OrdinaryITPostAd

টাকার অভাব নিয়ে উক্তি | টাকা নিয়ে ২০০+ টি সর্বশ্রেষ্ঠ উক্তি

টাকা বা অর্থ মানব জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। টাকাকে বলা হয় সেকেন্ড গড। টাকার অভাব হলে যা হয় তা অনেকেই বুঝতে পারেন ফলে পকেটে টাকা না থাকলে আপনাকে কেউই মূল্যায়ন করবে না।  তাই টাকা নিয়ে উক্তি বা টাক্র অভাব নিয়ে সার্বাধিক  উক্তি নিয়ে আমাদের এই আর্টিকেল সাজানো হয়েছে। টাকার অভাব নিয়ে উক্তি এর জন্য এই আর্টিকেল আশা করি আপনার উপকারে আসবে।  মাঝে মাঝে আমরা টাকার অভাবে অনেক চাহিদাই পূরণ করতে পারি না।  টাকার কষ্টে, টাকা ছাড়া পুরুষ মাঝে মাঝে পকেটে টাকা না থাকলে যে কি কষ্ট  অনূভব করে, সেটা টাকা নিয়ে ফেসবুকে বাংলা স্টাটাস দিয়ে বোঝাতে চান। টাকা নিয়ে উক্তি জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।


অনেক সময় হাতে টাকা পেলে আমরা অমিতব্যয়ী এর মতো খরচ করে ফেলি। আপনি যদি পৃথিবীর বিখ্যাত মানুষের টাকা নিয়ে উক্তি বা অর্থ নিয়ে উক্তি পড়েন তাহলে অর্থের মর্মার্থ বুঝতে সক্ষম হবেন। আপনি যদি টাকা নিয়ে উক্তি জানতে চান তাহলে এই পোস্টটি পড়ার পর আর কোনো পোস্ট বা আর্টিকেল আপনাকে পড়তে হবে না। অনেকে অর্থ নিয়ে উক্তি জানতে চান, টাকা নিয়ে উক্তি বা অর্থ নিয়ে উক্তি একই কথা। সুতরাং টাকা নিয়ে উক্তি বা অর্থ নিয়ে উক্তি উভয়ই এখানে প্রাপ্ত হবেন।

টাকা্র অভাব নিয়ে উক্তিঃ ৫০ টি
১."প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোন মানুষের মঙ্গল আনতে পারে না।"- নীহা রঞ্জন 

২."যার অর্থের চাহিদা বেশি, তার সংসারে সব কিছুরই চাহিদা বেশি" - টমাস ফুলার

৩. "টাকা রোজগার করতে লাগে মাথা , আর খরচ করতে হৃদয় লাগে" - ফারকুহার

৪. "আপনি নিজের প্রতি সবচেয়ে খারাপ পাপটি করতে পারেন যে , আপনি বসে আছেন এবং অপেক্ষা করছেন যে কেউ আপনাকে টাকা দেবে" - ম্যাক ডিউক কৌশলবিদ

৫. "জ্ঞানীরা মাথায় টাকা রাখে, হৃদয়ে না" - জোনাথন সুইফট

৬. "টাকা পয়সা চমৎকার ভৃত্য, কিন্তু বাজে প্রভু" - ফ্রান্সিস বেকন

৭. টাকা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি- 
 "টাকা যে মানুষ জমিয়েছে, অনেক পাপ জমিয়েছে সে তার সঙ্গে" - 

৮. টাকা নিয়ে আবু জফরের উক্তি -
 "মেয়েরা লেখাপড়া শিখে যতই উচুতে উঠুক,  প্রেমের চেয়ে অলংংকার উপহার বা টাকা পয়সাই তারা চিনে বেশি।" 

৯. টাকা নিয়ে রবীন্দ্রনাথের  উক্তি - 
"টাকা দরকার তো এখনই,  যখন আনন্দে হাতা নয়-ছয় করিবার শক্তি নষ্ট হয় নাই।" 

১০. টাকা নিয়ে সিসেরার উক্তি - 
"টাকা হারানোটা খুব সহজ ব্যাপার কিন্তু টাকা উপার্জন করাটা মারাত্মক কঠিন ব্যাপার।"

টাকার অভাব নিয়ে উক্তি 
আপনার হাতে পর্যাপ্ত টাকা থাকলে সবাই আপনাকে গুরুত্ব দিবে এটা বাস্তব সত্য কথা যা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। এটা আমাদের মুখের বুলি নয় , বিভিন্ন পণ্ডিতের অভিমত যা এই আর্টিকেলের উক্তিগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন। এই আর্টিকেলটি লেখার একমাত্র উদ্দেশ্য টাকার অভবের গুরুত্ব আপনাদের বোঝানো, আশা করছি আমাদের শ্রম সার্থক হবে । 

১১. টাকা নিয়ে নরম্যান ভিনসেণ্ট পিলের উক্তি- 
"খালি পকেট কখনই কাউকে পিছনে রাখেনি।  শুধুমাত্র ফাঁকা মাথা এবং খালি অন্তর তা করতে পারে।"
 
১২. টাকা নিয়ে সক্রেটিসের  উক্তি-
"টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো।"

১৩. অর্থ নিয়ে হেনরি ডেভিড এর উক্তি -
"সম্পদ জীবনের পুরোপুরি অভিজ্ঞতা অর্জনের ক্ষমতা" 

১৪. টাকা নিয়ে পোলিশ প্রবাদ -
"আমার যখন টাকা ছিল,  তখন সবাই আমাকে ভাই বলে ডাকত।"

১৫. ডেড রামসের অর্থ নিয়ে উক্তি -
"আপনার অর্থের উপর নিয়ন্ত্রন অর্জন করতে হবে অথবা এর অভাব আপনাকে চিরকাল নিয়ন্ত্রন করবে।"
 

১৬. এইচ আর এসের টাকা নিয়ে উক্তি -
"পৃথিবীতে ভালো থাকার টাকা দরকার,  আর পরকালে ভালো থাকার জন্য আমল দরকার।"

১৭. হেনরি ডেভিড থোরিও এর অর্থ নিয়ে উক্তি -
"সেই ব্যক্তিই সবচেয়ে ধনী,  যার আনন্দ সবচেয়ে কম।"

১৮. হার্বাট ক্যাশনের ৪ টি টাকা নিয়ে উক্তি -
"টাকার জন্য চারটি নিয়ম-
ক. যতটক পাওনা- পারত সব আদায় করো।
খ. যতটা পারো - সঞ্চয় করো।
গ. দেনা-  যতোটা পারো মিটিয়ে ফেল।
ঘ. খাটাও যতোটা খাটানো সম্ভব।"

১৯. অনুকুল ঠাকুরের টাকা নিয়ে উক্তি -
"মানুষ আপন টাকা পর, যতো পারিস মানুষ ধর।"


২০. স্যামুয়েল জনসন এর টাকা নিয়ে উক্তি-
"যে মানুষ টাকা খরচ করে ও টাকা জমায় বা সঞ্চয় করে সেই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। কারণ দুটো কাজ করারই পুলক সে অনুভব করতে পারে।" 

২১. মারলিন ডয়েটরিচের অর্থ নিয়ে উক্তি - 
"প্রচুর অর্থ উপার্জন ও ধনী হওয়ার মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে।" 

২২. জিম রোহানের টাকা নিয়ে উক্তি- 
"টাকার চেয়ে সময় মূল্যবান। আপনি অনেক টাকার মালিক হতে পারবেন, কিন্তু সময় সীমিত। "

২৩. জ্যাক মা এর টাকা নিয়ে উক্তি - 
"আমাদের কখনো টাকার অভাব হয় না, আমাদের অভাব হয় সে ব্যক্তির যাদের স্বন আছে, যারা এই স্বপ্নগুলোর জন্য মরে যেতেও রাজি থাকে।" 

২৪. সাইমন ওয়েলের অর্থ নিয়ে উক্তি -
"আপনি যদি কোনো মানুষ সত্যিকারের কেমন জানতে চান,  তবে অর্থ হারালে তিনি কীভাবে আচরণ করেন সে সম্পর্কে লক্ষ করুন।"

২৫. ক্রিস্টোফার মার্লোর টাকা নিয়ে উক্তি -
"টাকা ভালোবাসা কিনতে পারে না,  কিন্তু তোমার দরকষাকষির ক্ষমতা বাড়ায়।" 
২৬ রবার্ট স্থূললের অভাব নিয়ে উক্তি -

"আমাদের সবচেয়ে বড় অভাব কোন উদ্যোগ গ্রহণের জন্য টাকা নয়, বরং ধারণা গুলি, যদি ধারণাগুলি ভালো হয় তবে নগদ কোনভাবে যেখানে প্রয়োজন সেখানেই প্রবাহিত হবে।"


২৭. অর্থ নিয়ে বিল গেটস এর উক্তি-
"একটি নির্দিষ্ট সময়ে গিয়ে অর্থের কোন উপযোগিতা আমার কাছে নেই। একটি সংস্থা গঠন এবং তা থেকে প্রাপ্ত সম্পদ বিশ্বের দরিদ্রতম স্থানে প্রদান করাতেই এর উপযোগিতা নিহিত।"

২৮. অর্থ নিয়ে বিরনের উক্তি-
"যে অর্থ চায় , সে পৃথিবীর সবকিছু চায়।"

২৯. টাকা নিয়ে ফ্রাঙ্কলিন এর উক্তি-
"টাকা কুড়ির মূল্য যে কত তা যদি বুঝতে চাও, তাহলে কারো থেকে টাকা ধার নিতে চেষ্টা করো।"

৩০. অভাব নিয়ে একটি সুন্দর উক্তি-
"সমৃদ্ধ জীবন যাপন এবং চিন্তাভাবনার উপায় কেমন টাকা বা জিনিসগুলির অভাব নয় । দারিদ্রতা জীবনযাপন এবং চিন্তাভাবনার একটি উপায় এবং কেবল টাকা বা জিনিসগুলির অভাব নয়।"

৩১. অর্থ মানুষকে পিশাচ করে তোলে আবার অর্থই মানুষকে মহৎ ও করে তোলে।
৩২. টাকা নিয়ে বিল গেটস এর উক্তি-
"তোমার যখন অনেক টাকা  থাকবে তখন তুমি ভুলে যাবে সবাইকে আবার যখন তোমার টাকা থাকবে না তখন সবাই ভুলে যাবে তুমি কে?" 

৩৩. টাকা নিয়ে মামুনের উক্তি - 
 "মানুষের প্রিয় হতে হলে অর্থনৈতিক যোগ্যতা লাগে,  নয়তো দীর্ঘদিনের জন্য কারও প্রিয় হতে পারবেন না।"

৩৪. এডমন্ড বার্কের টাকা নিয়ে উক্তি-
"টাকা যদি আপনার আদেশে চলে তাহলে আপনি টাকা এবং স্বাধীনতা দুটোই পাবেন। আর আপনি যদি টাকার আদেশে চলেন তাহলে সত্যিই আপনি গরীব হবেন।"

৩৫. এইচ. আর . এস এর টাকা নিয়ে উক্তি -
"জীবনে সুখী হতে চায় এ টাকার প্রয়োজন। এই কথা ঠিক নয়।"


৩৬. একজন বিজ্ঞ মানুষের টাকা নিয়ে উক্তি-
"টাকার বোঝা সবাই বহন করতে পারে না ,যারা এর বোঝা বহন করতে পারে তাদের কাছেই আসে।"

৩৭. এইচ . আর. এস এর টাকা নিয়ে উক্তি -
"টাকার অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।" 

৩৮.  " টাকা এবং নারী সকল অপরাধের মূল।"
৩৯. "অভিজ্ঞতার মূল্য দিতে না জানলে টাকা ভালো কোনো কিছু দিতে পারবে না।"


৪০. মামুনের টাকা নিয়ে উক্তি-
"টাকার পিছনে না ছুটে কাজের পেছনে যদি কেউ ছুটে তাহলে টাকায় তার পেছনে ছুটবে।"

৪১. ওয়ারেন বাফেটের টাকা নিয়ে উক্তি-
"আমি আপনাকে ধনী হওয়ার গোপন কথা বলে দিচ্ছি অন্যরা যখন ভীত হয় , তখন আপনি লোভী হওয়ার চেষ্টা করুন। অন্যরা যখন লোভী হয়, তখন আপনি ভীত হওয়ার চেষ্টা করুন।"

৪২. টাকা নিয়ে রুবেলের উক্তি-
"মানুষের  গুরুত্ব কতখানি তা তার আর্থিক অবস্থার উপর নির্ভর করে।"

৪৩. মানিকুল ইসলাম রানার অর্থ নিয়ে উক্তি-
"অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না জেনেও, মানুষ অর্থকেই ভালোবাসে।"

৪৪. টাকা নিয়ে হুমায়ূন এর উক্তি-
"মানুষ টাকা ছাড়া বাঁচতে পারে কিন্তু ভালোবাসা স্নেহ মায়া ছাড়া বেশি দিন বাঁচা অসম্ভব।"

৪৫." টাকা আই এর স্বপ্ন না দেখে কাজে নেমে পড়ুন।"

৪৬. "বন্ধুত্বের চেয়ে টাকা গুরুত্বপূর্ণ। কারণ টাকা থাকলে বন্ধুর অভাব হয় না।"

৪৭."টাকা থাকলে স্বার্থপর বন্ধু পা, টাকা না থাকলে বন্ধু পাওয়া কষ্টকর, কিন্তু  নিঃস্বার্থ বন্ধু পাবেন।"

৪৮. "আপনি যখন ভীষণ একা হয়ে পড়বেন তখন বুঝবেন আপনার টাকার অভাব নয় ভালোবাসার অভাব রয়েছে।"

৪৯."জীবনের জন্য কখনোই টাকা অপরিহার্য নয়।"

৫০."অর্থ মানুষকে পরিবর্তন করে, তাদের আসল চেহারার উদঘাটন করার জন্য।" 

৫১. "প্রশ্নটা যখন টাকা নিয়ে তখন সকলেরই একই ধর্ম" - ভলতেয়ার 

৫২. "অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দূর্লভ।" - স্যার ট্মাস ব্রাউন
 
৫৩. "অর্থ ও যশ মানুষের জীবনের সব নয়।" - স্কট 

৫৪. "আমাদের স্বভাবের পিছনে প্রচুর টাকা ঢালতে হবে যদি তা আমরা বদলাতে চাই।" - বিল গেইটস

৫৫. "কে বলে আমি টাকার মর্ম বুঝি না? ফুরিয়ে গেলেই টের পাই।" - সৈয়দ মুজতবা আলী 

৫৬. "পুজিবাদ একটি বিস্ময়কর ব্যাপার  যা মানুষের মাঝে প্রেরণা যোগায়। 

৫৭. "অর্থ যেমন অর্থের জন্ম দেয় সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়।" - ইমারসন 

৫৮. "সেই ব্যক্তি সবচেয়ে ধনী যার আনন্দ সবচেয়ে কম।" - হেনরি ডেভিড থরিও 

৫৯. "আমার যখন টাকা ছিল তখন সবাই আমাকে ভাই বলে ডাকত।" - পোলিশ প্রবাদ

৬০. "অর্থ উপার্জনের আগে কখনো অর্থ ব্যয় করবেন না।" -থমাস জেফারসন

৬১. "অনেক টাকার মালিক হওয়া আর ধনী হওয়ার মধ্যে বিশাল একটি পার্থক্য রয়েছে।" -মারলিন ডায়েটরিচ

৬২. "আপনার অর্থ দ্বিগুণ করার দ্রুততম উপায় হল এটি অর্ধেক ভাজ করে আপনার পকেটে রেখে দেওয়া।" -উইল রজার্স

৬৩. "টাকার চেয়ে সময় বেশি মূল্যবান, আপনি হয়তো অনেক টাকার মালিক হতে পারে কিন্তু অনেক সময় পাবেন না।" - পিটি বার্ণাম

৬৪. "সেই ব্যক্তি সবচেয়ে ধনী, যার আনন্দ সবচেয়ে কম।" - হেনরি ডেভিড থোরিও

৬৫. টাকা যদি আপনার আদেশে চলে, তাহলে আপনি টাকা এবং স্বাধীনতা দুটোই পাবেন। আর আপনি যদি টাকার আদেশে চলেন, তাহলে সত্যিই আপনি গরীব হবেন।

৬৬. "পৃথিবীতে ভালো  থাকার জন্য টাকার দরকার, আর পরকালে ভালো থাকার জন্য আমল দরকার।" - এইচ আর দাস 

৬৭. "টাকা এবং নারী সকল অপরাধের মূল।" - এইচ আর এস

৬৮. "অভিজ্ঞতার মূল্য দিতে না জানলে , টাকা  ভালো কিছু দিতে পারবে না।" - পি.টি. বারনুম 

৬৯. "একজন পুরুষের আসল শক্তি হলো তার আসলে কত টাকা আছে সেটা।" - এইচ আর এস

৭০. "ভালোবাসা অর্জন করা যতটুকু সহজ টাকা উপার্জন করা তার চেয়ে বেশি সহজ। আবার টাকা থাকলেই ভালোবাসা অর্জন করা যায়।" 
৭১. "মানুষ যৌবনে ভালবাসা চায়, আর পরিণত হলে টাকা চায়। কিন্তু মানুষের এই চাওয়া গুলো একদমই উল্টা।"
৭৩. "টাকার পিছনে দৌড়ালে ভালোবাসা আপনার পিছনে দৌড়াবে।"
৭৪. "মানুষ দিন শেষে ভালোবাসা চায়, কিন্তু টাকা না থাকলে কেউ ভালোবাসা দেয় না।"
৭৫. "যদি টাকা আয় করতে চান, টাকার পিছনে না দৌড়িয়ে কাজ শেখার পেছনে দৌঁড়ান।" 
৭৬. "যৌবনের তারুণ্য হেলায় হেলায় অপচয় করবেন না। যৌবনের তারুণ্যই আপনার সফলতার চাবিকাঠি।"

খালি পকেট নিয়ে উক্তি 
বাস্তবতার কাছে আমাদের সবাইকেই নতশির করতে বাধ্য হতে হয় । মানব জীবনের উত্থান-পতন নেই এমন মানুষ পৃথিবীতে বিরল। আজকে আপনার পকেট ভর্তি দুদিন পর এই ভর্তি পকেট খালি হতে সময় লাগবে না। আবার আজকে যদি আপনার পকেট খালি থাকে, এই খালি পকেট পূর্ণ হতে বেশি সময় লাগবে না যদি আপনি পরিশ্রমী হোন। কিন্তু ভাগ্যের বিরম্বনায় মাঝে মাঝে আমাদের এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় যে সময় শূন্য পকেট এ বুক ভরা স্বপ্ন নিয়ে বাঁচতে হয়। এমন সময় বিভিন্ন উক্তি আমাদের প্রশান্ত করে স্বপ্ন দেখায় আশা দেখায় বাঁচতে শেখায়। খালি পকেটে নিয়ে কিছু উক্তি নিচে উল্লেখ করা হলো।

৭৭. "খালি পকেট আপনাকে সঠিক মানুষ চিনতে সাহায্য করবে।"
৭৮. "খালি পকেট এ আপনার পাশে যে থাকবে, কোনদিন তাকে ভুলবেন না, কোনদিন তাকে হাতছাড়া করবেন না।"
৭৯. "পকেট খালি তো বন্ধু খালি"
৮০. "খালি পকেট আপনার খালি ভাগ্যকে পূর্ণ করবে শুধু ধৈর্য ধরতে হবে, কাজের পেছনে লেগে থাকতে হবে।"
৮১. "আজ যার পকেট খালি, কাল সে প্রভাবশালী।"
৮২. "সঠিক পরিশ্রম ও ধৈর্য আপনার খালি পকেট পূর্ণ করার জন্য যথেষ্ট।"
৮৩. 'আজ টাকা নেই কেউ মূল্য দেবে না,  যখনই পকেটে টাকা আসবে তখনই ঐ মানুষগুলোই আবার পা চাটা শুরু করবে।'
৮৪. 'টাকার চেয়ে মূল্যবান হলো সময়, সময়ের সঠিক ব্যবহারেই টাকা আসে।'

আরও লেখা চলছে .......

২০০. "অর্থ যেখানে নাই ভালবাসা সেখানে দূর্লভ।" - স্যার টমাস ব্রাউন

২০১. "যখন উপাসনা শেষ হবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর দান অনুসন্ধান করতে থাকবে।" - আল হাদিস

২০২. "পরের দূঃখের কথা করিলে চিন্তন, নিজের অভাব ক্ষোভ থাকে কতক্ষণ।" - রজনীকান্ত সেন 

২০৩. "পূর্বপুরুষের অতুন সম্পদের আস্ফালনে ভিক্ষাজীবী বংশধরের লাভ।" - আহমদ শরীফ 


টাকা না থাকলে যা হয়|পকেটে টাকা না থাকার কষ্ট
পৃথিবীতে এক সময় ভালোবাসা ছিল অমূল্য ধনের মতো,  কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথেই আমাদের দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। বর্তমানে টাকার উপরে আর কারো অবস্থান নেই। আপনার হাতে টাকা থাকলে আপনিই সর্বেসর্বা নতুবা আপনি একটা অর্থহীন কিট স্বরুপ। 

টাকার অভাব আপনাকে মানসিকভাবে করে তুলবে অসুস্থ। কেননা টাকা ছাড়া যে এই পৃথিবীতে কিছুই হয় না। টাকা না থাকলে যা হয় তা একজন বেকার যুবকই ভালো জানেন। একজন বেকার যুবকের পকেটে টাকা না থাকলে সেই বুঝতে পারে টাকার কষ্ট। টাকার অভাবে আপনার পাশে থাকবে না কেউই।  আর অন্যদিকে টাকা থাকলে দেখবেন শত্রুরাও বন্ধুত্ব করতে আসবে।

আপনাকে যদি প্রশ্ন করা হয় যে,  পৃথিবীতে কে সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসে আপনি বলবেন আপনার পরিবারের সদস্যের কথা। কিন্তু একবার শুধু ভাবুন, যখন আপনি একজন বেকার যুবক, কোন কাজ না করে শুধু শুধু বসে বসে খান। আপনাকে আপনার পরিবারেরও কোন সদস্য পছন্দ করবে না। সবাই সুযোগ বুঝে আপনাকে আপমানের চেষ্টা করবে,  কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামতকে অগ্রাহ্য করা হবে। পকেটে টাকা না থাকলে শুধু পরিবারই নয়, সমাজ, রাষ্ট্র ও বন্ধুত্বমহল সর্বস্থানেই আপনার অসহায়ত্বের কোন সীমা থাকবে না।
টাকা নিয়ে ফেসবুক এ  বাংলা স্টাটাস 
অনেকেই যখন বুঝতে সক্ষম হন যে টাকা ছাড়া আর কোন কিছুই এ জগতের মূল্যবান জিনিস নয়। এবং নিজের পকেট হাতরিয়ে কোন টাকা না থাকার অনুভূতি অনুভব করতে পারেন।  তখন তাদের টনক নড়ে। যদিও এই পরিস্থিতিতে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তখন অনেকেই মানসিকভাবে স্বস্থি অনুভব করার জন্য ফেসবুকে টাকা নিয়ে বাংলা স্টাটাস খোঁজেন।  এই আর্টিকেলের প্রথম দিকেই বিভিন্ন মনীষীদের টাকা নিয়ে উক্তি,  অভাব নিয়ে উক্তি দেওয়া আছে যেগুলো আপনার ফেসবুক স্টাটাস দেওয়ার জন্য সর্বাপেক্ষা উপযুক্ত।

টাকা নিয়ে উক্তি কেন মনে রাখবেন?
টাকা নিয়ে বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্ন যুক্তি দেখিয়েছেন উক্তি দিয়েছেন। অনেকেই বলেন টাকার গুরুত্ব অনেক বেশি আবার অনেকেই টাকাকে মুখ্য না বলে গৌণ বলেছেন। তবে একথা অনস্বীকার্য যে বর্তমানে টাকা একটু অতি ব্যবহৃত উপাদান। সুখের সাথে টাকাকে সম্পর্কিত না করলেও এর গুরুত্বের কথা এক বাক্যে সবাই স্বীকার করবে। 
টাকা না থাকলে যে আপনাকে বিপদে পড়তে হবে, আপনি ঠিকমতো জীবন ধারণ করতে পারবেন না এটাও তেমনই মহাসত্য বাণী। তাই আপনার মাথায় সব সময় এটা রাখা উচিত অযথা সময় অপচয় না করে আপনাকে কাজে নেমে পড়তে হবে। এবং এই চিন্তাভাবনাকে আরো সার্প করতে আপনার এই টাকা নিয়ে উক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি যদি বিভিন্ন মনীষীদের টাকা নিয়ে উক্তি পড়েন তাহলে আপনার টাকা নিয়ে ধারণাটা সমৃদ্ধ হবে।
অনেক সময় আমরা অপ্রয়োজনে বন্ধুদের দাবি রাখতে বা তদের খুশি করতে অযথা টাকা অপচয় করি। এই খামখেয়ালিপনা বুঝতে পারি যখন আমরা বিপদে পড়ি অথবা টাকার সংকটে পড়ি। তাই বন্ধুদের খুশি করতে অকারণে টাকা অপচয় না করে বিপদে টাকা দিয়ে সাহায্য করুন, এতে আপনাদের মাঝের বন্ধুত্বও দৃঢ় হবে।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url