আসুন দেখে নেই ব্লগ ওয়েবসাইট এর কয়েকটি অসাধারণ থিম||
আমরা একবিংশ শতকে দাড়িয়ে একটি ডিজিটাল প্লাটফর্ম এ বসবাস করছি।এই যুগে আমাদের সবকিছুই প্রায় ভার্চুয়াল ভিত্তিক হয়ে দাড়িয়েছে।অর্থ উপার্জন থেকে শুরু করে বিনোদন সবকিছুতেই আমরা দিন দিন ইন্টারনেটে র উপর নির্ভর হয়ে পরেছি।আর এই ইন্টারনেটের সবচেয়ে এক্সক্লুসিভ কনন্টেট হলো ব্লগ রাইটিং ওয়েবসাইট । ব্লগিং ওয়েবসাইট এর মাধ্যমে আমরা আমাদের মেধা ও শ্রম কে কাজে লাগিয়ে বিভিন্ন কন্টেট তৈরি করে থাকি।কিন্তু শুধু কন্টেন্ট বানালেই তো আর হবে না বন্ধুরা তাই না? এর পাশাপাশি আমাদের যেটি প্রয়োজন সেটি হলো ভালো একটি প্লার্টফর্ম ব্যবহার করে সেই কন্টেন্ট গুলোকে আপলোড করা।একটা কথায় আমরা বাঙ্গালী রা অভ্যস্ত। সেটি হলো,আগে দর্শন তারপর গুনবিচারি।আমাদের ওয়েবসাইট এর জন্য প্রয়োজন ভালো থিম।ভালো theme ব্যাবহার করলে আমরা ভালো একটা প্রফেশনাল এর মতো ওয়েব সাইট বানিয়ে ফেলতে পারব যেটি কিনা সবাইকে আকর্ষন করবে।
আজকের এই পোস্ট এর টাইটেল দেখেই বন্ধুরা হয়তো বুঝে গেছেন যে আজকের পোস্টটি কি নিয়ে।হ্যা! বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট এর জন্য একটি ভালো Theme ব্যাবহার করতে পারি।অর্থাৎ আমাদের ব্লগিং ওয়েবসাইট এর জন্য কিছু Theme থিম আমরা দেখে নিব এই পোস্ট টে।যে Theme গুলো সবাইকে আকর্ষন করবে।তো বন্ধুরা আর দেরি না করে আসুন শুরু করা যাক আজকেই ওয়েবসাইট এর Theme থিম বিষয়ক এই পোস্ট টি।
Parallax Pro
Foodie Pro
আপনার ওয়েবসাইট টি কি ফুড এর উপর।আপনার ওয়েবসাইট টি যদি খাদ্য নির্ভর হয়ে থাকে অর্থাৎ যদি আপনি আপনার ওয়েবসাইটে খাবার বিষয়ক পোস্ট করে থাকেন তবু আর চিন্তা কেন? এক্ষুনি এই Theme থিম টি আপনার ওয়েবসাইটের জন্য সেট করে নিন। এইটি থিমটি মুলত ব্যাবহার করা হয় খাদ্যের প্রতি যাদের ইন্টারেস্ট বেশি এবং যারা বেশি খেতে ভালোবাসে।
Lifestyle Pro
Modern Blogger
আপনি কি ঘরের আসবাবপত্র খুব ভালোবাসেন? সারাদিন সাজগোজ নিয়েই পরে থাকেন? তবে অভিনন্দন। আপনার জন্যই তৈরি করা হয়েছে ওয়েবসাইট এর এই থিমটি।এখানে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন অনেকগুলো অপশন যেগুলো মুলত আসবাবপত্র বা সাজগোজ এর জন্য। ঘরকে কিভাবে সাজালে আরোও সুন্দর লাগবে এই বিষয়ে যদি আপনি লিখালিখি করে থাকেন তবে দেড়ি না করে এখন ই ব্যবহার করে ফেলুন Website Theme টি। সত্যিই এই Theme টি আপনার ওয়েবসাইটটিকে আরোও অনেক আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা যায়।
Metro Pro
এইবার আসি গান বাজনার দিকে।আমরা প্রায় সবাই গান পছন্দ করি তাই না? কেমন হয় আমাদের ওয়েবসাইট টিও যদি গান ভিত্তিক হয়ে যায়।অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েবসাইট এ গান বা বিভিন্ন বিনোদনমুলক কিছুর রিভিউ করে সেটা ব্লগ করে থাকি।খুবই ভালো হয় নাই না? তো বন্ধুরা আর নয় চিন্তা।এবার সবার কথা মাথায় রেখে এইবার এই Theme টাকে এই লিস্ট এ যুক্ত করে দিলাম।তো বন্ধুরা যাদের খুবই বিনোদন পছন্দ এবং এ অনুযায়ী আপনার ওয়েবসাইটে Theme বসাতে চান তাহলে অবশ্যই এইটি দেখা উচিত।
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url