লোড শেডিংয়েও অদম্য ঢাবির একাত্তর হলের শিক্ষার্থীরা!
পড়াশোনা নিয়ে আমরা কতই না অযুহাত দেখাই। কিন্তু সামনে যদি থাকে ক্যারিয়ার গড়ার লড়াই তাহলে কোন অযুহাতই থামাতে পারে না অদম্য শিক্ষার্থীদের। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের রিডিং রুমে হুট করেই নিভে যায় বাতি। এতে কোনরকম বিচলিত না হয়ে দেখা যায় শিক্ষার্থীরা ফোনের আলোতে পড়াশোনা শুরু করে।
ঢাবি শিক্ষার্থীদের এমন অদম্য আগ্রহ যে কোন শিক্ষার্থীদের জন্যই হতে পারে বরাবরের মতো অনুপ্রেরণা উৎস।
আরও পড়ুনঃ
ঢাবি শিক্ষার্থী রাসেলের নতুন অর্জন
তালা ভেঙে প্রবেশ অমর একুশে হলে প্রবেশ