OrdinaryITPostAd

বাজেটে কি কি জিনিসের দাম বাড়বে?

 আজ অর্থাৎ ৬ জুন ২০২৪ দেশের ৫৩ তম অর্থবছরের বাজে 2024-25 ঘোষণা করা হয়েছে। এই বাজেটে সরকার বেশ কিছু পণ্যের উপরে বেশি ট্যাক্স নির্ধারণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি বেশ কিছু পণ্যের উপরে ভর্তুকি প্রদান করা হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হলে সে সকল জিনিসের দাম পূর্বের তুলনায় কমে যাবে। অন্যদিকে যে সকল জিনিসের বা পণ্যের উপর বাড়তি ত্যাগ আরোপ করবে সে সকল পণ্যের দাম বেড়ে যাবে। তো চলুন বাজেটে কি কি জিনিসের দাম বাড়বে সে সম্পর্কে আমরা দেখে নিই। 


বাজেটে কি কি জিনিসের দাম বাড়বে 

এবারের বাজেটের আকার বা পরিমাণ ধরা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা। এই বাজেটে কিছু জিনিসের দাম বাড়ছে চলুন এক নজরে দেখে নেই। 
  1. আইসক্রিম এবং কোমল পানিও যেমন কোকোকোলা, সেভেন আপ, rc, পেপসি ইত্যাদি 
  2. তামাক জাতীয় পণ্য এবং বিড়ি সিগারেট
  3.  কাজুবাদাম 
  4.  এসি এবং রেফ্রিজারেটর 
  5.  মোবাইল ফোন টকটাইম এবং ইন্টারনেট।
  6. পানির ফিল্টার 
  7.  জ্বালানি তেলে, খনিজ তেল।
  8.  তরলীকরণ গ্যাসের সরঞ্জাম এবং সিলিন্ডার 
  9. পাওয়ার প্লান্ট 

 এবারের বাজেটে এ সকল বিষয়ের উপর সরকার অতিরিক্ত কর আরোপ করার কারণেই দাম বাড়ছে এ সকল পণ্যের। নিশ্চয় বুঝতে পেরেছেন বাজেটে কি কি জিনিসের দাম বাড়ছে। বিশেষ করে বাজেটে যে সকল জিনিসের দাম বাড়ছে সেগুলো বিলাস পণ্য এবং জ্বালানি তেলের সাথে সেগুলোর সম্পর্ক রয়েছে। 

সূত্র: দা ডেইলি স্টার 

 

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url