- DU Speech ওয়েবসাইটে প্রকাশিত সকল কনটেন্টের স্বত্বাধিকারী কেবলমাত্র DU Speech। যে কোন উদ্দেশ্যে এই ওয়েবসাইটে প্রকাশিত কোন আর্টিকেল বা পেইজের কনটেন্ট সম্পূর্ণ কপি করে অন্য কোন মাধ্যমে প্রকাশ করা সম্পূর্ণই নিষিদ্ধ। তবে আর্টিকেল বা পেইজের কোন অংশবিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সে ক্ষেত্রে DU Speech ওয়েবসাইটের Dofollow লিংক যুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।
- এই ওয়েবসাইটের প্রকাশিত আর্টিকেলগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা/ইংরেজী সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয় সে ক্ষেত্রে কোন কোন আর্টিকেল কাকতালীয়ভাবে কোন সোর্স এর সাথে সরাসরি মিলে যেতে পারে মূল আর্টিকেলটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট এডমিন কে অবহিত করুন।
- কোন আর্টিকেল লেখক যদি অন্য কোনো মাধ্যম থেকে আপনার প্রকাশিত আর্টিকেল হুবহু কপি করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে ও যদি উপযুক্ত ক্রেডিট উল্লেখ না করে এবং আপনি যদি চান তারিখের অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার নিষিদ্ধ তা হলেও ওয়েব সাইটের এডমিন কে বা পরিচালককে অবহিত করুন।
Ok