শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ!
বুধবার অর্থাৎ ১৮ ই আগস্ট শেরে বাংলা নগরে এনআইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় সচিবগণ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রস্তাব জানালে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশ্যে বলেন, "শুধু বিশ্ববিদ্যালয় নয় দ্রুত সময়ে স্কুলগুলোও খুলে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ, শিশুরা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে। তারা মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব পদক্ষেপ নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। জরুরী ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।
সরকারি কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বেড়েছে। এবার দেশের জন্য আপনাদের দেওয়ার পালা।কোনভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন