আমাদের কার্যক্রম সম্পর্কে জানুন

The DU Speech আসলে কী?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত গুগুল সার্চ ভিত্তিক আর্টিকেল লেখার সংগঠন। অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে মানুষজন গুগলে সার্চ করে এমন টপিকে আর্টিকেল লিখতে হবে। আমরা অনেক সময় সঠিক তথ্যের জন্য গুগুলে সার্চ করে থাকি কিন্তু সঠিক তথ্য না পেয়ে অনেক গুলো ফেক লিংক পার করতে হয়। এমন বিড়ম্বনার শিকার হননি এমন কেউ নেই। আমাদের উদ্দেশ্য বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী মানুষ গুগুলে সার্চ দিয়ে আমাদের ওয়েবসাইটের সাজানো গোছানো আর্টকেল পড়বে এবং হয়রানি থেকে মুক্তি পাবে। অর্থাৎ গুগুলে বাংলা ভাষাকে সমৃদ্ধ করব আমরা পাশাপাশি আমাদের আয়ও হবে।


বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান বাংলাদেশ গড়ার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু, গুগলে তেমন উল্লেখযোগ্য অবদান নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আমাদের লক্ষ্য গুগলে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনিও আমাদের সংগঠনের সদস্য হয়ে অবদান রাখুন গুগলে। 

আমরা যা শেখাই
আমরা মূলত SEO(Search Engine Optimization) আর্টিকেল লেখা শেখাই। এতে আপনার লেখা আর্টিকেল কীভাবে গুগুল সার্চে র্যাংক করবে অর্থাৎ ঐ টপিকে কেউ গুগুলে সার্চ করলে আপনার লেখা শুরুর দিকে থাকবে৷ অর্থাৎ উক্ত বিষয়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই সার্চ করুক না কেন আপনার আর্টিকেল শুরুর দিকে থাকবে। এটা আপনার এবং আমাদের সংগঠনের বড় পাওয়া এবং গর্বের বিষয়। আমাদের কোর্সে যা যা শেখাব:
  • নতুন ট্যাব কী? ট্যাবের ব্যবহার করবেন কেন?
  • আমাদের ওয়েবসাইটে লিখবেন কীভাবে?
  • আর্টিকেলের টাইটেল বা শিরোনাম কীভাবে লিখবেন?
  • কাস্টম পারমালিংক কী? কীভাবে পারমালিংক ও ট্যাব এড করবেন?
  • ভূমিকা বাটন কী? কীভাবে এড করবেন?
  • আর্টিকেলের ভূমিকা কীভাবে লিখবেন?
  • এলাইনমেন্ট কী? কোন এল্যাইনমেন্টে লিখবেন?
  • থাম্বনেইল পিকচার কী? কীভাবে সেট করবেন?
  • আর্টিকেল সূচীপত্র কী? সূচীপত্র কীভাবে এড করবেন?
  • কত শব্দের আর্টিকেল লিখবেন?
  • আরও পড়ুন সেকশন কী? কীভাবে এড করবেন?
  • ফোকাস কি-ওয়ার্ড কী? কীভাবে এড করবেন?
  • একটি আর্টিকেল কেন গুগুলে র‍্যাংক করে?
  • একটি আর্টিকেল কেন গুগুলে র‍্যাংক করে না?
  • লেখকদের কমন ভুলগুলো কী কী?
  • আর্টিকেলের শব্দ সংখ্যা পরিমাপ করবেন কীভাবে?
  • সফলভাবে ১০ টি আর্টিকেল লেখা
এছাড়াও আপনি এই সৃষ্টিশীল কাজের পাশাপাশি আর্থিকভাবেও উপকৃত হবেন। আপনার আর্টিকেল লেখার বিনিময়ে আমরা আপনাকে সম্মানি প্রদান করব। আপনার দক্ষতার উন্নয়ন, অভিজ্ঞতা অর্থ উপার্জন, মানুষকে হয়রানি থেকে মুক্তি ও বাংলা ভাষার তথ্য সসমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
অনলাইনে রেজিস্ট্রেশন চলছে
করোনার পর অমিক্রনের থাবায় বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিলে আমাদেরও অনলাইনে কার্যক্রম পরিচালিত করতে হচ্ছে । তাই সদস্য আহবানের জন্য রেজিস্টেশনও অনলাইনে চলছে। নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা।
অনলাইন নাকি অফলাইনে ক্লাস?
আমাদের এই কোর্স অফলাইনে করানোর ইচ্ছে ছিলো কিন্তু পরিস্থিতি খারাপ হওয়াই অনলাইনে কোর্স করানো হবে। আমাদের কোর্স করার জন্য প্রাথমিকভাবে ১০০৳ দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপরে আপনাকে জামানত ৫০০ টাকা দিতে হবে যা ফেরত দেওয়া হবে কোর্স শেষে। প্রতিটি ক্লাসে উপস্থিত থেকে কোর্স শেষ করলে আপনাকে সার্টিফিকেট এবং জামানতের টাকা ফেরত দেওয়া হবে নতুবা জামানতের টাকা ফেরত দেওয়া হবে না।
আমাদের ক্লাসগুলো সিনেটভবন ও সেন্ট্রাল ফিল্ড গ্যালারিতে নেওয়ার কথা থাকলেও এখন অনলাইনে নেওয়া হবে। সময় শুক্র ও শনিবার সকাল অথবা বিকেলে নেওয়া হবে যা আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে ফেসবুক গ্রুপে এবং ফোনে মেসেজ করে। আমাদের কোর্সের মেয়াদকাল ১ মাস। অর্থাৎ প্রতি সপ্তাহে ২ দিন করে ৮ টি ক্লাস নেওয়া হবে।
সদস্য আহবান করব ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে আমাদের ক্লাস শিডিউল জানিয়ে দেওয়া হবে।
সফলভাবে কোর্স শেষে আপনাকে আমাদের ওয়েবসাইটে লেখক হিসেবে নিয়োগ করা হবে। এবং আপনি আর্টিকেল লিখে আয় করতে পারবেন।
নিজের দক্ষতার উন্নতি, বাংলাভাষাকে সমৃদ্ধ এবং পাশাপাশি আয় করতে যোগ দিন 'The DU Speech' এ।
সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা
মো. আব্দুল্লাহ আল মামুন
বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশন : ২০১৯-২০

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url