OrdinaryITPostAd

পদ্মা সেতু নিয়ে প্রথম মোটিভেশন দিলেন সোলায়মান সুখন

পদ্মা সেতু নিশ্চয়ই দক্ষিণবঙ্গের মানুষের জন্য এক অনন্য পাওয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু দুর্ঘটনার সাক্ষী হয়েছে এই পদ্মা সেতু। তাই এ নিয়ে একটি সচেতনতামূলক ফেসবুক পোস্ট শেয়ার করেন আমাদের সবার প্রিয় সোলায়মান সুখন।


 তিনি তার ফেসবুক পোস্টে বলেন,

''পদ্মা সেতু পার হওয়া প্রথম নারী, প্রথম গাড়ি, প্রথম বাইক এসব নিয়ে নিউজ না করাটাই উত্তম 


এগুলোকে উৎসাহ দিলে কিছুদিন পরে দেখা যাবার  খবরের শিরোনাম হবার লোভে, "পদ্মা সেতুর রেলিং ধরে একঘন্টা ঝুলে থাকা প্রথম পুরুষ, রেলিং এর উপর একপায়ে একঘন্টা দাঁড়িয়ে ভিডিও করা প্রথম টিকটকার" “অমুক নাম্বার পিলারে গায়ে তেল মেখে বেয়ে বেয়ে পাটিগণিত অংক করা প্রথম মেধাবী” এই টাইপের বিপদজনক কাজ শুরু করে দিবে অনেকেই ।


বারবার সেতুর উপর গাড়ি থামানো নিষেধ বলার পরও হুটহাট গাড়ি-বাইক থামিয়ে  দাঁত কেলিয়ে তোলা সেল্ফিতে ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া । 


লেবু কচলে তিতা করা আমাদের যুগ যুগান্তরের হবি !!


আমার এই স্টাট্যাস কে আবার "পদ্মা সেতু নিয়ে প্রথম মোটিভেশন দিলেন সোলায়মান সুখন " টাইপ নিউজ না করে দেয় এই চিন্তায় আছি এখন"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url