ট্রেইনিং ক্লাস

আর্টিকেল রাইটিং সিজনাল কোর্স আমরা অনলাইন লাইভ ক্লাসে করে থাকি। পাশাপাশি যে কোন সময় কোর্স করার জন্য সকল ক্লাসের প্রিরেকর্ডেড ক্লাস থাকে। লাইভ ক্লাসে কোন কিছু বুঝতে না পারলে এই প্রিরেকর্ডেড ক্লাস থেকে যেকোন সময় যেকোন বিষয় বুঝে নিতে সুবিধা হবে। ক্লাস শুরুর পূর্বে অবশ্যই এই পেজের নিচে গিয়ে কমেন্ট সেকশনে লিখে আসবেন "কোর্স শুরু করেছি" লিখে। এবং প্রতিটি ভিডিও দেখা শেষে কমেন্ট করবেন "ক্লাস সম্পূর্ণ দেখেছি" লিখে। 

আর্টিকেল লেখা শেষ হলে আর্টিকেল পাবলিশ না করে এডমিনকে মেসেজ করবেন। আমরা কনফার্ম করার পরই পাবলিশ করতে পারবেন। নিচের ট্রেনিং ক্লাসের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখুন।


আপডেট ট্রেনিং ক্লাস

আর্টিকেল রাইটিং কোর্স!


  1. আর্টিকেল রাইটিং কোর্স উদ্বোধন 

  2. কেন আর্টিকেল রাইটিং শেখা উচিত? 

  3. আর্টিকেল রাইটিং কী? কত প্রকার

  4. ব্লগ রাইটিং কী? 

  5. স্ক্রিপ্ট রাইটিং কী?

  6. কলাম রাইটিং কী?

  7. সংবাদ রাইটিং/ সাংবাদিকতা কী? 

  8. ব্যাক্তিগত স্কিল ডেভেলপমেন্টের জন্য কোন ক্যাটাগরির আর্টিকেল রাইটিং শেখা উচিত?

  9. ব্লগ রাইটিং কোর্স

    1. ইনভাইটেশন একসেপ্ট করে আর্টিকেল রাইটিং সেকশনে যাওয়ার উপায়। 

    2. কম্পিউটার ও মোবাইল ফোনের সীমাবদ্ধতা

    3. প্রোফাইল সেট-আপের নিয়ম।

    4. এইচটিএমএল ভিউ এবং কম্পোজ ভিউ পরিচিতি।

    5. ভূমিকা বাটন কী? এডিটের নিয়ম। 

      1. ভূমিকা বাটন কোড লিংক 

      2. ভূমিকা বাটন কোড পরিচিতি

    6. ফোকাস কি-ওয়ার্ড এবং সাব কি-ওয়ার্ড 

    7. ভূমিকা লেখার নিয়ম। 

      1. ফোকাস কি-ওয়ার্ড সেট-আপ।

      2. ইউনিক করে লেখা।

      3. জাস্টিফাই এলাইনমেন্ট সেট-আপ। 

      4. লেবেল ও পার্মালিংক এড করার উপায়

    8. পিকচার এডিট 

      1. সফটওয়্যার লিংক বা এপস লিংক

      2. ফন্ট লিংক

      3. ফন্ট সেট-আপের নিয়ম

      4. কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার উপায়।

      5. ব্যাকগ্রাউন্ড ইমেজ লিংক

      6. কম্পিলিট এডিটিং পিকচার লিংক

      7. মোবাইলে এডিটের নিয়ম

      8. অভ্র সকল বাংলা ফন্ট ডাউনলোড

      9. অভ্র কি-বোর্ড ডাউনলোড

      10. Control Panel for Fonts

      11. ল্যাপটপ কম্পিউটারে এডিটের নিয়ম

      12. ইমেজ সাইজ কমানোর ওয়েবসাইট

      13. ছবির সাইজ কমানোর নিয়ম।

      14. আপলোডের নিয়ম।

    9. ফোকাস ও সাব-কিওয়ার্ড কি? এবং সেট-আপ করার নিয়ম।

    10. সূচিপত্র তৈরি করার নিয়ম। 

    11. শিরোনাম লেখার নিয়ম

      1. হেডিং সিলেকশন 

      2. সর্বোচ্চ ১০ শব্দের শিরোনাম

      3. লেফট এলাইনমেন্ট সিলেকশন।

      4. হেডিং-এ সূচিপত্রের কোড বসানো

    12. ফ্ল্যাট রাইটিং করার নিয়ম।

      1. মাইনর হেডিং ব্যবহার 

      2. ছোট ছোট প্যারায় লেখা।

      3. অতিরিক্ত গ্যাপ না দেওয়া

      4. লিস্ট ট্যাগ ব্যবহার করার নিয়ম।

        1. অর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার

        2. আন অর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার

      5. কি-ওয়ার্ড সেট-আপ করা।(ফোকাস কি-ওয়ার্ড এবং সাব কি-ওয়ার্ড)

      6. জাস্টিফাই  এলাইনমেন্টে লেখা।

    13. আরো পড়ুন সেকশন এডিটের নিয়ম।

      1. আরো পড়ুন কোড লিংক

    14. পার্মালিংক কী? পার্মালিংক করার উপায়

      1. নো ফলো পার্মালিংক - অন্য ওয়েবসাইটকে ক্রেডিট না দেওয়া।

      2. ডু ফলো পার্মালিংক - অন্য ওয়েবসাইটকে ক্রেডিট দেওয়া

      3. কখন কোন পার্মালিংক ব্যবহার করা উচিত।

    15. প্রশ্ন-উত্তর সেকশন লেখার উপায়?

      1. কোন কোন কি-ওয়ার্ড এর প্রশ্ন-উত্তর সেকশন হবে?

      2. প্রশ্নের গঠন কেমন হবে?

      3. উত্তর কেমন করে লিখব?

    16. লেখকের মন্তব্য লেখার উপায়।

      1. ১ বার প্রাসঙ্গিকভাবে কি-ওয়ার্ড সেট-আপ। 

      2. নিজের পরামর্শ দেওয়া।

      3. জাস্টিফাই এলাইনমেন্টে লেখা। 

    17. সংক্ষেপে আর্টিকেল লেখার নিয়ম

    18. আর্টিকেলের সাঁচের কোড

    19. টপিক কোথায় পাবো, কীভাবে সিলেক্ট করব?

      1. কত শব্দের আর্টিকেল? এক ক্লিকে শব্দ গণনা করার উপায় 

      2. ট্রেনিং টপিক লিংক।

      3. অফিসিয়াল জব টপিক লিংক।

      4. লেখা শেষে 01789699509 নম্বরে হোয়াটসঅ্যাপ করুন 'ফোকাস কি-ওয়ার্ড' 'নিজের নাম' 'Article Submitted' লিখে।

    20. class ="alert info" ট্যাগের কাজ, কোথায় ব্যবহার করা হয়।

    21. কমন যে ভুল সবাই করে

      1. দুটি প্যারার মাঝে বেশি গ্যাপ দিয়ে লেখা

      2.  একটি প্যারায় ৬/৭ লাইনের বেশি রাখা।

      3. ছবির সাইজ না কমানো

      4. এলাইনমেন্ট ঠিকঠাক সেট-আপ না করা।

      5. বানান ভুল করা।

      6. গাঁজাখুরি তথ্য বা ভুল তথ্য দেওয়া।

      7. বেশি শব্দের আর্টিকেল লিখতে গিয়ে গাঁজাখুরি বর্ণনা দেওয়া। 

      8. অপ্রয়োজনীয় লেখা।

      9. class ="alert info" যুক্ত না করা।

      10. অযথা class = "alert info" যুক্ত করা।

  10. স্ক্রিপ্ট রাইটিং কোর্স (প্রস্তাবিত)

    1. কোন বিষয়ে লিখবেন।

      1. প্রবাস ও স্কলারশিপ

      2. আন্তর্জাতিক রাজনীতি 

      3. ইতিহাস

      4. ভৌগোলিক রাজনীতি 

      5. বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ 

      6. মার্কেট এনালাইসিস 

    2. কত শব্দের লিখবেন।

    3. পাবলিক সেন্টিমেন্টাল বোঝা।

    4. SEO কেন এখানে গুরুত্বপূর্ণ?

      1. SEO কী?

      2. SEO কীভাবে করবেন?

    5. সেন্টিমেন্টাল ভূমিকা।

    6. প্রচুর পড়াশোনা এবং রিসার্চ করা উক্ত বিষয়ে।

    7. বিভিন্ন বইয়ের তথ্য বা ভিডিও ক্লিপের তথ্য এড করা।

    8. প্রচুর তথ্যসূত্র এড করা।

    9. আকস্মিক সমাপ্তি

  11. কলাম রাইটিং কোর্স(প্রস্তাবিত)

    1. পরিসংখ্যানময় ভূমিকা / ইউনিক

    2. পক্ষে বিপক্ষে আলোচনা

    3. উক্ত বিভিন্ন পরিসংখ্যান সংগ্রহ এবং তুলে ধরে আলোচনা।

    4. ব্যাক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় দৃষ্টি ভঙ্গিতে ব্যাখ্যা।

    5. ছোট ছোট প্যারায় লেখা

  12. সংবাদ রাইটিং কোর্স (প্রস্তাবিত)

    1. আকর্ষণীয় শিরোনাম। 

    2. ভূমিকায় মূল ঘটনা সংক্ষেপে আকর্ষণীয় ভাবে লেখা।

    3. সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংগ্রহ করা। এবং সেটা হুবুহু লেখা কোর্টেশনের মাধ্যমে।

    4. পক্ষ এবং বিপক্ষের ফোন নম্বর সংগ্রহ। সংশ্লিষ্ট বিষয়ে কথা বলা ও কল রেকর্ড করা।

    5. পক্ষ এবং বিপক্ষের বক্তব্য কোর্টেশনের মাধ্যমে তুলে ধরা।

    6. নিরপেক্ষ ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তার বক্তব্য কোর্টেশনের মাধ্যমে তুলে ধরা। 

    7. নিরপেক্ষভাবে তুলে ধরা।

    8. নিজের মন্তব্য কখনোই না লেখা।

    9. পাবলিক সেন্টিমেন্টাল বিবেচ্য বিষয় না।

    10. সত্য ঘটনা বর্ণনা বা তুলে ধরা।

    11. আরো পড়ুন সেকশন এড। রিলেটেড সংবাদের লিংক যুক্ত করা।

সূচীপত্র (গত বছরের ট্রেনিং ক্লাস)

  1. প্রথম ট্রেনিং ক্লাস 
  2. দ্বিতীয় ট্রেনিং ক্লাস 
  3. তৃতীয় ট্রেনিং ক্লাস 
  4. ৪র্থ ট্রেনিং ক্লাস 
  5. গুরুত্বপূর্ণ কিছু নিয়ম
  6. নতুন নিয়ম
  7. ৫ম-৮ম ট্রেনিং ক্লাস 
  8. আর্টিকেল সাবমিট করার নিয়ম
  9. নীতিমালা 
  10. কিছু গুরুত্বপূর্ণ কোড 
  11. কয়েকটি আদর্শ আর্টিকেল 

১.প্রথম ট্রেনিং ক্লাস

ইনভাইটেশন একবার একসেপ্ট করার পর দ্বিতীয়  বার একসেপ্ট করা সম্ভব না,  ইনভ্যালিড দেখাবে তাই ভিডিও দেখার পর ইনভাইটেশন একসেপ্ট করবেন। এটা খুবই সতর্কতার  সাথে সমাপ্ত করবেন।

  1. ইনভাইটেশন একসেপ্ট করে আমাদের ওয়েবসাইটে এসে লিখবেন যেভাবে (ভিডিও: ১১মিনিট ১৪ সেকেন্ড)
  2. আপনার প্রোফাইল সেট-আপ করবেন যেভাবে (৩মিনিট ৫১ সেকেন্ড)
  3. আর্টিকেলের টাইটেল বা শিরোনাম কীভাবে লিখবেন? (৫:৫৮)
  4. পারমালিংক ও লেবেল এড করার নিয়ম(৪:৫৫)
  5. ভূমিকা লেখার নিয়ম (৫:৫০)
  6. এলাইনমেন্ট লেখার নিয়ম (৩:৩৩)
  7. নতুন ট্যাব ব্যবহারের নিয়ম(৩:৩২)
  8. আর্টিকেল লেখার সেকশনে যাওয়ার উপায় | ইনভাইটেশন ইনভ্যালিড কেন দেখায়?(৩:৪৯)

২.দ্বিতীয় ট্রেনিং ক্লাস

(দ্বিতীয় ট্রেনিং ক্লাস শুরু করার আগে আপনাকে Pixellab এপস্ ও  কালপুরুষ ফন্ট ডাউনলোড (বাংলা লেখকদের জন্য) করবেন। কালপুরুষ ফন্ট Extract করার চেষ্টা করুন। Extract না হলেও সমস্যা হবে না।) 
  1. আর্টিকেলের সূচীপত্র এড করার নিয়ম (২২:১৯)
  2. আরও পড়ুন সেকশন এড করার নিয়ম (১২:০১)
  3. দ্রুততম সময়ে আর্টিকেল লেখার কার্যকরী টিপস্(6:52) 

৫.কিছু গুরুত্বপূর্ণ নিয়ম

আর্টিকেল লেখা শুরুর আগে এবং সাবমিট করার পূর্বে এই ভিডিওটি দেখুন

৭. পঞ্চম থেকে অষ্টম ট্রেনিং ক্লাস

(সফলভাবে ৪টি আর্টিকেল লিখে জমা দেওয়ার প্র‍্যাকটিস)
আর্টিকেল লেখার টপিক আপনি নিজেই সিলেক্ট করে লিখবেন। কীভাবে টপিক সিলেক্ট করবেন তা জানতে নিচের  লিংকের ভিডিও টিউটোরিয়াল দেখুন।

৮. আর্টিকেল সাবমিট করার নিয়ম

নিচের লিংকে গিয়ে আপনাকে টপিক নিতে হবে। এখানে প্রথম লিংকটি হলো ট্রেনিং টপিক এর লিংক এবং দ্বিতীয়টি জব টপিক এর লিংক।  এই বিষয়ে ভিডিও টিউটোরিয়াল দেখুন

প্রদত্ত টপিকে আর্টিকেল ওয়েবসাইটে গিয়ে লিখে সেভ করে আমাদের জানাবেন। কখনই পাবলিশড করা যাবে না। আমরাই পাবলিশ করবো।

ট্রেনিংয়ের ৪টি আর্টিকেল লেখা সম্পূর্ণ হলে গুগল ডক ফাইলে গিয়ে আপনার টপিকে কমেন্ট করবেন ''submitted' লিখে এরপর নিচের নিয়মে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন।

''4 articles are submitted for review"
"আর্টিকেল এর টাইটেল"
ওয়েব সাইটে প্রদত্ত "আপনার নাম"

জবের ক্ষেত্রে ৬০ / ৩০/ ১৫ টি আর্টিকেল লেখা সম্পূর্ণ হলে নিম্নোক্ত নিয়মে মেসেজ করবেন-
''60/30/15  articles are submitted for review'
"আর্টিকেল এর টাইটেল"
ওয়েব সাইটে প্রদত্ত "আপনার নাম"
"বিকাশ|নগদ নম্বর"

৯. নীতিমালা জেনে নিন

  • কোন ভুল তথ্য দিয়ে পাঠককে বিভ্রান্ত করা যাবে না। যে মাধ্যম থেকে আপনি তথ্য সংগ্রহ করেছেন প্রয়োজনে তার সূত্র উল্লেখ করুন।
  • বিশ্বস্ত ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করবেন। মনে রাখবেন আপনার লেখার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত। তাই বানানের ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে হবে। আর্টিকেল লেখা শেষ হলে রিভাইজ করে দেখুন কোন বানান ভুল আছে কিনা?
  • একটি বাক্যও কপি করা যাবে না। তবে আইডিয়া কপি করা যাবে। মনে করুন কয়েকজন একটি সৃজনশীল প্রশ্নের উত্তর গাইড থেকে পড়েছেন শুধু ধারনা নেওয়ার জন্য। এখন পরীক্ষার খাতায় সবার উত্তর কিন্তু এক হলেও ভাষা সবারই আলাদা আলাদা হবে। বিষয়টি ঠিক এমনই। 
  • এমনভাবে আর্টিকেল লিখুন যেন তা পাঠকের মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়। পাঠক যেন শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ে।
  •  আর্টিকেলের তথ্য গুগল এবং ইউটিউব থেকে সংগ্রহ করতে হবে। উক্ত বিষয়ে যদি নিজের অভিজ্ঞতা থাকে তাহলে নিজের মতো করেও লেখা যাবে।
  • ইউটিউব থেকে আপনি খুব সহজেই তথ্য পেয়ে যাবেন।
  • আর্টিকেল লেখার সময় বেশি বেশি লিস্ট ট্যাগ ব্যবহার করুন। এতে পাঠকের মনোযোগ ধরে রাখা যায়।
  • ছোট ছোট প্যারা ব্যবহার করে লিখবেন। বড় প্যারায় লেখা নিষিদ্ধ এতে পাঠক বিরক্ত হয়। 
  • আপনার লেখার মধ্যে ছোট ছোট শিরোনাম ব্যবহার করে লিখুন।
  • লেখায় অযথা কঠিন  ভাষা ব্যবহার করবেন না।
  • এমনভাবে লিখবেন যেন পাঠক মনে করে আপনি তার সাথে গল্প করছেন। বুঝেছেন, তো?
  • একটি আর্টিকেলের প্রধান বিষয় হলো কি-ওয়ার্ড সেট-আপ। যত বেশি বার পারেন প্রাসঙ্গিকভাবে কি-ওয়ার্ড সেট-আপ করুন। কি-ওয়ার্ড সেট-আপ এর উপর আর্টিকেলের র‍্যাংকিং নির্ভর করে। এই ভেতরের গাঠনিক বিষয়ে একজন সাধারণ পাঠক অজ্ঞ। কিন্তু এই বিষয় আপনাকে মনে রেখে আর্টিকেল লিখতে হবে। আবার খুব বেশি কি-ওয়ার্ড সেট-আপ করবেন না, যা দেখে একজন পাঠক বিরক্ত হবে। 
  • এক মাসে ৬০টি আর্টিকেল লিখে জমা দিতে হবে।   
  • অসুস্থ্যতা/পরীক্ষা/অনান্য সমস্যায় পড়লে বাড়তি ১০ দিন সময় দেওয়া হবে অর্থাৎ, ৩০+১০=৪০ দিনের মধ্যে আর্টিকেল লিখে জমা দিতে হবে। 
  • আমরা সময়ের ক্ষেত্রে খুবই সচেতন। আপনি দেরি করে জমা দিলে বা কোন অজুহাত দেখালে কোন কাজ হবে না। আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই আর্টিকেল লিখে জমা দিতে হবে নতুবা  The DU Speech এর সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। 
  • কোন লেখা কপি পেলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আর্টিকেল জমা দিতে ব্যর্থ হলে সাথে সাথে আপনার জামানত ফি  এবং লেখক হওয়ার এক্সেস বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।  
  • প্রতিটি আর্টিকেল ন্যূনতম ১ হাজার শব্দের হতে হবে। তবে ট্রেনিং টাস্কের ৪ টি আর্টিকেল ৩ হাজার শব্দের লিখতে হবে।
  • ইমেজ ওয়েবসাইটে আপলোড করার পূর্বে ইমেজের সাইজ কমিয়ে ২০kb এর মধ্যেই করতে হবে। এই ওয়েবসাইট থেকে ইমেজের সাইজ কমিয়ে নিতে পারবেন।
  • আপনার লেখা প্রতিটি আর্টিকেল ফেসবুকসহ সকল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। আপনার আর্টিকেল যেন অন্যরা পড়তে পারে।
  • আপনি যদি ঠিক মতো ইমেজ এডিট করতে ব্যর্থ হন তাহলে প্রতিটি আর্টিকেলে ১৬ টাকা করে কেটে নেওয়া হবে।
  •  আমাদের নীতিমালা পরিবর্তনশীল। তাই লেখকদের নিয়মিত নীতিমালা চেক করতে হবে ।

১০. কিছু গুরুত্বপূর্ণ কোড 


১১. কয়েকটি আদর্শ আর্টিকেলের লিংক

নিচে কয়েকটি আদর্শ দেওয়া হল। যে আর্টিকেলগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনাকে ঠিক কেমন আর্টিকেল লিখতে হবে। তাই নিচের কয়েকটি আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ুন।

15 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Rashed Ahmed
    Rashed Ahmed November 13, 2023 at 7:41 AM

    ট্রেনিং শুরু করেছি।

  • Tamanna Begum
    Tamanna Begum November 13, 2023 at 7:25 PM

    ট্রেনিং শুরু করেছি- তামান্না বেগম তামু

  • Mosa. Khadiza Akter Mou
    Mosa. Khadiza Akter Mou November 16, 2023 at 12:45 AM

    ট্রেনিং শুরু করেছি - খাদিজা আক্তার মৌ

  • MD. Towhidul Islam
    MD. Towhidul Islam November 16, 2023 at 3:37 AM

    ট্রেনিং শুরু করেছি - মো. তাওহিদুল ইসলাম। ইসলামিক স্টাডিজ, ২০২২-২৩, ঢাকা বিশ্ববিদ্যালয়।

  • Samiyatul Samrin
    Samiyatul Samrin November 17, 2023 at 5:42 AM

    ট্রেনিং শুরু করেছি

  • Adiat Ullah
    Adiat Ullah November 17, 2023 at 8:08 AM

    ট্রেনিং শুরু করেছি

  • Mostofa Imam
    Mostofa Imam November 17, 2023 at 8:13 AM

    ট্রেনিং শুরু করেছি

  • Mehrin Chowdhury
    Mehrin Chowdhury November 17, 2023 at 8:32 AM

    ট্র্র্র্র্রেইনিং শুরু করেছি- মেহেরীন চৌধুরী । ফিন্যান্স, ২০২২-২৩, ঢাকা বিশ্ববিদ্যালয় ।

  • Adiat Ullah
    Adiat Ullah November 18, 2023 at 7:58 AM

    ট্রেইনিং শুরু করেছি- আদিয়াত উল্লাহ, আরবি, সেশন: ২০২২-২৩,ঢাকা বিশ্ববিদ্যালয়।

  • Farhana Anjum Nisa
    Farhana Anjum Nisa November 18, 2023 at 11:07 PM

    কোর্স শুরু করেছি।

  • Fariha Jahan
    Fariha Jahan November 20, 2023 at 3:21 AM

    ট্রেইনিং শুরু করেছি

  • Roza Rownok
    Roza Rownok November 20, 2023 at 10:40 PM

    This comment has been removed by the author.

  • Roza Rownok
    Roza Rownok November 20, 2023 at 10:42 PM

    ট্রেনিং শুরু করেছি

  • Miftahul Jannat Noha
    Miftahul Jannat Noha November 22, 2023 at 6:06 AM

    ট্রেনিং শুরু করেছি

  • Adiat Ullah
    Adiat Ullah November 24, 2023 at 7:58 AM

    ট্রেনিং শুরু করেছি- আদিয়াত উল্লাহ,আরবি, সেশন:২০২২-২৩,ঢাকা বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url