OrdinaryITPostAd

এক থেকে একশ বানান | ১ থেকে ১০০ পর্যন্ত বানান ও প্রমিত উচ্চারণ

এক থেকে একশ পর্যন্ত সংখ্যার বানান এবং শুদ্ধ উচ্চারণ নিয়ে আমাদের এই আর্টিকেলটি সহজ ভাবে সাজানো হয়েছে।  যারা শিক্ষার প্রাথমিক পর্যায়ে আছে বিশেষ করে তাদের জন্য এক থেকে একশ  বানান শেখা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত এই ওয়েবসাইটে এখন আপনাদের জানাব এক থেকে একশ  বানান এবং তার শুদ্ধ উচ্চারণ। এক থেকে একশ বানান ও শুদ্ধ উচ্চারণ জেনে নিন এই আর্টিকেল থেকে। এক থেকে একশ বানান মনে রাখতে মনের মধ্যে বানানোর ছবি ধারণ করার চেষ্টা করবেন এত সহজে মনে থাকবে।



আর্টিকেল সূচিপত্র

  1. এক থেকে একশ বাংলা বানান
  2. থেকে একশ বানান এর উচ্চারণ
  3. এক থেকে একশ বানান ইংরেজি
  4. বাংলা বানানের ইতিহাস
  5. এক থেকে একশ বানানের দ্বন্দ্ব 
  6. এক থেকে একশ বানানের ছবি
  7. এক থেকে একশ বানান pdf download
  8. লেখক এর মন্তব্য

এক থেকে একশ বানান | ১ থেকে ১০০ পর্যন্ত বানান

এক থেকে একশ বানান এখানে দেওয়া আছে। প্রথমে সংখ্যাবাচক অংক তারপরে গণনা বাচক শব্দের বানান দেওয়া আছে। জেনে নিন এক থেকে একশ বানান। ১ থেকে ৫০ পর্যন্ত বানান নিয়ে অনেকেই অনুসন্ধান করেন। আবার, অনেকেই ৫০ থেকে ১০০ বানান নিয়ে অনুসন্ধান করেন। এখানে আমরা ১ থেকে ৫০ নয় বা ৫০ থেকে ১০০ নয় এখানে ১ থেকে ১০০ পর্যন্ত বানান এর সম্ভার রয়েছে। বাংলা সংখ্যা বানান এর পাশাপাশি উচ্চারণও দেওয়া আছে।  


অংক বানান উচ্চারণ
এক  অ্যাক্  
দুই দুই্
তিন তিন্
চার  চার্
 পাঁচ পাঁচ্
ছয়  ছয়্
সাত  শাত্
আট আট্
নয় নয়্
১০ দশ দশ্
১১ এগারো অ্যাগারো
১২ বারো বারো
১৩ তেরো ত্যারো
১৪ চৌদ্দ চোদ্দো
১৫ পনের পোনেরো
১৬ ষোল শোলো
১৭ সতেরো শতেরো
১৮ আঠারো আঠারো
১৯ ঊনিশ উনিশ্
২০ বিশ কুড়ি/বিশ্
২১ একুশ একুশ্
২২ বাইশ বাই্শ্
২৩ তেইশ  তেই্শ্
২৪ চব্বিশ চোব্‌বিশ্
২৫ পঁচিশ পোঁচিশ্
২৬ ছাব্বিশ ছাব্‌বিশ্
২৭ সাতাশ  সাতাশ্
২৮  আটাশ  আটাশ্
২৯ ঊনত্রিশ উনোত্‌ত্রিশ্
৩০  ত্রিশ ত্রিশ্
৩১ একত্রিশ একোত্‌ত্রিশ্
৩২ বত্রিশ বোত্‌ত্রিশ্
৩৩ তেত্রিশ তেত্‌ত্রিশ্
৩৪ চৌত্রিশ চোউ্‌ত্রিশ্
৩৫ পঁয়ত্রিশ পঁয়্‌ত্রিশ্
৩৬ ছত্রিশ ছোত্‌ত্রিশ্
৩৭ সাঁইত্রিশ শাঁই্‌ত্রিশ্
৩৮ আটত্রিশ আট্‌ত্রিশ
৩৯ ঊনচল্লিশ উনোচোল্‌লিশ্
৪০ চল্লিশ চোল্‌লিশ্
৪১ একচল্লিশ অ্যাক্‌চোল্‌লিশ্
৪২ বিয়াল্লিশ বেয়াল্‌লিশ
৪৩ তেতাল্লিশ তেতাল্‌লিশ্
৪৪ চুয়াল্লিশ চুআল্‌লিশ্
৪৫ পঁয়তাল্লিশ পঁয়্‌তাল্‌লিশ্
৪৬ ছেচল্লিশ
৪৭ সাতচল্লিশ শাত্‌চোল্‌লিশ্
৪৮ আটচল্লিশ আট্‌চোল্‌লিশ্
৪৯ ঊনপঞ্চাশ উনোপন্‌চাশ্
৫০ পঞ্চাশ পন্‌চাশ্
৫১ একান্ন অ্যাকান্‌নো
৫২ বাহান্ন বাহান্‌নো
৫৩ তিপ্পান্ন তিপ্‌পান্‌নো
৫৪ চুয়ান্ন চুআন্‌নো
৫৫ পঞ্চান্ন পন্‌চান্‌নো
৫৬ ছাপান্ন ছাপ্‌পান্‌নো
৫৭ সাতান্ন শাতান্‌নো
৫৮ আটান্ন আটান্‌নো
৫৯ ঊনষাট উনোশাট্
৬০ ষাট শাট্
৬১ একষট্টি অ্যাক্‌শোট্‌টি
৬২ বাষট্টি বাশোট্‌টি
৬৩ তেষট্টি তেশোট্‌টি
৬৪ চৌষট্টি চোউ্‌শোট্‌টি
৬৫ পঁয়ষট্টি  পঁয়্‌শোট্‌টি
৬৬ ছেষট্টি ছেশোট্‌টি
৬৭ সাতষট্টি শাত্‌শোট্‌টি
৬৮ আটষট্টি আট্‌শোট্‌টি
৬৯ ঊনসত্তর উনোশোত্‌তোর্
৭০ সত্তর শোত্‌তোর্
৭১ একাত্তর অ্যাকাত্‌তোর্
৭২ বাহাত্তর বাহাত্‌তোর্
৭৩ তিয়াত্তর তিআত্‌তোর্
৭৪ চুয়াত্তর চুআত্‌তোর্
৭৫ পঁচাত্তর পঁচাত্‌তোর্
৭৬ ছিয়াত্তর ছিআত্‌তোর্
৭৭ সাতাত্তর শাতাত্‌তোর্
৭৮ আটাত্তর আটাত্‌তোর্
৭৯ ঊনআশি উনোআশি
৮০ আশি আশি
৮১ একাশি অ্যাকাশি
৮২ বিরাশি বিরাশি
৮৩ তিরাশি তিরাশি
৮৪ চুরাশি চুরাশি
৮৫ পঁচাশি পঁচাশি
৮৬ ছিয়াশি ছিআশি
৮৭ সাতাশি শাতাশি
৮৮ আটাশি আটাশি
৮৯ ঊননব্বই উনোনোব্‌বোই্
৯০ নব্বই নোব্‌বোই্
৯১ একানব্বই অ্যাকানোব্‌বোই্
৯২ বিরানব্বই বিরানোব্‌বোই্
৯৩ তিরানব্বই তিরানোব্‌বোই্
৯৪ চুরানব্বই চুরানোব্‌বোই্
৯৫ পঁচানব্বই পঁচানোব্‌বোই্
৯৬ ছিয়ানব্বই ছিআনোব্‌বোই্
৯৭ সাতানব্বই শাতানোব্‌বোই্
৯৮ আটানব্বই আটানোব্‌বোই্
৯৯ নিরানব্বই নিরানোব্‌বোই্
১০০ একশ অ্যাক্‌শো





৩. এক থেকে একশ বানান ইংরেজি
বাংলা এক থেকে একশ বানানের পাশাপাশি এক থেকে থেকে একশ বানান ইংরেজি বানান জানাও অতীব গুরুত্বপূর্ণ ।  বাংলাদেশের ২য় ভাষা বলা হয় ইংরেজিকে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা ব্যবহৃত হয়ে আসছে ব্রিটিশকাল থেকেই, এবং ইংরেজি এর বিকল্প বর্তমানে গোটা বিশ্বেই নেই। তাই আপনাকে বাংলার পাশাপাশি  এক থেকে একশ ইংরেজি বানান জানা থাকা প্রয়োজন। এখানে আমরা এক থেকে একশ ইংরেজি বানানসমূহ তুলে ধরছি।  


অংক | Number বানান | Spelling উচ্চারণ | Pronounciation
1 One ওয়ান
2 two  টু
3  three থ্রি
4 four ফোর
5 five ফাইভ
6 six সিক্স
7 seven সেভেন
8 eight এইট
9 nine নাইন
10 ten টেন
11 eleven এলিভেন
12 twelve টুয়েলভ
13 thirteen থার্টিন
14 fourteen ফোরটিন
15  fifteen ফিফটিন
16 sixteen সিক্সটিন
17 seventeen সেভেনটিন
18 eighteen এইটটিন
19 nineteen লাইনটিন
20 twenty টুয়েন্টি 
21 twenty one টুয়েন্টি ওয়ান
22 twenty two টুয়েন্টি টু
23  twenty three টুয়েন্টি থ্রি
24 twenty four টুয়েন্টি ফোর
25  twenty five টুয়েন্টি ফাইভ
26 twenty six টুয়েন্টি সিক্স
27 twenty seven টুয়েন্টি সেভেন
28  twenty eight টুয়েন্টি এইট
29 twenty nine টুয়েন্টি নাইন
30 thirty থার্টি 
31 thirty one থার্টি  ওয়ান
32 thirty two থার্টি  টু
33 thirty three থার্টি থ্রি
34  thirty four থার্টি ফোর
35 thirty five থার্টি ফাইভ
36 thirty six থার্টি সিক্স
37 thirty seven থার্টি সেভেন
38  thirty eight থার্টি এইট
39 thirty nine থার্টি নাইন
40 forty ফোর্টি
41 forty one ফোর্টি ওয়ান
42 forty two ফোর্টি টু
43 forty three ফোর্টি থ্রি
44 forty four ফোর্টি ফোর
45 forty five ফোর্টি ফাইভ
46  forty six ফোর্টি সিক্স
47 forty seven ফোর্টি সেভেন
48  forty eight ফোর্টি এইট
49 forty nine ফোর্টি নাইন
50  fifty ফিফটি
51 fifty one ফিফটি ওয়ান
52 fifty two ফিফটি টু
53 fifty three ফিফটি থ্রি
54 fifty four ফিফটি ফোর
56 fifty five ফিফটি ফাইভ
57 fifty six ফিফটি সিক্স
58  fifty seven ফিফটি সেভেন
58 fifty eight ফিফটি এইট
59 fifty nine ফিফটি নাইন
60 sixty সিক্সটি 
61 sixty one সিক্সটি ওয়ান
62 sixty two সিক্সটি টু
63 sixty three  সিক্সটি থ্রি
64 sixty four  সিক্সটি ফোর
65 sixty five সিক্সটি ফাইভ
66 sixty  six সিক্সটি সিক্স
67 sixty  seven সিক্সটি সেভেন
68 sixty  eight সিক্সটি এইট
69 sixty  nine সিক্সটি নাইন
70 Seventy  সেভেনটি
71 Seventy one সেভেনটি ওয়ান
72 Seventy  two সেভেনটি টু
73 Seventy three সেভেনটি থ্রি
74 Seventy four সেভেনটি ফোর
75 Seventy five সেভেনটি ফাইভ
76 Seventy  six সেভেনটি সিক্স
77 Seventy seven সেভেনটি সেভেন
78 Seventy eight সেভেনটি এইট
79 Seventy  nine সেভেনটি নাইন
80 Eighty  এইটটি 
81 Eighty  one এইটটি ওয়ান
82 Eighty  two এইটটি টু
83 Eighty  three এইটটি থ্রি
84 Eighty  four এইটটি ফোর
85 Eighty  five এইটটি ফাইভ
86 Eighty six এইটটি সিক্স
87 Eighty seven এইটটি সেভেন
88 Eighty eight এইটটি এইট
89 Eighty nine এইটটি নাইন
90 Ninety  নাইনটি
91 Ninety  one নাইনটি ওয়ান
92 Ninety two  নাইনটি টু
93 Ninety three নাইনটি থ্রি
94 Ninety  four নাইনটি ফোর
95 Ninety  five নাইনটি ফাইভ
96 Ninety  six নাইনটি সিক্স
97 Ninety seven নাইনটি সেভেন
98 Ninety  eight নাইনটি এইট
99 Ninety nine নাইনটি নাইন
100 hundred  হান্ড্রেড

৪. বাংলা বানানের সংক্ষিপ্ত ইতিহাস 
বাংলা প্রধান ভাষাভাষী দুইটি এলাকার অন্যতম একটি বাংলাদেশ এবং অন্যটি পশ্চিমবঙ্গ। এই দুইটি এলাকা এক সময় একইসাথে বসবাস করে এসেছে যুগের পর যুগ কিন্তু পলাশীতে মীর জাফরের বিশ্বাস ঘাতকতার জন্য এদেশের শাসন ভার যখন ব্রিটিশদের হাতে চলে গেল তখন তারা এই শক্তিশালী বাংলাকে বিভক্ত করে শাসনের উদ্দেশ্যে । 
পৃথিবীর কোন ভাষাতেই বানান এবং উচ্চারণের সামঞ্জস্য অবস্থান নেই। ঠিক একইভাবে বাংলা ভাষাতেও বানান এবং উচ্চারণের ভিন্নতা থাকাটা স্বাভাবিক। বাংলা ভাষার প্রচলনের শুরুর দিকে সংস্কৃত ভাষার একটা বড় প্রভাব ছিল। যার ফলে বাংলা ভাষা প্রথমদিকে সংস্কৃত ভাষার অনুকূলে পথ চলেছে। 
কিন্তু ধীরে ধীরে বাংলা ভাষা তার কথ্য রূপের সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থানে ফিরে আসার চেষ্টা করেছে। কিন্তু সংস্কৃত পন্ডিত এবং নানা লিপিকর তাদের ইচ্ছা মত বানান ব্যবহার করতেন। এবং বাংলা ভাষার শুরুর দিকে বাংলা বানান লেখার জন্য কোন প্রমিত রীতি ছিল না। যার ফলে বাংলা বানানের চর্চা হয়েছে এলোমেলো ভাবে।
কিন্তু ধীরে ধীরে বাংলা ভাষা সংস্কৃতির খোলস থেকে বেরিয়ে আসতে শুরু করে। বর্জন করতে থাকে তার সংস্কৃত রূপ এবং গ্রহণ করতে থাকে তার চলিত কথ্য ভাষার রূপ। যেহেতু প্রতিটা ভাষারই প্রধানত দুইটা রূপ থাকে। প্রথমটি হল তার কথ্যরূপ দ্বিতীয়টি হল তার লেখ্য রূপ। এর আগেও বলেছি প্রতিটা ভাষারই কথ্য রূপের সাথে লেখ্য রূপের কিছু কিছু জায়গায় অসামঞ্জস্যতা রয়েছে। কেননা ভাষার উচ্চারণ সব সময় স্থানভেদের পাল্টে যায়। যত দ্রুত মানুষের উচ্চারণের ভিন্নতা তৈরি হয় তত দ্রুত বানানের ভিন্নতা তৈরি হয় না। একটি শব্দের উচ্চারণ একটি দেশের ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন রকম। কিন্তু তার বানানের রূপটা ঠিকই থাকে। আপনি যখন এক থেকে একশ পর্যন্ত বানান ভালোভাবে রপ্ত করবেন, তখন বিষয়টা যদি লক্ষ্য করেন। এই এক থেকে একশো পর্যন্ত বানানের যে উচ্চারণ তা এক একটি অঞ্চলে একেক রকম। ফলে বিভিন্ন কারণে বানানের মধ্যে অসামঞ্জস্যতা ছিল এবং এখনো আছে। 
বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য বানানের সমতা তৈরি করার প্রথম প্রচেষ্টা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতার বাংলা একাদেমী এবং বাংলাদেশের জাতীয় পাঠ্য পুস্তক বোর্ড বানানের সমতা বিধান রক্ষার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে কাজ করার চেষ্টা করেছেন এবং তার ফলস্বরূপ ১৯৯২ সালে 'প্রমিত বাংলা বানানের নিয়ম' নামে একটি পুস্তিকা প্রকাশ করে। এখানেও অবশ্য সংস্কৃত বানান অপরিবর্তিত করে রাখা হয়েছে। পরিবর্তন করা হয়েছে সংস্কৃত বাদে অন্যান্য শব্দগুলো। সেগুলোকে উচ্চারণ অনুযায়ী বানানের পরিবর্তন করা হয়েছে।

৫. এক থেকে একশ পর্যন্ত বানান এর দ্বন্দ্ব 
এক থেকে একশ পর্যন্ত বানান এর বেশ কিছু দ্বন্দ্ব পরিলক্ষিত হয়।এক থেকে একশ বানান এর মধ্যে কয়েকটি বানান নিয়ে দ্বন্দ্ব রয়েছে পাঠক মনে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বেয়াল্লিশ নাকি বিয়াল্লিশ,  এখানে দুটোই সঠিক।  আবার বিশ নাকি কুড়ি হবে,  এখানেও দুটোই সঠিক। 'বিশ' বাংলাদেশে বেশি প্রচলিত।   প্রায় সবাই 'বিশ' ব্যবহার করেন যারা বাংলাদেশের নাগরিক। যেমন টাকার হিসেবে বলে, ''বিশ টাকা দিন।'' কিন্তু এই কথাটা পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলার ২য় বৃহত্তর জনগোষ্ঠী যারা ভারতের অন্তর্ভুক্ত তারা 'বিশ' কথাটি ব্যবহার না করে 'কুড়ি' ব্যবহার করেন। তারা যখন কথা বলেন, ''কুড়ি টাকা দিন।"

 তাদের মতে 'বিষ'(বিষাক্ত) এর সাথে 'বিশ'(সংখ্যা) এর উচ্চারণ মিলে যায় তাই তারা সংখ্যা হিসেবে 'বিশ' ব্যবহার না করে 'কুড়ি' কথাটা ব্যবহার করেন। এছাড়াও কিছু বানান নিয়ে দ্বন্দ্ব রয়েছে যেগুলির পেছনে অধিকাংশ সময় আঞ্চলিকতা দায়ী। এক থেকে একশ বানান এর মধ্যে দ্বন্দ্ব থাকাটা অস্বাভাবিক নয়। কেননা আমাদের বাংলা ভাষাভাষী অঞ্চল অনেক বিস্তৃত তাই রয়েছে আঞ্চলিকতা এবং উচ্চারণ এর অনেক পার্থক্য। সঠিক প্রচেষ্টা থাকলে এসকল সমস্যা খুব সহজেই দুরিভূত করা সম্ভব। 


৬. এক থেকে একশ বানানের ছবি
এক থেকে একশ বানান জানার জন্য আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে। এক থেকে একশ বানান নিয়মিত অনুশীলন করার জন্য আপনার প্রয়োজন পড়ে এক থেকে একশ পর্যন্ত বানানের ছবি। আমরা এখানে এক থেকে একশ পর্যন্ত বানানের ছবি সংযুক্ত করেছি। এই ছবিগুলো আপনি ডাউনলোড করলে এক থেকে একশ পর্যন্ত বানান দ্রুত রপ্ত করতে পারবেন।







৭. এক থেকে একশ বানান pdf download
এক থেকে একশ বানান দ্রুত রক্ত করার জন্য অনেকেই এক থেকে একশ বানান pdf download করতে চান। pdf download করা থাকলে যে কোন সময় চট করে দেখা যায় যে কোন বানান ভুল হচ্ছে কিনা। এক থেকে একশ বানান pdf download না করলেও আপনার সমস্যা হবে না। নিচের ছবিগুলো আপনি ডাউনলোড করে রাখলেই তা পিডিএফ এর মত ব্যবহার করতে পারবেন।







৮. লেখকের মন্তব্য
বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে এই এক থেকে একশ বানান ব্যবহার করতে হয়। যে কোন স্থানে বানান ভুল করলে ভীষণ বিড়ম্বনায় পড়তে হয়। বানান আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। এক থেকে একশ বানান আমাদের শুধু শিক্ষা জীবনেই নয় পরবর্তীতে প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার করতে হয়। বিশেষ করে যে কোন কিছুর হিসেব-নিকেশ করার সময় এই এক থেকে একশ পর্যন্ত বানান আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। এই প্রাথমিক বিষয়টি আমাদের খুব ছোটবেলায় শেখানো হলেও এর তাৎপর্য অনেক বিস্তৃত। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত এই ওয়েবসাইটে আমরা বাংলা ভাষাভাষী মানুষের নিকট সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কেননা, অনলাইন প্লাটফর্মে অনেক ধোকাবাজরা ঘুরে বেড়ায়, যাদের একমাত্র উদ্দেশ্য টাকা আয় করা। সেটা বৈধ পন্থা হোক বা অবৈধ পন্থা হোক, তারা কিছুই বিচার করে না। তারই ধারাবাহিকতায় আমরা আজকের আর্টিকেলে আপনাদের কাছে এক থেকে একশ পর্যন্ত বানান পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এই আর্টিকেলে একই সাথে আমরা ১ থেকে ১০০ পর্যন্ত বানানের উচ্চারণ,  বানান এবং এক থেকে একশ ইংরেজি  বানান এবং তার উচ্চারণ দেওয়ার চেষ্টা করেছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url