ট্রেইনিং ক্লাস
আর্টিকেল রাইটিং সিজনাল কোর্স আমরা অনলাইন লাইভ ক্লাসে করে থাকি। পাশাপাশি যে কোন সময় কোর্স করার জন্য সকল ক্লাসের প্রিরেকর্ডেড ক্লাস থাকে। লাইভ ক্লাসে কোন কিছু বুঝতে না পারলে এই প্রিরেকর্ডেড ক্লাস থেকে যেকোন সময় যেকোন বিষয় বুঝে নিতে সুবিধা হবে। ক্লাস শুরুর পূর্বে অবশ্যই এই পেজের নিচে গিয়ে কমেন্ট সেকশনে লিখে আসবেন "কোর্স শুরু করেছি" লিখে। এবং প্রতিটি ভিডিও দেখা শেষে কমেন্ট করবেন "ক্লাস সম্পূর্ণ দেখেছি" লিখে।
আর্টিকেল লেখা শেষ হলে আর্টিকেল পাবলিশ না করে এডমিনকে মেসেজ করবেন। আমরা কনফার্ম করার পরই পাবলিশ করতে পারবেন। নিচের ট্রেনিং ক্লাসের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখুন।
আপডেট ট্রেনিং ক্লাস
আর্টিকেল রাইটিং কোর্স!
ব্যাক্তিগত স্কিল ডেভেলপমেন্টের জন্য কোন ক্যাটাগরির আর্টিকেল রাইটিং শেখা উচিত?
ব্লগ রাইটিং কোর্স
মাইনর হেডিং ব্যবহার
ছোট ছোট প্যারায় লেখা।
অতিরিক্ত গ্যাপ না দেওয়া
লিস্ট ট্যাগ ব্যবহার করার নিয়ম।
অর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার
আন অর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার
কি-ওয়ার্ড সেট-আপ করা।(ফোকাস কি-ওয়ার্ড এবং সাব কি-ওয়ার্ড)
জাস্টিফাই এলাইনমেন্টে লেখা।
নো ফলো পার্মালিংক - অন্য ওয়েবসাইটকে ক্রেডিট না দেওয়া।
ডু ফলো পার্মালিংক - অন্য ওয়েবসাইটকে ক্রেডিট দেওয়া
কখন কোন পার্মালিংক ব্যবহার করা উচিত।
কোন কোন কি-ওয়ার্ড এর প্রশ্ন-উত্তর সেকশন হবে?
প্রশ্নের গঠন কেমন হবে?
উত্তর কেমন করে লিখব?
১ বার প্রাসঙ্গিকভাবে কি-ওয়ার্ড সেট-আপ।
নিজের পরামর্শ দেওয়া।
জাস্টিফাই এলাইনমেন্টে লেখা।
লেখা শেষে 01789699509 নম্বরে হোয়াটসঅ্যাপ করুন 'ফোকাস কি-ওয়ার্ড' 'নিজের নাম' 'Article Submitted' লিখে।
কমন যে ভুল সবাই করে
দুটি প্যারার মাঝে বেশি গ্যাপ দিয়ে লেখা
একটি প্যারায় ৬/৭ লাইনের বেশি রাখা।
ছবির সাইজ না কমানো
এলাইনমেন্ট ঠিকঠাক সেট-আপ না করা।
বানান ভুল করা।
গাঁজাখুরি তথ্য বা ভুল তথ্য দেওয়া।
বেশি শব্দের আর্টিকেল লিখতে গিয়ে গাঁজাখুরি বর্ণনা দেওয়া।
অপ্রয়োজনীয় লেখা।
class ="alert info" যুক্ত না করা।
অযথা class = "alert info" যুক্ত করা।
স্ক্রিপ্ট রাইটিং কোর্স (প্রস্তাবিত)
কোন বিষয়ে লিখবেন।
প্রবাস ও স্কলারশিপ
আন্তর্জাতিক রাজনীতি
ইতিহাস
ভৌগোলিক রাজনীতি
বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ
মার্কেট এনালাইসিস
কত শব্দের লিখবেন।
পাবলিক সেন্টিমেন্টাল বোঝা।
SEO কেন এখানে গুরুত্বপূর্ণ?
SEO কী?
SEO কীভাবে করবেন?
সেন্টিমেন্টাল ভূমিকা।
প্রচুর পড়াশোনা এবং রিসার্চ করা উক্ত বিষয়ে।
বিভিন্ন বইয়ের তথ্য বা ভিডিও ক্লিপের তথ্য এড করা।
প্রচুর তথ্যসূত্র এড করা।
আকস্মিক সমাপ্তি
কলাম রাইটিং কোর্স(প্রস্তাবিত)
পরিসংখ্যানময় ভূমিকা / ইউনিক
পক্ষে বিপক্ষে আলোচনা
উক্ত বিভিন্ন পরিসংখ্যান সংগ্রহ এবং তুলে ধরে আলোচনা।
ব্যাক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় দৃষ্টি ভঙ্গিতে ব্যাখ্যা।
ছোট ছোট প্যারায় লেখা
সংবাদ রাইটিং কোর্স (প্রস্তাবিত)
আকর্ষণীয় শিরোনাম।
ভূমিকায় মূল ঘটনা সংক্ষেপে আকর্ষণীয় ভাবে লেখা।
সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংগ্রহ করা। এবং সেটা হুবুহু লেখা কোর্টেশনের মাধ্যমে।
পক্ষ এবং বিপক্ষের ফোন নম্বর সংগ্রহ। সংশ্লিষ্ট বিষয়ে কথা বলা ও কল রেকর্ড করা।
পক্ষ এবং বিপক্ষের বক্তব্য কোর্টেশনের মাধ্যমে তুলে ধরা।
নিরপেক্ষ ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তার বক্তব্য কোর্টেশনের মাধ্যমে তুলে ধরা।
নিরপেক্ষভাবে তুলে ধরা।
নিজের মন্তব্য কখনোই না লেখা।
পাবলিক সেন্টিমেন্টাল বিবেচ্য বিষয় না।
সত্য ঘটনা বর্ণনা বা তুলে ধরা।
আরো পড়ুন সেকশন এড। রিলেটেড সংবাদের লিংক যুক্ত করা।
সূচীপত্র (গত বছরের ট্রেনিং ক্লাস)
- প্রথম ট্রেনিং ক্লাস
- দ্বিতীয় ট্রেনিং ক্লাস
- তৃতীয় ট্রেনিং ক্লাস
- ৪র্থ ট্রেনিং ক্লাস
- গুরুত্বপূর্ণ কিছু নিয়ম
- নতুন নিয়ম
- ৫ম-৮ম ট্রেনিং ক্লাস
- আর্টিকেল সাবমিট করার নিয়ম
- নীতিমালা
- কিছু গুরুত্বপূর্ণ কোড
- কয়েকটি আদর্শ আর্টিকেল
১.প্রথম ট্রেনিং ক্লাস
ইনভাইটেশন একবার একসেপ্ট করার পর দ্বিতীয় বার একসেপ্ট করা সম্ভব না, ইনভ্যালিড দেখাবে তাই ভিডিও দেখার পর ইনভাইটেশন একসেপ্ট করবেন। এটা খুবই সতর্কতার সাথে সমাপ্ত করবেন।
- ইনভাইটেশন একসেপ্ট করে আমাদের ওয়েবসাইটে এসে লিখবেন যেভাবে (ভিডিও: ১১মিনিট ১৪ সেকেন্ড)
- আপনার প্রোফাইল সেট-আপ করবেন যেভাবে (৩মিনিট ৫১ সেকেন্ড)
- আর্টিকেলের টাইটেল বা শিরোনাম কীভাবে লিখবেন? (৫:৫৮)
- পারমালিংক ও লেবেল এড করার নিয়ম(৪:৫৫)
- ভূমিকা লেখার নিয়ম (৫:৫০)
- এলাইনমেন্ট লেখার নিয়ম (৩:৩৩)
- নতুন ট্যাব ব্যবহারের নিয়ম(৩:৩২)
- আর্টিকেল লেখার সেকশনে যাওয়ার উপায় | ইনভাইটেশন ইনভ্যালিড কেন দেখায়?(৩:৪৯)
২.দ্বিতীয় ট্রেনিং ক্লাস
- থাম্বনেইল পিকচার এডিট করার নিয়ম(২৬:১২)
- পিকচারের সাইজ কমানোর উপায়।
- কি-ওয়ার্ড সেট-আপ করার নিয়ম(১৫:২৮)
- আর্টিকেলের সাঁচ ব্যবহার করে আর্টিকেল লেখার নিয়ম
- নিজের প্রোফাইল সেট-আপের নিয়ম
৩.তৃতীয় ট্রেনিং ক্লাস
- কত শব্দের আর্টিকেল লিখবেন? শব্দ সংখ্যা বাড়ানোর উপায়(৪:৫০)
- টাইটেল/শিরোনাম ও লিস্ট ট্যাগের ব্যবহার(৭:৩২)
- 'আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর' সেকশন এড করার নিয়ম(২:১৭)
- 'লেখকের মন্তব্য' সেকশন এড করার উপায়(৩:০১)
- ভূমিকা বাটন এড করার নিয়ম(১৩:১৪)
- আর্টিকেলের টপিক নেওয়া ও সাবমিটের নিয়ম (৩:২৬)
৪.চতুর্থ ট্রেনিং ক্লাস
- আর্টিকেলের সূচীপত্র এড করার নিয়ম (২২:১৯)
- আরও পড়ুন সেকশন এড করার নিয়ম (১২:০১)
- দ্রুততম সময়ে আর্টিকেল লেখার কার্যকরী টিপস্(6:52)
৫.কিছু গুরুত্বপূর্ণ নিয়ম
আর্টিকেল লেখা শুরুর আগে এবং সাবমিট করার পূর্বে এই ভিডিওটি দেখুন
৭. পঞ্চম থেকে অষ্টম ট্রেনিং ক্লাস
৮. আর্টিকেল সাবমিট করার নিয়ম
৯. নীতিমালা জেনে নিন
- কোন ভুল তথ্য দিয়ে পাঠককে বিভ্রান্ত করা যাবে না। যে মাধ্যম থেকে আপনি তথ্য সংগ্রহ করেছেন প্রয়োজনে তার সূত্র উল্লেখ করুন।
- বিশ্বস্ত ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করবেন। মনে রাখবেন আপনার লেখার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত। তাই বানানের ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে হবে। আর্টিকেল লেখা শেষ হলে রিভাইজ করে দেখুন কোন বানান ভুল আছে কিনা?
- একটি বাক্যও কপি করা যাবে না। তবে আইডিয়া কপি করা যাবে। মনে করুন কয়েকজন একটি সৃজনশীল প্রশ্নের উত্তর গাইড থেকে পড়েছেন শুধু ধারনা নেওয়ার জন্য। এখন পরীক্ষার খাতায় সবার উত্তর কিন্তু এক হলেও ভাষা সবারই আলাদা আলাদা হবে। বিষয়টি ঠিক এমনই।
- এমনভাবে আর্টিকেল লিখুন যেন তা পাঠকের মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়। পাঠক যেন শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ে।
- আর্টিকেলের তথ্য গুগল এবং ইউটিউব থেকে সংগ্রহ করতে হবে। উক্ত বিষয়ে যদি নিজের অভিজ্ঞতা থাকে তাহলে নিজের মতো করেও লেখা যাবে।
- ইউটিউব থেকে আপনি খুব সহজেই তথ্য পেয়ে যাবেন।
- আর্টিকেল লেখার সময় বেশি বেশি লিস্ট ট্যাগ ব্যবহার করুন। এতে পাঠকের মনোযোগ ধরে রাখা যায়।
- ছোট ছোট প্যারা ব্যবহার করে লিখবেন। বড় প্যারায় লেখা নিষিদ্ধ এতে পাঠক বিরক্ত হয়।
- আপনার লেখার মধ্যে ছোট ছোট শিরোনাম ব্যবহার করে লিখুন।
- লেখায় অযথা কঠিন ভাষা ব্যবহার করবেন না।
- এমনভাবে লিখবেন যেন পাঠক মনে করে আপনি তার সাথে গল্প করছেন। বুঝেছেন, তো?
- একটি আর্টিকেলের প্রধান বিষয় হলো কি-ওয়ার্ড সেট-আপ। যত বেশি বার পারেন প্রাসঙ্গিকভাবে কি-ওয়ার্ড সেট-আপ করুন। কি-ওয়ার্ড সেট-আপ এর উপর আর্টিকেলের র্যাংকিং নির্ভর করে। এই ভেতরের গাঠনিক বিষয়ে একজন সাধারণ পাঠক অজ্ঞ। কিন্তু এই বিষয় আপনাকে মনে রেখে আর্টিকেল লিখতে হবে। আবার খুব বেশি কি-ওয়ার্ড সেট-আপ করবেন না, যা দেখে একজন পাঠক বিরক্ত হবে।
- এক মাসে ৬০টি আর্টিকেল লিখে জমা দিতে হবে।
- অসুস্থ্যতা/পরীক্ষা/অনান্য সমস্যায় পড়লে বাড়তি ১০ দিন সময় দেওয়া হবে অর্থাৎ, ৩০+১০=৪০ দিনের মধ্যে আর্টিকেল লিখে জমা দিতে হবে।
- আমরা সময়ের ক্ষেত্রে খুবই সচেতন। আপনি দেরি করে জমা দিলে বা কোন অজুহাত দেখালে কোন কাজ হবে না। আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই আর্টিকেল লিখে জমা দিতে হবে নতুবা The DU Speech এর সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে।
- কোন লেখা কপি পেলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আর্টিকেল জমা দিতে ব্যর্থ হলে সাথে সাথে আপনার জামানত ফি এবং লেখক হওয়ার এক্সেস বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- প্রতিটি আর্টিকেল ন্যূনতম ১ হাজার শব্দের হতে হবে। তবে ট্রেনিং টাস্কের ৪ টি আর্টিকেল ৩ হাজার শব্দের লিখতে হবে।
- ইমেজ ওয়েবসাইটে আপলোড করার পূর্বে ইমেজের সাইজ কমিয়ে ২০kb এর মধ্যেই করতে হবে। এই ওয়েবসাইট থেকে ইমেজের সাইজ কমিয়ে নিতে পারবেন।
- আপনার লেখা প্রতিটি আর্টিকেল ফেসবুকসহ সকল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। আপনার আর্টিকেল যেন অন্যরা পড়তে পারে।
- আপনি যদি ঠিক মতো ইমেজ এডিট করতে ব্যর্থ হন তাহলে প্রতিটি আর্টিকেলে ১৬ টাকা করে কেটে নেওয়া হবে।
- আমাদের নীতিমালা পরিবর্তনশীল। তাই লেখকদের নিয়মিত নীতিমালা চেক করতে হবে ।
ট্রেনিং শুরু করেছি।
ট্রেনিং শুরু করেছি- তামান্না বেগম তামু
ট্রেনিং শুরু করেছি - খাদিজা আক্তার মৌ
ট্রেনিং শুরু করেছি - মো. তাওহিদুল ইসলাম। ইসলামিক স্টাডিজ, ২০২২-২৩, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ট্রেনিং শুরু করেছি
ট্রেনিং শুরু করেছি
ট্রেনিং শুরু করেছি
ট্র্র্র্র্রেইনিং শুরু করেছি- মেহেরীন চৌধুরী । ফিন্যান্স, ২০২২-২৩, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
ট্রেইনিং শুরু করেছি- আদিয়াত উল্লাহ, আরবি, সেশন: ২০২২-২৩,ঢাকা বিশ্ববিদ্যালয়।
কোর্স শুরু করেছি।
ট্রেইনিং শুরু করেছি
This comment has been removed by the author.
ট্রেনিং শুরু করেছি
ট্রেনিং শুরু করেছি
ট্রেনিং শুরু করেছি- আদিয়াত উল্লাহ,আরবি, সেশন:২০২২-২৩,ঢাকা বিশ্ববিদ্যালয়।