OrdinaryITPostAd

আড়ং পার্ট টাইম জব ২০২৩ | আড়ং পার্ট টাইম জব |সিলেট|চট্রগ্রাম

 বাংলাদেশের সেরা কিছু পোশাক ব্যান্ডের মধ্যে অন্যতম আড়ং। প্রতিবছরই আড়ং পার্ট টাইম জব হিসেবে আড়ং এর সেলসম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। আড়ং পার্ট টাইম জব করার জন্য অনেকেই আগ্রহ পোষণ করে থাকেন। আজকের এই আর্টিকেল আড়ং পার্ট টাইম জব ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আড়ং পার্ট টাইম জব ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন, কারণ একটি প্রতিষ্ঠানে আপনি পার্ট টাইম জব করার পূর্বে তার সম্পর্কে বিস্তারিত জানলে ভাইভাসহ আপনার পার্ট টাইম জব করতেও বেশ সুবিধা হবে। 

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান, তার ওপর ক্লিক করুন)

  1. আড়ং কী?
  2. SSC/HSC পাশে আড়ং পার্ট টাইম জব
  3. আড়ং এর হাইপ্রোফাইল পার্টটাইম এবং ফুলটাইম জব
  4. আড়ং পার্ট টাইম জব চট্টগ্রাম
  5. আড়ং পার্ট টাইম জব সিলেট
  6. আড়ং এর শাখা সমূহ
  7. লেখকের মন্তব্য

১.আড়ং কী?

আড়ং বাংলাদেশের হস্ত ও কারুশিল্প ব্যবসায় একটি প্রতিষ্ঠান। বিশেষ করে আড়ং পোশাকের জন্য বিখ্যাত। সহজ করে বললে পোশাকের একটি ব্র্যান্ডের নাম আড়ং। বাংলাদেশের অভিজাত শ্রেণীর মানুষদের প্রথম পছন্দ আরং এর  পোশাক। আরং এর স্পেশাল পাঞ্জাবি এর চাহিদা ব্যাপক সম্পূর্ণ বাংলাদেশ জুড়েই।
বিখ্যাত ব্র্যাকের পরিচালক ফজলে হাসান আবেদ আড়ং প্রতিষ্ঠা করেন। ফজলে হাসান আবেদ হাজার ১৯৭৮ সালের ১৮ই ডিসেম্বর আড়ং প্রতিষ্ঠা করেন। আরং এর জনপ্রিয়তার জন্য সারা বাংলাদেশ এ বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ দেশের আটটি শহরে আরং এর মোট 21 টি শাখা রয়েছে।
আড়ং পোশাকের ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় হলেও এর বেশ কিছু সমালোচনা রয়েছে। 2019 সালে দ্বিগুণ দামে পণ্য বিক্রির অভিযোগে উত্তরা শাখা কে ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আরং এর বিক্রয় কর্মী পদে একটি নিয়োগ পরীক্ষায় এক মুসলিম যুবকের সাক্ষাৎকারের অসন্তুষ্টির কারণ এর বেশি সমালোচনা করতে হয় আড়ং কে।

২. SSC/HSC পাশে আড়ং পার্ট টাইম জব | আড়ং পার্ট টাইম জব

আড়ং বিশেষ মৌসুম উপলক্ষে সেলসম্যান হিসেবে পার্ট টাইম জব অফার করে থাকে সাধারণ জনগণের জন্য। ঈদুল ফিতর এবং ঈদ-উল-আযহা সহ বৈশাখের সময় এবং বিভিন্ন ইভেন্টে অধিক পরিমাণ গ্রাহক আড়ং এর বিভিন্ন শাখায় প্রচুর চাপ তৈরি করে। এই সকল উৎসব মুখর সময়ে গ্রাহকদের বাড়তি চাপ সামলাতে আর কর্তৃপক্ষ এর প্রয়োজন হয় বাড়তি সেলসম্যান এর।

এই সাময়িক সময়ের জন্য আড়ং পার্ট টাইম জব অফার করে। সাধারণত এই পার্ট টাইম জব এক থেকে দুই মাস স্থায়ী হতে পারে। এই সকল সার্কুলার স্থানীয় আড়ং এর শাখাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রিন্ট করে দেওয়ালে ঝোলানো থাকে। আপনি সেখান থেকে সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন। তাই আপনাকে এ সম্পর্কে বিস্তারিত জানতে স্থানীয় আড়ং এর শাখায় যোগাযোগ করুন। আড়ং এর এই পার্ট টাইম জবের বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি প্রকাশ হলেই আমরা আপডেট করে দেবো।

আড়ং যেসকল গুণাবলী পার্টটাইম জবের ক্ষেত্রে প্রাধান্য দেয় | আড়ং পার্ট টাইম জব| আড়ং পার্ট টাইম জব

  • আপনার বিনয়ী। গ্রাহকদের সাথে ঠিক কতটুকু বিনয়ী ভাষায় আপনি কথা বলেন তা আড়ং গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
  • দায়িত্বশীলতা। আপনার উপর সে দায়িত্ব অর্পণ করা হবে তা আপনি ঠিক কতটুকু আন্তরিক ভাবে পালন করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ।
  • গ্রাহক সেবা। আপনার আচরণ এবং আপনার কথাবার্তায় গ্রাহক যেন সন্তুষ্ট হয়। সেদিকে অবশ্যই বাড়তি নজর দিতে হবে।
  • সমস্যা সমাধান। কোন গ্রাহক যদি কোন সমস্যায় পড়েন, যথাসাধ্য আপনাকে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।
এসএসসি এইচএসসি পাশে আড়ং পার্ট টাইম জব এর বেতন | আড়ং পার্ট টাইম জব
যেহেতু কোনো অভিজ্ঞতা এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ছাড়াই আড়ং পার্ট টাইম জব আপনাকে প্রদান করে থাকে। তাই স্বাভাবিকভাবেই এর বেতন একটু কম হবে। সাধারণত ০৮-১৫ হাজার টাকা বেতন প্রদান করে থাকে। 

চাকরির ধরণ | আড়ং পার্ট টাইম জব
পার্ট টাইম । সাধারণত যে সকল পার্ট টাইম জব একটি নির্দিষ্ট সময়ে প্রদান করা হয় তাই চাহিদা ফুরিয়ে গেলে আপনার চাকরি ও শেষ হয়ে যাবে।

পার্ট টাইম জব এর অভিজ্ঞতা|আড়ং পার্ট টাইম জব
পার্ট টাইম সেলসম্যান এর জব এর জন্য সাধারণত প্রার্থীদের কোন পূর্ব অভিজ্ঞতা না থাকলেও সমস্যা হয় না। কিন্তু আপনি যদি এর পূর্বে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এ সেলসম্যান হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রাধান্য দেয়া হবে।

আড়ং পার্ট টাইম জব এর প্রয়োজনীয় বিষয় সমূহ | আড়ং পার্ট টাইম জব
  • বয়স নির্দিষ্ট নয়। আড়ং এর পার্ট টাইম জবের জন্য নির্দিষ্ট কোনো বয়স প্রযোজ্য নয়।
  • পেশাদারি মনোভাব। আপনি যখন সেলসম্যান এর পার্ট টাইম জব করবেন আপনাকে অবশ্যই পেশাদারি মনোভাব বজায় রাখতে হবে ।
  • সাহসী। আপনাকে অবশ্যই সাহসি হতে হবে এবং কনফিডেন্সের সাথে গ্রাহকদের সেবা প্রদান করতে হবে।
  • সঠিক শিষ্টাচার। গ্রাহকদের সাথে আপনার ব্যবহার ঠিক কেমন হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দক্ষতা। সে দক্ষতা আপনাকে অর্জন করতে হবে এবং ভদ্রতার সাথে এবং মাধুর্যতা বজায় রেখে গ্রাহকদের সাথে কথা বলতে হবে।
  • উত্তম যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা।
কর্মস্থল | আড়ং পার্ট টাইম জব
সাধারণত বাংলাদেশের আটটি বিভাগের শহরে 21 টি শাখা রয়েছে। তার যে কোন শাখায় আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে। তাই নিয়োগ পাওয়ার পূর্বে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিন।

চাকরির ধরন | আড়ং পার্ট টাইম জব
আরো একটি বেসরকারী প্রতিষ্ঠান। আরং এর প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। তাই নিশ্চিত বুঝতে পারছেন আড়ং এর পার্ট টাইম জব সরকারি হওয়ার কোন সুযোগ নেই।

কোম্পানির সুযোগ সুবিধা | আড়ং পার্ট টাইম জব
আড়ং এ চাকুরীজীবীরা সাধারণত দুইটি উৎসব ভাতা পেয়ে থাকে। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর এর দুইটি বার্ষিক উৎসব ভাতা প্রদান করা হয় যারা আড়ং এ পার্ট টাইম জব করেন। 

সিভি প্রদান করার ঠিকানা | আড়ং পার্ট টাইম জব
আড়ং এ পার্ট টাইম জব করার জন্য আপনাকে তাদের নির্দিষ্ট ইমেইলে জীবন বৃত্তান্ত বা আপনার সিভি পাঠাতে হবে। নিচের লিংকে ক্লিক করে আপনার সিভি বা জীবন বিত্তান্ত পাঠান।


৩. আড়ং এর হাই প্রোফাইল পার্ট টাইম ও ফুল টাইম জব


আড়ং এর হাই হাই প্রোফাইল জব এ পার্ট টাইম হিসেবে কাজ করার সুযোগ নেই।  এখানে আপনাকে প্রোফেশনালি ফুল-টাইম জব করতে হবে। 

পদের নাম | আড়ং জব ২০২৩

অ্যাসিস্ট্যান্ট, ওয়্যারহাউজ, ই-কমার্স।

আড়ং এর হাই প্রফেশনাল জবে সাধারণত এই তিনটি পদ এভেলেবেল। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের পদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে থাকে আড়ং কর্তৃপক্ষ। 

কর্মস্থল | আড়ং জব ২০২৩

নির্দিষ্ট নয়।

আড়ং এর আটটি বিভাগীয় শহরে মোট 21 টি শাখা রয়েছে। আপনাকে এর যে কোন শাখায় কাজ করতে হতে পারে। তাই কর্মস্থল নির্দিষ্ট নয়। আপনি যদি এই জব করতে চান অবশ্যই আপনাকে যেকোন কর্মস্থলে চাকরি করার মানসিকতা অর্জন করে তারপরও আবেদন করতে হবে।

শূন্যপদ | আড়ং জব ২০২৩

নির্দিষ্ট নয়।

আড়ং এর জবের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শূন্য পদ দেখায় না। তারা তাদের প্রয়োজন অনুযায়ী নিয়োগ প্রদান করে থাকে। আপনি আবেদন করলে আপনার যোগ্যতা বিবেচনা করে তারা আপনাকে নিয়োগ প্রদান করে থাকে।

জব এর দায়িত্ব সমূহ |আড়ং পার্ট  টাইম জব ২০২৩
  • ক্যাটাগরি অনুযায়ী প্রডাক্ট সমূহ নির্দিষ্ট বিনে স্টোর নিশ্চিত করা
  • অর্ডার অনুযায়ী প্রোডাক্ট কোড, সংখ্যা, সাইজ ইত্যাদি মিলিয়ে প্রোডাক্ট খুঁজে বের করা ও প্রোডাক্ট গুলো দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির কাছে হস্তান্তর করা
  • পণ্য ডেলিভারি সময় অন্যের সঠিকতা যাচাই এবং সঠিকভাবে প্যাকিং নিশ্চিত করা
  • সঠিক সময়ে কাস্টমারের পণ্য ডেলিভারি নিশ্চিত করার জন্য স্টোরের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা
  • স্ক্যানার ও কম্পিউটার ব্যবহারের মাধ্যমে পণ্য গ্রহণ ও হস্তান্তর নিশ্চিত করা
  • নিজের দায়িত্বরত যোনের দায়-দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা
  • মালামাল সংরক্ষিত এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

কর্মঘন্টা | আড়ং জব ২০২৩

ফুলটাইম

আড়ং এর হাই প্রফেশনাল জব  ফুলটাইম করতে হবে। কেননা এটা নির্দিষ্ট কোন সময়ের জন্য নয়, আপনাকে সারা বছরই আরো কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করতে হবে। তাই আড়ং এর হাই-প্রফেশনাল জবাবের কর্মঘন্টা ফুলটাইম।

শিক্ষাগত যোগ্যতা | আড়ং জব ২০২৩

স্নাতক অধ্যায়নরত বা সমমান পাস।

হাইপ্রোফাইল জবের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু বেশি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। কেন আপনার আন্ডারে বেশ কিছু কর্মী কাজ করবে। সুতরাং আপনাকে স্নাতক অধ্যায়নরত বা সমমান সম্পন্ন করতে হবে এই জবের ক্ষেত্রে।

সুযোগ-সুবিধা | আড়ং জব ২০২৩

  • প্রভিডেন্ট ফান্ড
  • গ্রাচুইটি
  • উৎসব বোনাস
  • স্বাস্থ্য ও জীবন বীমা
  • প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা

আবেদনের সময়সীমা | আড়ং জব ২০২৩

  • নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানিয়ে দেওয়া হবে।

৪. আড়ং পার্ট টাইম জব চট্টগ্রাম|আড়ং পার্ট টাইম জব ২০২৩

আড়ং পার্ট টাইম জব চট্টগ্রাম অনুসন্ধান করে থাকলে আপনার জন্য আমাদের বেশ কিছু পরামর্শ থাকবে। চট্টগ্রাম এ আড়ং পার্ট টাইম জব পেতে চাইলে, আপনাকে আরং এর চট্টগ্রাম শাখায় যোগাযোগ করতে হবে। বিভিন্ন শাখায় আড়ং মূলত শোরুম এর
 সেলসম্যান নিয়োগ প্রদান করে থাকে। এ সকল নিয়োগ আড়ং তার নিজস্ব মূল বিজ্ঞপ্তিতে প্রকাশ করে না। এই সেলসম্যান নিয়োগ করার জন্য আড়ং কর্তৃপক্ষ স্থানীয় শাখায় বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তাই আড়ং পার্ট টাইম জব চট্টগ্রাম এ নিয়োগ পেতে স্থানীয় শোরুমে বা শাখায় আপনাকে যোগাযোগ করতে হবে।

৫. পার্ট টাইম জব সিলেট|আড়ং পাট টাইম জব ২০২৩

টাইম জব সিলেট অনুসন্ধান করতে আপনাকে বেসিক কিছু বিষয় জানতে হবে। সিলেট এ আড়ং পার্ট টাইম জব করতে চাইলে সিলেট এর আড়ং শাখায় আপনাকে যোগাযোগ করতে হবে। ইতিমধ্যেই আপনি হয়তো জেনে গেছেন যে মূল দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আড়ং কর্তৃপক্ষ কেন্দ্রীয় শাখা থেকে প্রকাশ করে থাকে। যেমন ব্যবস্থাপনা পরিচালক, শাখা পরিচালক । তাছাড়া শোরুমে সেলসম্যান নিয়োগ প্রদান আড়ং এর বিভিন্ন শাখা পরিচালনা করে থাকে। সুতরাং পার্ট টাইম জব সিলেট এ নিয়োগ পেতে আপনাকে আরং এর সিলেট শাখায় যোগাযোগ করতে হবে।

৬. আড়ং  এর শাখা সমূহ

সমস্ত বাংলাদেশ ব্যাপী আড়ং  এর মোট ২১ টি শাখা রয়েছে। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে  আড়ং এর শাখা সমূহ অবস্থিত। যদি ও রাজশাহীতে আড়ং এর কোন শাখা নেই।  ঢাকা বগুড়া নারায়ণগঞ্জ চট্টগ্রাম খুলনা সিলেট কুমিল্লা ও ময়মনসিংহে ২০ টি এবং ধানমন্ডিতে একটি আড়ং কর্তৃপক্ষ এর শাখা রয়েছে।

৭. লেখক এর মন্তব্য | আড়ং জব ২০২৩

 আড়ং পার্টটাইম জবের ক্ষেত্রে সুযোগ খুবই কম। এবং এদের নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করাও বেশ কঠিন। আরং এর পার্ট টাইম জব করতে হলে আপনাকে একটু সচেতন হতে হবে। এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আরং এর নিয়োগ বিজ্ঞপ্তি লিখে বড় বড় আর্টিকেল লেখা রয়েছে কিন্তু সঠিক তথ্য এর অভাব রয়েছে প্রায় সব খানেই। তাই আপনাকে একটু সচেতন হতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url