OrdinaryITPostAd

কানাডা লেবার ভিসা ২০২৩ [নতুন বিজ্ঞপ্তি]

 কানাডা লেবার ভিসা ২০২৩ সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই।  ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠন এ আজকে কানাডা লেবার ভিসা ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। কানাডা লেবার ভিসা ২০২৩ সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ুন।



আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন)

১. কানাডা লেবার ভিসা কী?  কানাডা লেবার ভিসা ২০২৩

কানাডা লেবার ভিসা ২০২৩ পেতে আপনাকে অবশ্যই কানাডার কোন নাগরিকের থেকে লেবার হিসেবে কাজ করার অনুমোদন পেতে হবে, নতুবা আপনি কানাডা লেবার ভিসা ২০২৩ এ কানাডা যেতে পারবেন না। 

কানাডায় চাকরির পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লেবার নিয়োগ দেওয়া হয়, যে সকল কাজের জন্য আপনি লেবার ভিসায় কানাডা যেতে পারবেন। কানাডা গত 2021 সাল পর্যন্ত গত তিন বছরে প্রায় 10 লাখ লেবার  নিয়োগ দিয়েছে কানাডা লেবার ভিসা  এর মাধ্যমে।

কানাডায় কর্মী নিয়োগের ক্ষেত্রেও দক্ষতা ও অভিজ্ঞতাকে অনেক গুরুত্ব দেওয়া হয়। তাছাড়াও স্বল্প অভিজ্ঞতায় লেবার হিসেবে আপনি সরকারিভাবে কানাডা যেতে পারেন। প্রতি বছর লাখ লাখ মানুষ সরকারিভাবে শ্রমিক হিসেবে কানাডা যায় কাজের সন্ধানে।প্রায় 347 টি পেশায় এই জনবল নিয়োগ দিয়ে থাকে কানাডা। যার মধ্যে রয়েছে প্রশাসনিক সহকারি, বিক্রয়কর্মী ,হেয়ার স্টাইলিস্ট ইত্যাদি। তাই আপনাকে কানাডা লেবার ভিসা ২০২৩ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে।

আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কানাডায় গিয়ে চাকরি বা লেবার হিসেবে কাজ করা ছাড়াও IEC অর্থাৎ (ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কানাডা) এর আওতায় 15 থেকে 35 বছর বয়সী মানুষ চাকরির লেটার ছাড়াই কানাডা যেতে পারে। তবে এদের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে নিজ খরচে বা সরকারিভাবে কানাডা যেতে হতে পারে। তাই আপনাকে কানাডা লেবার ভিসা ২০২৩ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে।


আপনারা পড়ছেন কানাডা লেবার ভিসা ২০২২

২. প্রাথমিক আবেদনের নিয়ম | কানাডা লেবার ভিসা ২০২৩

আপনি যদি সরকারিভাবে কানাডা গিয়ে চাকরি করতে চান সে ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম কানাডার কোন কোম্পানি বা সেক্টরে চাকরির জন্য সার্কুলার দিয়েছে সে বিষয়ে ভালোভাবে খোঁজখবর রাখতে হবে। পাশাপাশি, দেশের বেশিরভাগ চাকরি দক্ষতা অভিজ্ঞতা নির্ভর। এক্ষেত্রে আপনার প্রশিক্ষণের প্রয়োজন হতে পারে। এজন্য চাকরি প্রার্থী হিসেবে সরকারিভাবে কানাডা যেতে চাইলে বৈদেশিক বিভিন্ন চাকরির সার্কুলার ছাপানো হয় এমন দৈনিক পত্রিকাগুলোতে নিয়মিত খেয়াল রাখতে হবে ।এছাড়া আপনি চাইলে অনলাইনে ও বৈদেশিক চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিশ দেখতে পারেন । তাই আপনাকে কানাডা লেবার ভিসা ২০২৩ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে।

এছাড়া চাকরি প্রার্থী হিসেবে সরকারিভাবে কানাডা যেতে চাইলে প্রথমে চাকরি প্রার্থীর নাম রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য আপনাকে আপনার নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয় এর প্রবাসী কল্যাণ শাখায় যোগাযোগ করতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী সার্বিক কার্যাবলি সম্পন্ন করতে হবে।

কানাডা থেকে কোন চাকরির যদি সার্কুলার দেওয়া হয় তাহলে সেখানে প্রাথমিকভাবে আবেদন করতে হবে এবং নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম সম্পাদন করতে হবে।

সরকারিভাবে কানাডা যাওয়ার জন্য সর্ব প্রথমে আপনাকে একটি পাসপোর্ট তৈরি করতে হবে। পাসপোর্ট তৈরি একটু সময় সাপেক্ষ ব্যাপার। পাসপোর্ট তৈরির জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয় এজন্য আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে পাসপোর্ট তৈরি করতে হবে। তবে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ অসচেতনতাবসত অনৈতিকভাবে তৈরিকৃত জাল পাসপোর্ট আপনার জীবন ও ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য কানাডা যাওয়ার জন্য পাসপোর্ট তৈরির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অতীব প্রয়োজনীয়। পাশাপাশি , আবেদন করার জন্য এবং বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় বিভন্ন ধরনের কাগজপত্র সংগ্রহ, মেডিকেল টেস্ট করা, জনশক্তি মন্ত্রণালয় থেকে ছাড়পত্র ইত্যাদির কাগজপত্র প্রস্তুত করতে হবে। তাই আপনাকে কানাডা লেবার ভিসা ২০২৩ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে।


আপনারা পড়ছেন কানাডা লেবার ভিসা ২০২২

৩. কানাডা লেবার ভিসার যোগ্যতা | কানাডা লেবার ভিসা ২০২৩

আপনি যদি সরকারিভাবে কানাডা গিয়ে টাকা উপার্জন করতে চান ,তাহলে আপনার নির্দিষ্ট কিছু যোগ্যতার প্রয়োজন আছে। কানাডায় অধিকাংশ সময়ই অভিজ্ঞতা যোগ্যতা ও দক্ষতা ভিত্তিক কাজের জন্য নিয়োগ দেওয়ায় ,সরকারিভাবে কানাডা গিয়ে কাজ করার জন্য ভিসা পেতে কিছু যোগ্যতার প্রয়োজন হয় । আপনার মধ্যে যদি সেসব যোগ্যতা থাকে তাহলে আপনি সরকারিভাবে কানাডা গিয় টাকা উপার্জন করতে পারেন। কানাডা কাজের ভিসা পেতে প্রয়োজনীয় যোগ্যতা নিম্নরূপ-

  • আবেদনকারীর ছবি
  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে।
  • চাকরির অভিজ্ঞতার সনদপত্র ও প্রমাণপত্র
  • আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে
  • আবেদনকারীর সরকার কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন কার্ড থাকতে হবে।
  • আবেদনকারী বিবাহিত হলে বিবাহ সনদ প্রয়োজন হতে পারে।
  • যে কোন চাকরির কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও অভিজ্ঞতার সনদ বা প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।
  • পর্যাপ্ত ব্যাংক সলভেন্সি
  • মেডিকেল রিপোর্ট
  • পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি।
এছাড়াও নির্দেশনা অনুযায়ী আবেদনকারীর সকল ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বসহকারে খেয়াল রাখতে হবে যে আবেদনকারী বা আবেদনকারীর পিতা মাতার নাম এর বানান যেন সকল ডকুমেন্ট পেপারে সামঞ্জস্যপূর্ণ হয়। নামের বানানে অসঙ্গতি দেখা দিলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না । এছাড়াও আবেদনে প্রদানকৃত সকল তথ্য সত্য ও সঠিক হতে হবে। তাই আপনাকে কানাডা লেবার ভিসা ২০২৩ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে।

আপনারা পড়ছেন কানাডা লেবার ভিসা ২০২৩

৪. প্রয়োজনীয় কাগজপত্র | কানাডা লেবার ভিসা ২০২৩

সরকারিভাবে কানাডা গিয়ে যদি আপনি চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার কিছু কাগজপত্র প্রয়োজন হবে।কানাডায় চাকরির অফার পেতে যেসব কাগজপত্র প্রয়োজন হতে পারে তা নিম্নরূপ-

  • আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে
  • আবেদনকারীর চার কপি ছবি। [ব্যাকগ্রাউন্ড সাদা, সাইজ - 35"×45"]
  • পাসপোর্ট এর ইনফরশন পেজ এর স্ক্যান কপি
  • শিক্ষাগত সকল সনদের স্ক্যান কপি
  • অভিজ্ঞতার সনদপত্র সমূহ ইত্যাদি।
আপনারা পড়ছেন কানাডা লেবার ভিসা ২০২২

৫. অভিবাসনের আবেদন করার প্রয়োজনীয় কাগজ | কানাডা লেবার ভিসা ২০২৩

সরকারিভাবে কানাডায় গিয়ে সকল অভিবাসন সুবিধা ভোগ করার জন্য প্রথমে আপনাকে কানাডায় অভিবাসন এর জন্য আবেদন করতে হবে। কানাডায় অভিবাসন এর জন্য আবেদন করতে যে সকল কাগজপত্র প্রয়োজন তা নিম্নরূপ-

  • আবেদনকারীর একটি পূর্ণাঙ্গ বায়ো ডাটা
  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা 
  • পুলিশ ক্লিয়ারেন্স 
  • মেডিকেল রিপোর্ট 
  • পারিবারিক বিভিন্ন তথ্য 
  • ব্যাংক স্টেটমেন্ট 
  • ইসিএ সনদ 
  • চাকরির অভিজ্ঞতা সনদপত্র ও প্রমাণপত্র
  •  আইইএলটিএস স্কোর ইত্যাদি।

উক্ত কাগজপত্র মাধ্যমে আপনি কানাডা গিয়ে অভিবাসনের জন্য আবেদন করতে পারেন এবং অভিবাসন আবেদন গ্রান্টেড হলে আপনি অভিবাসী হিসেবে সম্পূর্ণ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।তাই আপনাকে কানাডা লেবার ভিসা ২০২৩ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে।

আপনারা পড়ছেন কানাডা লেবার ভিসা ২০২৩

৬. লেখকের মন্তব্য  | কানাডা লেবার ভিসা ২০২২

কানাডা লেবার ভিসা ২০২৩ পাওয়া তেমন একটা কঠিন নয়, তবে কানাডা লেবার ভিসা ২০২৩ পেতে আপনাকে কানাডার কোন নাগরিকের হতে কাজের আমন্ত্রণ পত্র পেতে হয়। এজন্য অনেকের কাছেই মনে হয় কানাডা লেবার ভিসা ২০২৩ পাওয়া অনেক কঠিন। সঠিক নিয়মে কানাডা যেতে আপনাকে উপরের প্রদত্ত তথ্য অনুসরণ করে আবেদন করুন। কোন ধরণের লুকোচুরি বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জড়িত হবেন না। অন্যায় পথে কানাডা যাওয়ার চেষ্টা করবেন না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • numan
    numan September 17, 2022 at 1:07 AM

    armanmiah890890@gmail.com

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url