা কাউন্টারস- ০১৭১৬২৬৪৭৩৪
বীরগঞ্জ কাউন্টারস- ০১৭১৪২২৮৯৩৯
ঠাকুরগাঁও ০১৭২২৬০১৩৬৯
বর্তমানে হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম অনেক সহজ।এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পোস্টটি পড়তে থাকুন।
৯.রাজশাহী বিভাগের কাউন্টার নাম্বার|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
রাজশাহী - ০১৭১৩২০১৭০০
নাটোর - ০১৭১৩২০১৭০৩
চাঁপাই -০১৭১৩২০১৭০১
১০.বরিশাল বিভাগের কাউন্টার নাম্বার|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
বরিশাল - ০১৭১৩৪৫০৭৬০
বাকেরগঞ্জ - ০১৭১৬৫০৭৭১৩
রহমতুল্লাহ, বাবুগঞ্জ - ০১৭২৫৬৫৮২৬৯
সানুহার, উজিরপুর - ০১৭২৮৯৭২০৬৩
গৌরনদী - ০১৭২৩৯২৯১২২
ঝালকাঠি - ০১৭২৩৩৮৮৯৯৫
আমুয়া বাজার, কাঁঠালিয়া -ফোনঃ 01730-935943
স্বরূপকাঠি, পিরোজপুর - ০১৭১১৭৩০৪০৫
মঠবাড়িয়া, পিরোজপুর - ০১৭৪৮৯১২৭৫১
গুয়াচিত্রা - ০১৭১৩৯৫৬২৮৪
ইছলদী - ০১৭১২৩৬৭২৪৪
কলাপাড়া ০১৭২১০৪৮৮৩৮
সুবিদখালী ০১৭৭৮১২৩৬৩০
আমতলী, বরগুনা ০১৯১৮৮৮৭৭৬৯
ভান্ডারিয়া পিরোজপুর ০১৭১১২১৯৩৭৭
টরকী বাজার ০১৭১২১৩৫৩৯০০
বিদ্রঃ আজকের পোস্টের মাধ্যমে আমরা আপনাদের হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম সম্পর্কে বলছি।
১১.কক্সবাজার বিভাগের কাউন্টার নাম্বার|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
কক্সবাজার, ০১৭১৩৪০২৬৫১
হারুনুর রশিদ ০১৬৮৯৮৪০৫৩১
সুগন্ধা বিচ ০১৭১৩৪০২৬৩৫
কলাতলী, ০১৭১৩৪০২৬৬৯
টেকনাফ, ০১৮২৫১৫৭৩২৪
হানিফ পরিবহনে হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম অনেক সহজ তাই যাত্রীরা দূর দূরান্তে যাত্রা করার জন্য হানিফ পরিবহনকে প্রথম প্রাধান্য দিয়ে থাকেন।
১২.চট্টগ্রাম বিভাগের কাউন্টার নাম্বার|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
রাঙ্গামাটি রিজার্ব বাজার ০১৮১১৬১৫৮০১
খাগড়াছড়ি কাউন্টারস ০১৬৫৬৯৪৬৩৯১
একে খান কাউন্টারস ০১৭১৩৪০২৬৬৫
দামপাড়া কাউন্টারস ০১৭১৩৪০২৬৬৪
নতুন মুন্সুরবাদ কাউন্টার ০১১৯১৭০৬৭২৪
সিনেমা প্যালেস কাউন্টার ০১৭১৩১০৭১৪৬
বাহদ্দারহাট কাউন্টার ০১৭১৩১০৭৪৪৭
বিআরটিসি কাউন্টার ০১৭১১০৭১৪৩
হআনিফ পরিবহন একটি জনপ্রিয় ট্রান্সপোর্টেসন। হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম খুবই সহজ এবং ঘরে বসেই সম্ভব টিকেট কাটা।
১৩. সিলেট বিভাগের কাউন্টার নাম্বার|হানিফ পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম ও ভাড়া তালিকা!
হুমায়নরাশিদচত্তর ০১৭১১৯২২৪২০
দরগা গেইট ০১৭১১৯২২৪১৯
সোবহানী গেইট ০১৭১১৯২২৪২১
কদমতলিবাসস্ট্যান্ড ০১৭১১৯২২৪১৩
এছাড়াও"ঢাকা-জয়পুরহাট-হিলি" রুটে চলাচলরত Hino RM-2 সিরিজের বিজনেস ক্লাস এসি কোচ রয়েছে।ভাড়া নিম্নে দেওয়া হলো :
ঢাকা টু জয়পুরহাট ১১০০ টাকা
ঢাকা টু হিলি ১৩০০ টাকা
হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম অনেক সহজ তাই যাত্রীরা দূর দূরান্তে যাত্রা করার জন্য হানিফ পরিবহনকে প্রথম প্রাধান্য দিয়ে থাকেন।
"চট্টগ্রাম বিভাগীয়" রুটে চলাচল করে Volvo B9R i-Shift সিরিজের বিজনেস ক্লাস এসি কোচ।
এই বাসগুলো ১:২ আসন বিন্যাস আকারে মোট ৩৪ টি আরামদায়ক আসন বিশিষ্ট
ভাড়ার তালিকা নিম্নে দেয়া হলো :
ঢাকা টু চট্টগ্রাম ১২০০ টাকা
ঢাকা টু খাগড়াছড়ি ১৪০০ টাকা
ঢাকা টু বান্দরবান ১৬০০ টাকা
ঢাকা টু কক্সবাজার ১৮০০ টাকা
আজকের পোস্টের মাধ্যমে আমরা আপনাদের জানাচ্ছি হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম।
"ঢাকা-ভেড়ামারা-কুষ্টিয়া-ঝিনাইদহ" রুটে চলাচলরত রি-ফ্যাব্রিকেটেড ননএসি Hino AK1J কোচ
ঢাকা মেট্রো ব ১৪-৯৭৭৯
"ঢাকা-নাটোর-রাজশাহী-চাঁপাই" রুটে যুক্ত হওয়া প্যাকেট Hino AK1J মডেলের ননএসি কোচ।
উক্ত রুটের বর্তমান ভাড়াগুলো নিম্নে দেওয়া হলো :
ঢাকা - নাটোর = ৫০০ টাকা মাত্র /-
ঢাকা - পুঠিয়া = ৫৫০ টাকা মাত্র /-
ঢাকা - রাজশাহী = ৫৮০ টাকা মাত্র /-
ঢাকা - চাঁপাইনবাবগঞ্জ = ৭০০ টাকা মাত্র /-
"কালীগঞ্জ-ঝিনাইদহ-কুষ্টিয়া-কুমারখালী-রাজবাড়ী-চট্টগ্রাম" রুটে চলমান Hino AK1J মডেলের ননএসি কোচ ।
রেজিঃ ঢাকা মেট্রো ব ১৪-৭৯৩৩
চট্টগ্রাম (লং রুট) ফোন নাম্বারসমূহ :
দামপাড়া - ০১৭৩৮৯৯২১৫০
বিআরটিসি - ০১৭৩০৩৭৬৩৭৬
অলংকার মোড় - ০১৭৫৭১৪৪১০৯
এ.কে খান গেট - ০১৭৫৮১৭১২৬৯
হোটেল নুরজাহান - ০১৭১৩১০৭১৪০
"ঢাকা-বগুড়া-রংপুর" রুটে চলাচল করে Volvo B9R i-Shift সিরিজের বিজনেস ক্লাস এসি কোচ ।
ভাড়া : ১৩০০ টাকা
"ঢাকা-সিলেট/মৌলভীবাজার/সুনামগঞ্জ" রুটে চলাচলরত HINO AK1J ননএসি কোচ রয়েছে । এই রুটে আপনারা ৩৬/৩৭/৪০ আসন বিশিষ্ট আরামদায়ক ননএসি কোচের দেখা পাবেন ।
বাসটির রেজিস্ট্রেশন নম্বর : ঢাকা মেট্রো ব : ১৫-২৯৭৫
সিলেট বিভাগের রুটগুলো ও ভাড়া ::
ঢাকা-শ্রীমঙ্গল-মৌলভীবাজার -> ৪৭০ টাকা /-
ঢাকা-সিলেট -> ৫৭০ টাকা /-
ঢাকা-সুনামগঞ্জ -> ৬৫০ টাকা /-
বিদ্রঃ আজকের পোস্টের মাধ্যমে আমরা আপনাদের জানাচ্ছি হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম।
"ঢাকা-বান্দরবান" রুটে চলাচল করে Hino AK1J ননএসি কোচ । বাসটি ৩৬ আসন বিশিষ্ট
জন প্রতি আসন ভাড়া ৭০০ টাকা /-
ঢাকা বাস নেটওয়ার্ক স্টাডির (ডিটিসিএ’র অধীনে) একটি গবেষণা অনুযায়ী, প্রতিদিন ৩০ শতাংশ মানুষ বাসে ভ্রমণ করে, ৩৮.৩০ শতাংশ মানুষ নির্ভর করে রিক্সার ওপর, ১৯.৮০ শতাংশ মানুষ হাঁটে, ৬.৬০ শতাংশ সিএনজি ভাড়া করে, ৫.১০ শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়ি এবং ০.২০ শতাংশ মানুষ যাতায়াতের জন্য ট্রেন ব্যবহার করে।
বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম
হানিফ পরিবহনের গড়ে ওঠার গল্প -
লেখকের মন্তব্য :
এখন যেহেতু আমাদের ঝামেলা মুক্ত, সঠিক উপায়ে আমাদের গন্তব্যের টিকিট পাওয়ার এই অসাধারণ সুযোগ রয়েছে সেহেতু এটি আমাদের জীবনকে আগের চেয়ে সহজ করে দিয়েছে। এখন আপনার টিকিট বুক করার জন্য কাউন্টারে ছুটে যাওয়ার জন্য আপনার গুরুত্বপূর্ণ মিটিং বা পারিবারিক পার্টিই।
মিস করার দরকার নেই। শুধু আপনার ফোনে তাদের এপ্স অথবা ওয়েবসাইট ব্রাউজ করুন, এবং অনলাইন বাস টিকিট বুকিং করুন আর আপনার হাতের কাছেই টিকিট পেয়ে যান সহজেই।হানিফ বাস বর্তমানে সময়ে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক ডিজাইনের বাসগুলো রাস্তায় রিলিজ করছে যা দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে এত সুন্দর।তাছাড়া হানিফ পরিবহনে অনলাইন টিকেট কাটার নিয়ম অনেক সহজ বলে প্যাসেঞ্জার দের পছন্দের শীর্ষে বাসটি।
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url